নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

চিল্কাপাড়ের বৃত্তান্ত

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৫




চিল্কাপাড়ের বৃত্তান্ত
**********- রহমান লতিফ*********

চিল্কাপাড়ের বৃত্তান্ত আজও টিকে আছে কিনা কে জানে?
কত শত চিল্কা পাড়ের খবর থেকে যায় লোকচক্ষুর অন্তরালে !! 
সভ্যতার ছায়া আজও পড়েনি চেনা জানা কত অজপাড়াগাঁয়!
তবুও এখানে,সমাজবদ্ধ লোকের বসবাস অবলীলায়।

ধুলো বালিতে নিত্য চলে কিশোরের পটি আর চটি, 
নালের কিনারে প্রতিদিনের প্রাতঃকর্মে মগ্ন অবলা স্বরস্বতী;
বিমুগ্ধ নয়নে তারে অবলোকন করে বাহাদুর নির্দ্বিধায়,
তবুও এখানে,জীবনযাত্রার স্বীয় কুসংস্কৃতি চলে অবলীলায়। 

চারিদিকে নর-বিষ্ঠার পাটাতনে শ্বাস-বন্ধের আবহ;
অপুষ্টির অকাল মহামারীতে হয় কত শত মৃত্যু আসন্ন!
স্বচ্ছতার আলো চিল্কা গাঁয়ে কভু পৌঁছেবে কি প্রশ্নটা অজ্ঞাত রয়ে যায়!!
তবুও মহারাষ্ট্রে,নগরীর রুপকল্পের গান,দাতা আর কর্তারা শুনায় অবলীলায়।


উৎসর্গ -
সবার প্রিয়,সজ্জন লোক পদাতিক চৌধুরী,@ পদাতিক চৌধুরী যিনি উদার আচরণে সবাইকে আপন করে নিয়েছেন। যার মাধ্যম জানতে পারি ওপার বাংলার মানুষের বাংলা ভাষার গভীর প্রেম,জীবন,সংস্কৃতি,সংস্কার আর তারই ভ্রমণ বিষয়ক গল্পের সারাংশ তুলে ধরার ব্যর্থ প্রয়াস।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা কি কবিতা ছিল?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১২

বলেছেন: এটা মুক্ত গদ্য!!!


ধন্যবাদ নিবেন - জানি আপনি তো কবিতা বিদ্বেষী "!"

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: চমৎকার লিখেছেন।
পদাতিক দাদা তিনি তার লেখা এবং মন্তব্য দিয়ে নিজের অবস্থান করে নিয়েছেন।
তার মন্তব্য এবং পোষ্ট গুলো পড়লে বুঝা যায়- তিনি সহজ সরল ভালো মানুষ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই!

চমৎকার হয়েছে শুনে খুশি হলাম আসলে উনার লেখায় আমার মন্তব্যটি উনি পোস্ট দেওয়ার জন্যে বললেন তাই পুরো কাহিনীর নির্যাস তুলে ধরার অপচেষ্টা।


আপনি এবং পদাতিক চৌধুরী উভয়েই আমার প্রিয় মানুষ।
নিঃসন্দেহে - আপনারা দুজনেই সাদাসিধে নিপাঠ ভদ্রলোক।

ভালোবাসা রইলো।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

নজসু বলেছেন:


প্রিয় পদাতিক ভাইয়ের চিল্কাপাড়ের ২য় ছবিটা দেখে সত্যি মন খারাপ হয়েছিল।
অথচ অনেক বছর আগে ঘটে যাওয়া ঘটনা।
আপনার তুলির আঁচরে চিল্কাপাড়ের হাহাকার আরও প্রকট হলো।

ধন্যবাদ প্রিয় লতিফ ভাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

বলেছেন: আমার ব্লগ সেরা তারকা প্রিয় অনুজ,

পদাতিক চৌধুরী আমার ব্লগ প্রিয়জন কমিটির সম্মানিত উপদেষ্টা আর তুমি তার মহাসচিব।

তুলির আঁচরে চিল্কাপাড়ের হাহাকার -- কতটুকুই বা পেরিছি জানি না তবে চেষ্টা করলাম।

তোমার এত সুন্দর মন্তব্য প্রতিটি পোষ্টে পড়ে আহ্লাদিত হই।
ভাই আমার!!! লাভ ইউ!!

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

আরোগ্য বলেছেন: শিরোনাম আর ছবি দেখে আমি তো হতবাক। পদাতিক ভাইয়ের পোস্টে বড় ভাইয়ের নাম কি করে এলো?
পরে দেখি এতো বড় ভাইয়ের কবিতা। কবিতায় চিল্কা পাড়ের বৃত্তান্ত খুব ভালভাবে ফুটে উঠেছে।
কবিতায় লাইক।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

বলেছেন: প্রিয় ভাই আমার,


বিমোহিত হলাম।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর কবিতা। শুভ কামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

বলেছেন: আপনার জন্যে একরাশ গোলাপের শুভেচ্ছা।




বেশ করে ধন্যবাদ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

প্রথমেই জানাই আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না । কমেন্টের মধ্যে আপনার সঙ্গে যা কথা চালাচালির হলো তার মধ্যে যে পোস্টটি এত পুরানো হয়ে গেল এ আমার স্বপ্নের অতীত। স্যালুট জানাই আপনাকে। পরে আবার আসছি ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১

বলেছেন: ভাই আমার আপনার পোস্টটর সামান্য প্রতিফলনে ঘটাতে পেরে আনন্দিত হলাম।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

আমার ভ্রমণের গোটা পোস্টটা আপনি যেভাবে সুন্দর কথা ও কাব্যের গাঁথুনিতে এখানে পরিবেশন করলেন তা কথায় অনবদ্য। আপনি জিনিয়াস! কিপ ইট আপ। কবিতায় মুগ্ধতা রেখে গেলাম ++ , পোস্টটিতে লাইক ও প্রিয়তে নিলাম ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

বলেছেন: পোস্ট কথা সবিই আপনার তাই আপনর ওয়াল থেকে পোস্ট দিলে পাঠক হয়তো বুঝতে পারবে চিল্কাপাড়ের হাহাকার কারণ আপনার তো পাঠক, ভক্ত সবাই।।



প্লাসে অনুপ্রাণিত হলাম।

৮| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে প্রভূত আনন্দ লাভ করিলাম ।
সেই সাথে প্রিয় লতিফ ভ্রাতা ও পদাতিক দাদার প্রতি রইলো আমার অশেষ শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা ।
শুভরাত্রি জানিবেন ।

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩১

বলেছেন: ভালোবাসা কবি ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.