নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

দয়াল রাখিয় খেয়াল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

দয়াল রাখিয় খেয়াল
(দেহতাত্ত্বিক গীতি @জিকির)
★★★★★★★★★★★★♪♪♪♠♠♠

দয়াল রাখিয় খেয়াল,মিনতি তোমারে,
আমি যে গুনাহগার,চাই যে পানাহার
দারুন ও নিদান কিয়ামত পারাপারে,
রহমানও নামের গুণে,মাফ করো মোরে

দয়াল রাখিয় খেয়াল,মিনতি ----(ঐ)

না জেনে না বুঝে করেছি কত পাপ,
তুমি ছাড়া ওগো কে করিবে মাফ?
নাজেহাল হবো কঠিন ও হাশরে
অনলে দাহ্য জ্বালা সহিবো কেমনে?

দয়াল রাখিয় খেয়াল,মিনতি ----(ঐ)

পাপের পাহাড় মাথায় নিয়ে হলাম যাযাবর,
রঙের খেলায় মত্ত হয়ে ভাসিলাম দূর্বাদল।
তুমি দয়া না করিলে,কি হবে উপায় তবে ?
ত্রিভুবনের মালিক রব,সহায় হও মোর তরে।

দয়াল রাখিয় খেয়াল,মিনতি ----(ঐ)

রহমান লতিফ
২৫.০৯.২০১৮

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
শুদ্ধ করো ওহে দয়াময়।


ভালো লিখেছেন ভাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

বলেছেন: ভাইজান, সালাম নিবেন।[/sb

রহমতের ঢেউয়ে ভাসিয়ে নিও পূন্যের মোহনায়।। তওবা করে চাচ্ছি ক্ষমা ওহে দয়াময়।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

রাকু হাসান বলেছেন:

চমৎকার ভাইয়া ।আমি যেন তালে তালে বলতে ছিলাম । আচ্ছা ভালো আছেন আপনি ? :-B আমি ভালো আছি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

বলেছেন: প্রিয় রাকু হাসান,
সালাম ও শুভেচ্ছা।
আপনি হয়তো জানেন না আমার অবজারভেশনে আপনি একজন সেরা কমেন্টস দাতা একজন উঁচু মানের লেখক, সমালোচক, কবি,পাঠক
তোমার উপমা তুমি
নিরন্তর শুভেচ্ছা হে সুহৃদ
ভালোবাসা নিও
ভালো আছো জেনে ভালো লাগলো।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২২

আরোগ্য বলেছেন: আধ্যাত্মিক রচনা, ভালোই ভাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬

বলেছেন: ধন্যবাদ রইলো প্রিয় সুহৃদ
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২

রাকু হাসান বলেছেন: কি বলেন এই সব । B:-) । আমি অনেক তুচ্ছ একজন ভাই! আপনাদের কাছ থেকে শেখার জন্যই ব্লগে আসা । অনেক বেশি ভালো থাকুন সেই দোয়া করি ।আপনি একজন ইতিবাচক মানুষ ,তাই চিন্তাও ইতিবাচক । ইতিবাচক মানুষদের খুব ভালো লাগে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৮

বলেছেন: আমার ও আপনাকে মন থেকে ভালোলাগে
সশস্ত্র পদাতিক বাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় সোলজার

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় রহমান লতিফ ভাই। বরাবরের মত ইউনিক আর তাৎপর্যপূর্ণ। +++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৬

বলেছেন: কাওছার ভাই আমার কাছে আপনি একজন ইউনিক এন্ড ইনসপেরেশন।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার, খুব সুন্দর কথামালা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৯

বলেছেন: নয়ন ভাই, কেমন আছেন,? আশাকরি ভালো।
অনেক দিন পর একটা সুন্দর লেখা দিলেন।
একটা সুর কি হবে?

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! মনোমুগ্ধকর ।

শুভকামনা প্রিয় লতিফভাইকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫১

বলেছেন: একরাশ ভালোবাসা আপনার জন্য শ্রদ্ধেয় পদাতিক ভাই

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: দয়াল রাখিও খেয়াল, মিনতি রহিল- কি চমৎকার একটি প্রার্থনা, কি আকুলতা, কতটা বিশ্বাস আর ভরসা প্রকাশ পেয়ে গেল এ পাঁচটি মাত্র শব্দে! খুব সুন্দর লিখেছেন, ভাল লেগেছে। তাই কবিতায় প্লাস + +।

ক্ষমা করো হে দয়াময়,
গতিময় জীবনের যতির সময়,
স্মরণ করি যেন একমাত্র তোমায়।
মাফ করে দিও ছোট বড় সব দোষ।
তোমার মার্জনা আর করুণা ছাড়া
খালিহাতে আমায় করোনা বিদায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

বলেছেন:
শ্রদ্ধেয় খায়রুল আহসান,আন্তরিক ধন্যবাদ আপনাকে
কৃতজ্ঞতা অসীম,
ভালোবাসা নিরন্তর,
শুভকামনা সবসময়।।


৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

চাঙ্কু বলেছেন: এখন সুর কে বসাবে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

বলেছেন: দাদা আপনাকে সুর বসাতে হপে

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: সর্বত্রই এখন মানুষের অধঃপতন দেখে-শুনে মূক-বধির হয়ে যাওয়াটাই নিরাপদ বলে মনে হচ্ছে!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

বলেছেন: মনের আবেগ আর কচুর পাতার পানি সমান কথা।কারন কোনোটার ভরসা নেই।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় দাদা আপনাকে,
শুভেচ্ছা শুভকামনা, ভালোবাসা নিরন্তর,
ভালো থাকুন সুস্থ থাকুন,
এই কামনায়---।।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ মহান দয়ালু,তার দয়ায় হাজারো পাপ পুণ্যে পরিনত হয়।আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন এটাই আল্লাহর কাছে চাওয়া।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

বলেছেন: আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন [/sb

আমিন

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ফেরদৌসা রুহী বলেছেন: পাপে ভরা জীবন।

দয়াল মাফ না করলে উপায় নাই।
খুব ভালো লিখেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় আপুমনি মুন্তব্যে মুগ্ধ হলাম,
শুভ কামনা রইল সব সময়

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।। ঠিক বলেছেন।।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয়জন

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাইয়া আপনার প্রোফাইলে চেয়ারের ছবি কেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

বলেছেন: রাজ কবির চেয়ার ভাইআআ হাহা

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: অর্থময় এবং সুন্দর।
+।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

বলেছেন: প্রিয় সুমন দাদা,
ধন্যবাদ আপনার আগমনের জন্যে। আপমার লেখা প্রায় পড়ি হয়তো মন্তব্য দেয়া হয় না অনেক সময়।
আপনার প্লাসে কৃতজ্ঞ।
ভালো থাকবেন

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: গান গাইতে না পারলেও গানের তালে তালে জিকির করতে পারবো এতে অসুবিধা নাই। চমৎকার গান। ধন্যবাদ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

বলেছেন: হা হা প্রিয় ছড়াকার --- মজা পেলুম আপনার মন্তব্যে।
ভালোবাসা আর শুভকামনা

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

বলেছেন: সালাম ও ধন্যবাদ নিবেন প্রিয় সনেট বিশারদ

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

নজসু বলেছেন: খুব সুন্দর।
সকাল সকাল আত্মশুদ্ধির প্রত্যাশায় হৃদয় উদ্বেলিত হল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬

বলেছেন: আপনার মন্তব্যে আমিও মোহিত, শুভেচ্ছা নিবেন

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

কানিজ রিনা বলেছেন: এত সুন্দর লেখা। প্রথম
মন্তব্যের উত্তর দারুন হয়েছে।
যদিও রাত বারোটার লেখা
সকাল সকাল পড়ে অনেক
ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫

বলেছেন: আপনার এমন সুন্দর মন্তব্যের প্রেক্ষিতে আমি আসলে কি উত্তর দিব ভেবে পচ্ছিনা।
আপনি আমার কবিতা পড়েছেন জেনে আমি খুব খুশি হয়েছি।



আপনাকেও হৃদয় উজার করা শুভেচ্ছা দিলাম, ভালো থাকুন
অসংখ্য ধন্যবাদ।

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

অচেনা হৃদি বলেছেন: খুব ব্যতিক্রমধর্মি একটা লেখা!
পড়ে অন্যরকম অনুভূতি লাগলো।
লতিফ ভাইয়ার জন্য শুভকামনা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

বলেছেন:


আন্তরিক ধন্যবাদ প্রিয় অচেনা হৃদি
মুন্তব্যে মুগ্ধ হলাম

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: দাদা ভাই মুগ্দ্ধ হয়ে গেলাম। আপনার লেখনী ক্ষমতা খুব গভীরের। লিখে যান আর এই অধমের ভালোবাসা নিবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বলেছেন: এই ভালোবাসা বাসিময় থাকুক দৃঢ়।
ছড়িয়ে আলোয় আলোয়
ভূবনে মাঝে
তেপান্তরের মাঠে ঘাটে সুনীলের সাঁকে।


২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন ! আমি কয়েকবার করে পড়েছি। দারুণ প্রার্থনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

বলেছেন: আমার প্রার্থনায় রাখিবো আপনাকে
আপনার প্রার্থনায় আমাকেও রাখিও।

গুনীজনের মন্তব্যে আপ্লুত হই।
ধন্যবাদ নিবেন

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: প্রভু তোমার দরবারে
=============
প্রভু তোমার দরবারে তুলেছি দুহাত
ক্ষমা করো মোরে করি মোনাজাত।
তুমি বিনে কেউ নাইগো আমার
তোমার তুলনা তুমি বলি বারবার ।।

সৃজিলা তুমি মোরে কত ভালোবেসে
অবাধ্য হলাম আমি নিজেরই দোষে।
আজ আমি বুঝি কত ভুল এ জীবনে
এ কারণে মাফি মাগি তোমার চরণে ।।

ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে
তুমি বিনে উদ্ধার কে করিবে আমারে ।
তুমি অসীম তুমি তুলনাবিহীন
কেমনে শুধিবো জানিনা তোমার যত ঋন ।।
কবিতায় মুগ্ধতা

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

বলেছেন: কবিতার পিঠে কবিতা।।।
ভালোলাগা যত।।।

পোস্ট দেন।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.