নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

রাজীব আজ আমাকে \'সরি\' বলেছে

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

রাজীব আজ আমাকে 'সরি' বলেছে!
★★★★রহমান লতিফ ★★★★★★


রাজীব আজ আমাকে 'সরি' বলেছে,
বিয়ের প্রথম প্রহরে শক্ত খোলোসে লুকানো ভালোবাসা থেকে,
ওকে রাতে করে বাড়ি ফেরার তাড়া দেয়া,
সারাদিন নেটে, ব্লগে,ফেবুতে রাত অবধি জেগে থাকার
বদ অভ্যাস থেকে বিরত থাকার চেষ্টা করা
কম ঘুমে ওর শরীরে আঘাত আনতে পারে
তা বুঝানোর ব্যর্থ প্রচেষ্টায় লেগে থাকা,
লাল টকটকে চোখ নিয়ে মতালের ঘোরে না থাকা,
এসব ভালোবাসার সুখানুভতি দিয়ে নিষেধ করাতে,
ও সজোরে ঝাকুনি দিয়ে আমার শরীরের বিশেষ স্থানে আঘাতে করে,
রাগে দুঃখে অপমানে,বাবার বাড়িতে চলে যেতে চেয়েছিলাম,
কিন্ত রাতে বাড়ি ফিরে রাজীব আমাকে 'সরি' বলেছে।

বিয়ের আজ 'দু বছর হলো আজও রাজীব আমাকে 'সরি'বলেছে,
আজ ওকে বলেছিলাম আমাদের টুনটুনি কে একটু সময় দিতে,
ওর সাথে আজ সারাদিন দু'জন মিলে পার্কে,লেকে ঘুরে বেড়াতে,
আজকের একটি দিনের জন্য বন্ধু,নেট,ব্লগ ছেড়ে-
মেয়েটাকে জড়িয়ে ধরে আদরে আদরে রাখতে,
তাতে তার উপর চাপ তৈরি করার কথা বলে সে আমাকে তীব্র প্রতিবাদে
দু'হাত তুলে আমার শীরীরের বিশেষ স্হানে গুরুতর আঘাত করেছে,
আজ-ই বাবার বাড়িতে চলে যেতে চেয়েছিলাম-
কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে!
রাজীবের কি হবে?তা ভেবে রয়ে গেলাম,
কিন্ত রাতে বাড়ি ফিরে রাজীব আমাকে 'সরি' বলেছে।

জীবনের ক্লান্তি ভুলে গিয়ে একটু সজীব হতে,
কক্সবাজার গিয়ে সমুদ্রের জলে সব ব্যাথা ধুতে,
খুব বেশি আবদার কখনো আমার অভ্যাসগত নয়
আজ শুধু সমুদ্র ও প্রকৃতির নিবিড়তার কাছে-
আমাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম,
তাতেই রাজীব প্রচন্ড ক্রুব্ধ হয়ে আমার মাথায় সজোরে আঘাত করে,
আজ বাবার বাড়ি নয়,আমাকে ইহকাল ছেড়ে চলে যেতে হয়,
আজ আমার শবদেহের পাশে বিলাপরত হয়ে-
কিংকর্তব্যবিমূঢ় রাজীব ভাগ্য কিংবা বিধাতা নয়,
আজ সে অনুতপ্ত হয়ে সাদা কাফনে ঝড়ানো-
আমার পাশে মৃত্যুশোকে অনুশোচনায় করেছে!
আজ রাজীব,অশ্রুজলে শেষ বারের মত আমাকে 'সরি'বলেছে।

'রহমান লতিফ '
সেপ্টেম্বরে ২০১৮
নোটঃ উচ্চ শিক্ষিত সমাজে নারী নির্যাতনের মতো জঘন্য চিত্র তুলে ধরার প্রয়াস নিয়ে এই কবিতা।
[/si

উৎসর্গ- ব্লগার প্রিয় রাজীব নুর ভাই কে

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ শুধু সমুদ্র ও প্রকৃতির নিবিড়তার কাছে-
আমাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম,

.........................................................................................
প্রকৃতি র কাছে মানুষ যেতে চায়, এটাই স্বাভাবিক
যে এসব বুঝতে চায় না, তার মানসিক সমস্যা আছে ++

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫

বলেছেন: অশেষ ধন্যবাদ কৃতজ্ঞ শুভ কামনা অবিরত

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০২

আরোগ্য বলেছেন: শুধু এইটুকুই বলবো , "অসাধারণ "

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৩

বলেছেন: শুনে প্রীত হলাম। ধন্যবাদ

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সময় ফুরালে সরি'র আর কোনো অর্থ থাকেনা।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৬

বলেছেন: সালাম ও শুভেচ্ছা জুনায়েদ ভাই।
ধন্যবাদ মন্তব্যের জন্য
আমরা তো সময় ফুরানোর বা প্রিয় জিনিসটা হারানোর পর তার গুরুত্ব বুঝি এর আগে নয়।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৮

শুভবাদী রোদ বলেছেন: অশ্রুজলে শেষবারের মতো আমাকে সরি বলেছে। শেষের লাইনটি স্পর্শ করে গেছে।
বেশ ভালো।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৭

বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এটাই জীবনে ঘটে থাকে তাই তুলে ধরার চেষ্টা।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৯

বাকপ্রবাস বলেছেন: লেখাটা বেশ ছিল, পুরো ভিন্ন স্বাদ। রাজিব ভাইকে উৎসর্গ করেছেন, ভাবিকে জিঙ্গেস জেনে নিয়েছেন? রাজিব ভাই সরি বলে কিনা? আর মারামারি কেমন করে....

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২৭

বলেছেন: প্রিয় দাদা আমার,
আশাকরি ভালো আছেন।
মন্তব্যের জন্য অবারিত ধন্যবাদ।
সুরভি ভাবিকে আমার পক্ষ থেকে আপনি জিগ্যেস করে নিবেন।
বেশি ব্লগিং করলে সবার এই অবস্থা হবে আর কি?.
একটু সাবধানে থাকবেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রাজীব আপনাকে প্রচুর ভালোবাসে।

সুন্দর লিখেছেন, কথামালায় মুগ্ধতা

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

বলেছেন: ধন্যবাদ গায়ক ভাই।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয় ভাই ।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬

নজসু বলেছেন:
আজ রাজীব অশ্রুজলে শেষবারের মতো আমাকে সরি বলেছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

বলেছেন: এটাই নিয়ম হয়ে ওঠে।
ধন্যবাদ প্রিয় অনুজ।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



সময়ের প্রেক্ষাপটে চমৎকার একটি কবিতা প্রিয় 'রহমান লতিফ' ভাই। আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে নারী নির্যাতন একটি নিয়মিত প্রেকটিস। পুরুষতান্ত্রিক সমাজ ব্যাবস্তায় তা অনেকটা মহামারীর মত। মূলতঃ পুরুষ মানুষদের নেতিবাচক মানসিকতা, অশিক্ষা-কুশিক্ষা, অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং আইনের শাসনের দূর্বলতা এর জন্য প্রধানত দায়ী।

একবিংশ শতাব্দীতে আমরা তার অবসান চাই।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

বলেছেন: অতিমাত্রায় Gadget / Internet / Digitalization ব্যবহার ও দায়ী।
যা আমরা এই সময়ে এই যুগে দেখছি।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

সনেট কবি বলেছেন: সুন্দর+

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

বলেছেন: ধন্যবাদ

১২| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর লাগলো কবিতাটি। ++


শুভকামনা প্রিয় লতিফভাইকে।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৬

রাকু হাসান বলেছেন:


দেরিতে আসলাম ।
প্রথম স্তবকে অকৃত্রিম মায়াবি ভালোবাসা পেলাম । যে ভালোবাসার কোনো স্বার্থ থাকে না । এক কথায় অমূল্য । প্রিয় মানুষ কে এভাবে আদরে রাখতে চাই ,কিছু পাওয়ার প্রত্যাশা না করে ।
দ্বিতীয় স্তবকে এসেই আমার চমকে যাওয়া । ছোট ছোট চাওয়াগুলো রাজীব এমন আচরণ করে হতাশ করেছে আমোকে । এখানে সে বুঝেছে যখন মানুষটি প্রাণ ত্যাগ করেছে । তখন করেই বা কি লাভ । এই স্তবকটিও দারুণ । বাস্তবতা ব্যাপক থেকে ব্যাপকতর । হাজারো তরুণীর স্বামী এই মায়া কান্নাটা প্রতি নিয়ত করেছে । হারিয়ে এই কান্নার লাভটা কোথায় ! নেই ।

সব মিলিয়ে কবিতাটি যথেষ্ট সম্মান রাখে । আপনার একটি জিনিস আমার ভালো লাগে ,বেশ কিছু কবিতা পড়লাম যা অবজেক্টিভ । সাবজেক্টিভ কবিতা তো দেখি পুরোই প্রথম পাতা ভরা । একটি কবিতায় মানুষ নারীর আকুতি ,ভালোবাসা,হতাশা ,না পাওয়া বেদনা অনেক কিছু পেলাম ।
অনেক বেশি ভালো থাকুন । ব্যস্ততার মাঝেও খুব ভালো কবিতা উপহার দিলেন । লিখুন ,পড়ি আমরা । শুভরাত্রি ।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৪

বলেছেন: সুহৃদ রাকু হাসান,
এত সুন্দর করে চিঠি লেখা পেয়ে বিমোহিত হলাম।
আসলে মনে হলো আপনি একজন দক্ষ সম্পাদকের মতো বলে যাচ্ছেন।
এত সময় নিয়ে গোছানো কথাগুলি বলার জন্য আপনাকে হৃদয়পুর থেকে একরাশ মুগ্ধতা।
আর সময় করে আমার ব্লগেে কবিতা পড়ার জন্যে চির ভালবাসার জালে আটকানো।
অনেক অনেক শুভেচ্ছা মোর প্রিয়জন।

এসো এসো কুলাকুলি করি তাতে যদি পাই সুখ।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন: বাহ বেশ লিখেছেন তো...........
উৎসর্গ রাজীব নূর ভাইকে ......।যথাযথ হয়েছে।
কবিতায় ভালো লাগা

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২

বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।।

ভালো থাকুন।।। জীবন সুন্দর ও মধুর হোক।।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

নতুন বলেছেন: গায়ে হাত তুললে সেই স্বামীর সংসার না করাই ভালো। যে মারতে পারে সে মেরে ও ফেলতে পারে।

গত কাল আমার এক নিকট আত্নিয়কে বলেছি যদি সে তার স্ত্রীর গায়ে হাত তোলে তবে তাকে এবং তার বাবার বিরুদ্ধে আমি কেস করবো যেহেতু মেয়েটিকে আমিই বিয়ে দিয়েছি তার সাথে....

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৪

বলেছেন: যে মারতে পারে সে মেরে ও ফেলতে পারে-- দারুণ বলেছেন।।
আমাদের শিক্ষিত সমাজে অনেক নারীরা এভাবে শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে যা আসলেই দুঃখজনক।।

আপনার নিকট আত্নীয়কে সাহায্য করার জন্য ধন্যবাদ।।।

পুরনো পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।


ভালো থাকুন।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.