নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

প্রিয় সহোদর

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

প্রিয় সহোদর,
★★★★বাংলা লতিফা (৭)★★★

এক মমতাময়ীর দুগ্ধ পানে,রক্তের নিগূঢ় বাঁধন,
আত্মার অস্তিত্ব জুড়ে,দুঃখ-সুখের অহিংস বন্ধন।

বিশ্বাস- নিঃসৃত স্নেহ-মায়ার,তুলনাহীন সহানুভূতি,
সমস্যায় সমুজ্জ্বল প্রদীপ,আস্হার অবিচ্ছেদ্য সম্প্রীতি।

বিপদ -আপদে পাশাপাশি,মাড়িয়ে জীবনের সংকট,
পিচ্ছিল পথ সদর্পে চলি তার হাত ধরে,সে প্রিয় সহোদর।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



মা, ছোট্ট একটি শব্দ; কিন্তু এর ব্যপ্তি পৃথিবীর সমান৷

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

বলেছেন: ছোট্ট করে কি চমত্কারভাবে সারাংশ প্রদান করিলেন ,

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: মা'তো মা'ই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭

বলেছেন: স্বাগতম,অসাধারণ উপলব্ধি ভালো লাগলো।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০

সূচরিতা সেন বলেছেন: মাকে কারো সাথে তুলনা করার মত পথ নেই। ভালো লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩

বলেছেন: অশেষ কৃতজ্ঞতা

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩

শুভ্র বিকেল বলেছেন: “মা” এক পরম ভালবাসার নাম, অকৃত্রিম ভালবাসায় আবর্তিত যে নাম, সে মা! শুভ কামনা প্রিয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১০

বলেছেন: শুভ্র ভালোবাসার আবীর মাখা হোক আপনার আগামী।
ভাল লাগলো আপনার মন্তব্যের জন্য।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। ছোট্ট কবিতা কিন্তু পরিসরটা বিরাট। ++

শুভকামনা প্রিয় লতিফভাইকে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

বলেছেন: প্রিয় ভাই, আপনার উপস্থিতি প্রেরণা দায়ক, সুন্দর হৃদয়ে সুন্দর মন্তব্য

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগি জগতের যুবরাজ

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় সহোদরকে নিয়ে দারুণ কবিতা। পাঠকের রিডিং মনে হয় ভুল হচ্ছে, সবার দৃষ্টি মায়ের দিকেই, অথচ কবিতাটা ভাইকে নিয়ে। এর কারণ হলো, মা ছাড়া আমরা মূলত আর কিছু বুঝি না।

শুভেচ্ছা মিস্টার ল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

বলেছেন: স্যার, আপনার গঠনমূলক মন্তব্য প্রেরণাময়।
সবাই মনে হয় মায়ের বাপ্তি নিয়ে কথা বলছিল।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাকু হাসান বলেছেন: কবিতাটি ছোট হলেও যথেষ্ট ভাবপ্রধান ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

বলেছেন: প্রিয় প্রতিভাবান হাসান ভাই, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয় কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

বলেছেন: : ধন্যবাদ জানবেন প্রিয় সনেট কবি।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

আরোগ্য বলেছেন: প্রচীন সত্য কিন্তু বর্তমানে তা কল্পনা।যৌথ
পরিবারে ভায়ে ভায়ে দ্বন্ধ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

বলেছেন: যতই মন্দ হোক বিপদে আপনার কাছে পাবেন যাকে সেই সহোদর।
দন্দের বন্দরেে ভাই তো ভাই
ভালোবাসা আর আরোগ্য কামনায়

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

জাহিদ অনিক বলেছেন:

ভ্রাতৃত্বের বন্ধন থাকুক অটুট

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

বলেছেন: ধন্যবাদ প্রতিভাবান কবি,

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩২

অভিশপ্ত জাহাজী বলেছেন: অসাধারণ দাদা। মাত্র কয়েক লাইন কয়েক শ লাইনের কথা তুলে ধরেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

বলেছেন: আহ, দাদাভাই এত সুন্দর করে মন্তব্য করে নিবিড় ভাতৃত্বের বাঁধনে জড়িয়ে ফেললে।
আ লা ভিউ

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৯

স্রাঞ্জি সে বলেছেন:

পড়তে পড়তে যাই ভাবছিলাম। তা সোনাধুলা ভাই বলে পেলছেন।


মানুষের যে পশুত্ব ঘুমিয়ে আছে, সেই পশুত্ব জেগে উঠে তখন, যখন কিনা জমি নিয়ে ভাগাভাগি হয় ভাইদের মাঝে। কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার যে ভাই মরলেই খাটিয়া তুলে নেন তার ভাই।

কাব্য সহোদর সম্প্রীতি ফুটে উঠেছে। +++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

বলেছেন: স্রাঞ্জি সে আজ কোন  পিশু দিলেন না? আপনি দাদা হওয়ার পর থেকে পিশু দেওয়া বন্ধ করে দিলেন নাকি? আর হা আপনি কিন্ত একজন দক্ষ মানুষ আপনার লেখনী শক্তি ভালো ও উঁচুমানের।
প্লাসে কৃতজ্ঞ

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

ডার্ক ম্যান বলেছেন: ভাল সহোদর সবার ভাগ্যে জুটে না

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

বলেছেন: কথায় নাকি বলে আপ ভালো ত দুনিয়া ভালো।
ভালোবাসাবাসি থাকুক আজীবন

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

অভিশপ্ত জাহাজী বলেছেন: দাদা ভাই, ভাতৃত্বের বাঁধনে জড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব সময় ভালো থাকবেন সেই প্রত্যাশা রইল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

বলেছেন: অনেক করে হৃদিময় ভালোবাসা রইলো কিন্ত

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

নজসু বলেছেন: ‌এতো সুন্দর উপমা কল্পনাই করা যায় না।
সত্যি তো একই মায়ের দুধ পান করে বলেই তো ভাইয়ে ভাইয়ে একাত্মা।
ভাইয়ের হাত ধরে চলে ভাই।

কিন্তু জানেন তো কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়।
ভাইয়ের হাতে ভাই খুন।
ভাইয়ে ভাইয়ে বিবাদ।
এক ভাই আরেক ভাইয়ের উপর পাষণ্ড আচরণ করে।
এটা কেন হয়?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়
যতই মন্দ হোক বিপদে আপনার কাছে পাবেন যাকে সেই সহোদর।
ভাইবোনের সম্পর্কের অবনতির পেছনে দায়ী নানা কারণ --
১) স্বার্থের সংঘাতে
২) পৈতৃক সম্পত্তি ভাগাভাগি
৩) ভাইয়ের বিয়ের পর ভাবির আগমনে অধিকারবোধের টানাপোড়েনে

৪) আদর্শগত ভিন্নতা
৫) বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব ভাগাভাগি

পরিশেষে --নিয়মিত ভাইবোনের সঙ্গে যোগাযোগ রাখলে, একে অন্যকে বুঝতে চেষ্টা করলে, দুর্দিনে এগিয়ে এলে সম্পর্ক মজবুত হয়, তাজা থাকে আবেগ

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

ইসিয়াক বলেছেন:



ভাই বড় ধন
রক্তের বাঁধন
ছিন্ন হবার নয়।
ভাইয়ের ভালোবাসা
আজীবন থাকে
কিছুতে ভুলবার নয়।।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

বলেছেন: ধন্যবাদ
আমার ভাই
তোমার ভাই
ইসিয়াক ভাই

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন
যতই মন্দ হোক বিপদে আপনার কাছে পাবেন যাকে সেই সহোদর।
ভাইবোনের সম্পর্কের অবনতির পেছনে দায়ী নানা কারণ --
১) স্বার্থের সংঘাতে
২) পৈতৃক সম্পত্তি ভাগাভাগি
৩) ভাইয়ের বিয়ের পর ভাবির আগমনে অধিকারবোধের টানাপোড়েনে
৪) আদর্শগত ভিন্নতা
৫) বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব ভাগাভাগি

পরিশেষে --নিয়মিত ভাইবোনের সঙ্গে যোগাযোগ রাখলে, একে অন্যকে বুঝতে চেষ্টা করলে, দুর্দিনে এগিয়ে এলে সম্পর্ক মজবুত হয়, তাজা থাকে আবেগ

সাবাস !
অসাধারণ উপলব্ধি। দারুণ জীবনবোধ।
আমার অবশ্য কোন ভাই নেই । তবুও অভিজ্ঞতা থেকে বলছি।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

বলেছেন: এত খুটিনাটি আজ-অব্দি কেউ পড়েনি --- হ্যাটস অফ।।।


অভিবাদন প্রিয় ভায়া।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.