নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

এক মুঠো ভালোবাসা

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

এক মুঠো ভালোবাসা !!!
-----রহমান লতিফ -------

আজো পৃথিবীর আঁধার ভেদ করে পূর্বের আকাশে রবি হাসে,
আজো পশ্চিম আকাশে হেলেন দিয়ে সূর্য্য ঘুমায়।
আজো কেউ কাঁধে হাত রেখে মুছে দেয় চোখের জল---
আজো কেউ আশার প্রদীপ হাতে অভিসারে অবিচল।

আজো সুনীল থেকে বারিধারা ঝরে দুচোখ জুড়ে,
আজো শামা গায় গান প্রিয় নাম ধরে উদাত্ত কলরবে।
আজো শিরায় রক্তপ্রবাহ কম্পনে;প্রিয়ার ঠোঁটের লালিমার সুমিষ্টতায়,
আজো কষ্টের নীলে অনুযোগ ওড়ে যায় ভাললাগার সুখানুভুতিতে।

আজো চোখের একটি ইশারায় হৃদয়ে ধনুক বিঁধে অপ্সরা আলোয়,
আজো পূর্ণিমা রাতে,চৌকাঠে,আম্রকাননে,জোৎস্নায় মেলি চাতকী চোখ।
আজো কক্ষচ্যুত স্মৃতিতে আঁকা রয় ফেলে আসা ছেলেবেলার সুখ,
আজো শিউলি ঝড়া পাতার সুরে উড়ে যায় পৃথিবীর শোক।

আজো শাঁখের শব্দ,উলুধ্বনি,আযানের সুর কানে আসে সরল সাধনায়,
আজো প্রবাস জীবনের নিরস নিস্তব্ধতা ভাঙে প্রভুর আরাধনায়।
আজো বদলে যাবার মিছিল শেষে যোগ বিযোগের জলছবি আঁকিয়ে-
তোমার মাঝে গন্তব্যহীন আমি--
খুঁজি পাই একমুঠো ভালোবাসা;জীবনের শোভাযাত্রায়।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

মুক্তা নীল বলেছেন: আসছি একটু পরে, মন্তব্য সহ......... । আজ আমি প্রথম

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

বলেছেন: অফুরান ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে,


সব সময় পাশে থেকে কবিতাগুলো পড়ে অমন উৎসাহিত করার জন্য ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: পাশের বাড়িতে মনের মত একটি গান বাজছে' আমারও পরান যাহা চায়

আর এখানেও যেনো মনের মত একটি কবিতা।

কিছু কবিতা শুধুই কবিতা নয়।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

বলেছেন: পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাবো

পথে পথে চলতে চলতে
হটাৎ একদিন থেমে যাবো
মেঘলা রাতে লুকিয়ে থেকে
রুপোর আলোয় জোসনা পাবো ...
সৃতির বেড়া বাধবে যখন
পাথর হয়ে আমার মন
বন্ধু তোমায় বলি শোন
বুকের জ্বালা সয়ে যাবো ...
অশ্রু ভেজা কন দিনে
যন্ত্রণা নিয়েছে কিনে
অনেক দূরে তবু কাছে
হয়তো একদিন হারিয়ে যাবো...

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি তার নিজের মহিমায় পূর্ণতায় যেনো পূর্ণিমার শশী। অনেক ভার লাগা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

বলেছেন: স্বনামধন্য কবির এমন মধুর উচ্চারিত কথামালা --/
এক ভরসায় হৃদয়ে ঝলক ওঠে।



ধন্যবাদ অনিঃশেষ প্রিয় কবি।


অনেক দিন হলো আপনার নতুন কোন পোস্ট নাই!!
আশাকরি অচিরেই একটা কাব্য পাবো।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: সিন্ধতায় = শব্দ টি বুঝে উঠতে পারি নী দাদা!


জীবনের শোভাযাত্রায় একমুঠো ভালোবাসা খুঁজে পাবার মত একজন আছে বলেই, জীবনের মানে খুঁজে পান। কবিতার ঝর্ণাধারা বহমান! আজো স্নিগ্ধতা, সরলতা শব্দগুলো আপনাতে পূর্ণতা পায় - সহজীয়া আনন্দে।

চমৎকার কবিতা! ভালোলাগা রাখলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৯

বলেছেন: ধন্যবাদ হে শ্রদ্ধেয় কবিরাণী,

আপনার মূল্যবান মন্তব্যে কৃতজ্ঞতা।

বানান ঠিক করে নিলাম ---

কবিতায় ভালোলাগায় আপ্লুত।
শুভ কামনা আপনার জন্য।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৬

আরোগ্য বলেছেন: শ্রদ্ধেয় বড় ভাই, এই কবিতাটায় কিন্তু প্রাণ খুৃঁজে পেলাম। আগের কবিতাটায় কঠিন বাস্তব হলেও এতে প্রাণের শিখা জ্বলে উঠেছে। চমৎকার।
ব্লগে রাজনৈতিক পোস্ট ইদানিং খুব বেশি আসছে। এগুলো পড়লে ভালো লাগে না। তাই কিছুদিন একটু দুরত্ব বজায় রাখছি। বড় বড় ভাইয়ের দু দুটি কবিতার জন্য লগইন করতে হল। আশা করি আমাদের সামু অতিশীঘ্র পুরোনো উচ্ছ্বাস ফিরে পাবে।
শুভ রাত্রি।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৫১

বলেছেন: সময় করে পাঠে ও মূল্যবান মন্তব্যের জন্যে

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ভালোবাসা।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বেশি কিছু বলবো না। তবে যেটুকো না বললে কবির সাথে স্বার্থপরতার মত ব্যবহার হয়ে যায় সেটুকো না বলে পারছি না সেটা হল
এতটা ভালো লেগেছে যা বলে বা ব্যাখ্যা দেয়ার মত জ্ঞান আমার এখনও হয়নি আর কখনও হবে কি না তাও জানা নাই। প্রতিটা শব্দের গতিবেগ অন্যরকম । অনেক ভালো লাগল।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

বলেছেন: ওগো বিধি দয়াময়,

এতটা দরদ দিয়ে ভালোলাগার এমন প্রকাশে আহ্লাদিত হলাম।
এমন বিনয়ী মন্তব্য জীবনের মনে হয় প্রথম পেলাম।


আজো কেউ প্রাণ ভরে সুখ দিয়ে যায় সরল কথায়।

বিমুগ্ধ ভালোবাসা আপনার এমন মন্তব্যে।
শ্রদ্ধা।।।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
অত্যন্ত মনোমুগ্ধকর।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭

বলেছেন: আসসালামু আলাইকুম।


আপনার এমন মন্তব্য সবসময় অনুপ্রাণিত করে।


আপনার আজকের দিনের শুরু ও শেষ হোক আনন্দময়।

শুভ কামনা।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কিছু কবিতার শুরু থেকে শেষ ধরা যায় না! ধরা যায় শুধু মুগ্ধতা।


খুবই খুবই নএ জব্বর চমৎকার হয়েছে দেশি ভাই।

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

বলেছেন: ওরে আল্লাহ!!

কি দারুণ মন্তব্য ---



এমন ভালোবাসায় আপ্লুত হই বারেবার।

ধন্যবাদ প্রিয় বন্ধু, প্রিয় দেশী।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার....

জীবনের পদেপদে প্রিয়জনের ছোঁয়া.....

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫

বলেছেন:

কেউ একজন ভালোবাসার হাত বাড়িয়ে দেয় তোমাকেও ---



পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।

ধন্যবাদ নিরন্তর।।।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

জাহিদ অনিক বলেছেন:

আজও ডানা ভাঙা একটি শালিক হৃদয়ের দাবী রাখো

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

বলেছেন:
আজও যুগান্তরের কবি জাহিদ অনিক লিখে যায় বেদনার কাব্য ---



কবিতায় চোখ বুলানোর জন্যে ধন্যবাদ কবি।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । একটু টাইপো দেখে নেবেন । রবী <রবি , সৃয <সূর্য্য

শুভকামনা

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

বলেছেন: ধন্যবাদ কবিতার নীলপরি --



ভালো লাগায় ও বানান ঠিক করে দেওয়ার জন্যে অনেক অনেক কৃতজ্ঞ।


শুভ কামনা।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

মুক্তা নীল বলেছেন: কি সুন্দর করেই না ধরণির৷ বুকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেখানে ভুবনের আলোয় ভুবন হাসে...
আছে আশা, ভালোবাসার সুখানুভূতি,ছেলেবেলার স্মৃতি.....

এক কথায় দারুণ!!!
আপনি তো অনেক পুরাতন ব্লগার। আমকে একটু (ফু, ফা) দিয়েন। ভুল, ভালো শুধুরে দিবেন কবিতায় ভালোলাগা রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

বলেছেন:
কি দারুণ করে কবিতার হৃদয় মাঝে স্পর্শ করলেন ---


আপনি একদিন ভালো লেখিকা হবেন এটাই বিশ্বাস --- বেশি করে লিখুন আমরা পড়ি। সাথে আছি।


আবীর মাখানো মন্তব্যে ধন্যবাদ নিরন্তর।।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

হাবিব বলেছেন: এতো রাতে কবিতা লিখলে কি নজরে পরে????????? X(( X(( X((

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

বলেছেন: রাতজেগে কবিতার মোহনায় চঞ্চল

রাতজাগা নিশুতি পাখি রচে যায় কবিতার মালা।



কবিতা কেমন হলো কন না কে???

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

রাবেয়া রাহীম বলেছেন: একমুঠো ভালোবাসা আছে বলেই জীবনের মানে খুঁজে পাই। ত ব্যস্ততায়

সুন্দর গুছিয়ে লেখায় ভালো লাগা

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭

বলেছেন: আপনার সুন্দর মন্তব্যপর জন্যে অনেক অনেক ধন্যবাদ।



একমুঠো ভালোবাসা নয় এক সাগর ভালোবাসায় জড়িয়ে থাকুক আপনার জীবন।


ভালোবাসা অনিঃশেষ।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

ঝিগাতলা বলেছেন: সুন্দর কবিতা,.........

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

বলেছেন: ঝিগাতলা? --- আবার জিগায় --;

দারুণ নিক আপনার


প্রথমবার আপনার মন্তব্য পেলাম।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ধন্যবাদ নিরন্তর।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

অব্যক্ত কাব্য বলেছেন: সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।


ধন্যবাদ নিরন্তর।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

হাবিব বলেছেন: অত্যন্ত সুপাঠ্য কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

বলেছেন: প্রিয় হাবিব ভাই,

আবারো এসে জানিয়ে দিলেন ভালোলাগা।

পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা।
ধন্যবাদ নিরন্তর।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ক্ষুদার্থ আমি
যদি এক মুঠো ভাত না জোটে ?
তৃষ্ণার্ত আমি
যদি এক কোশ জল না জোটে ?
তবে কিসে ভালোবাসা ! এক মুঠো ভালোবাসা !!!

হৃদয়ের কথা না বলি
আগুন আমার উদরে
আগুন আমার কন্ঠে
আগুন আমার চোক্ষে
তবে কিসে ভালোবাসা ! এক মুঠো ভালোবাসা !!!


***কবিতার উত্তর কবিতায় দিবো ? আপনি কবিতা শিখিয়েছেন, আপনার অভিজ্ঞতা যদি হয় ১০০ বছরের তাহলে আমার ১০০ বছর ১ দিন !!! মনে আছে তো সবচেয়ে ভালো পাউরুটি আর ঝোলাগুড় আর আমি হচ্ছি সেই “পাউরুটি আর ঝোলাগুড়” !!!



০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৫

বলেছেন: আরেববা সেই রকম গুরু, সেই রকম!!


কবিতা লিখে জানান দিলেন জাতিসত্তার ---

পোস্ট দেন ---সবাই জানুক আপনার এক মগ জল বেশী পান করার কথা।
আমি ১০০ হলে আপনি একহাজার একশ --- তাইতো বারে বারে মাথা তুলে গলা ছেড়ে বলি
" গুরুই মহান "
তারে করি ভক্তি সবিনয়ে।
পোষ্টের অপেক্ষায় রইলুম।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু আপনি ১০০ হলে আমি ১০০ দশমিক ১
মাত্র ০‘১ পার্সেন্ট বেশী থাকবো কমেন্টে, কবিতা লিখবেন বিপরিত কবিতা লিখবো আপনার পোষ্টে।

শুনিছো হে, ভূতের মুখে রামনাম ?
আজি শুনিবে রামের মুখে ভূতনাম !
আমিই ভূতনাম ভুতনাথ !


০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

বলেছেন: হা হা!!!
হারিকেনের আলোয় তাহলে ব্লগপাড়া আলোকিত হবেই ---

হরে রাম হরে হরে ----
জয় বাংলা, বাংলার জয়।
জয় গুরু, গুরুর জয় ✌ ✌✌

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

শিখা রহমান বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা ও ভালোলাগা কবি। শেষের লাইন দুটো দুর্দান্ত লেগেছে।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা সতত!!

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

বলেছেন: প্রিয় শব্দকবি,
আপনার এমন মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
কবিতা ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম।


সময় করে পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।


আপনিও ভালো থাকেন, কবিতা লিখে যান, আমরা পড়ি।
শুভ কামনা নিরন্তর।।।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: আজো আমরা স্বপ্ন দেখি...... ভালো হয়েছে।
+।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদা।


আপনার আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


ধন্যবাদ।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

ইসিয়াক বলেছেন: সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

বলেছেন: প্রিয় ভাই,

সময় করে পাঠে ও মূল্যবান মন্তব্যের জন্যে

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিব ভাই ,

বিলম্বিত আগমন এর জন্য দুঃখিত। কবিতা সুন্দর হয়েছে তবে শেষ স্তবক অসাধারণ লাগলো। প্রবাস জীবন আপনার সমস্ত যন্ত্রণার অবসান ঘটক কবিতার প্রতি লাইনে লাইনে। ++

নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন প্রিয় কবিবরকে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

বলেছেন: প্রিয় ভাই,
মনে মনে ভাবছিলাম আপনার কথা
আপনি মনে হয় হলিডে এলে বিজি হয়ে যান।


যাক দেরি আর আগে আপনার আগমন সবসময় অনুপ্রেরণার আর ভালোলাগার।


আপনাকেও শুভ কামনা ও ভালোবাসা নিরন্তর।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ সবচেয়ে সহজ-সরল
মানুষ সবচেয়ে জটিল।
কখনো সে বন্ধ শামুক,
কখনো শঙ্খচিল।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

বলেছেন: আহহা কি দারুণ কাব্যময়তা,


আরো দু লাইন লিখে হয়ে যায় কবিতা।


পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

ধন্যবাদ প্রিয় ভাই।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ, চমৎকার কবিতা প্রিয় 'লতিফ' ভাই। জীবনের শোভাযাত্রায় ভালবাসা আর কাজের স্বীকৃতি বড়ই প্রয়োজন। এগুলো মানুষকে এগিয়ে নিয়ে যায় সফলতার পথে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

বলেছেন: প্রিয় ভাই,

আপনার বিজি সিডিউলের মঝেও সময় করে এসে হৃদয়গ্রাহী মন্তব্য করে যাবার জন্যে অনেক কৃতজ্ঞতা।



ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

নজসু বলেছেন:





আস সালামু আলাইকুম।
প্রিয় লতিফ ভাই।
আশা করি ভালো আছেন।

কবিতার ভালোবাসায় এতো ভালো লাগার কথা কিভাবে প্রকাশ করি?

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

বলেছেন: আলাইকুম সালাম প্রিয় সুজন,।
ভালো থাকলেই ভালোলাগা ----


বরাবরের মতোই মন্তব্যে বিশাল হৃদয়ের কথা।


শুভ হোক আজ ও আগামী।

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: "খুঁজি পাই একমুঠো ভালোবাসা; জীবনের শোভাযাত্রায়"- অসাধারণ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

বলেছেন: সময় করে পাঠে ও মূল্যবান মন্তব্যের জন্যে



ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে।

২৮| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:০৪

ইসিয়াক বলেছেন: কবি যেনো শুধু কবি নয়
নতুন কাব্যের জন্মদাতা মনে হয় ।
কাব্য আর ছন্দে গাঁথা
এ যেন দুটি প্রাণের কথা বিনিময় ।।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭

বলেছেন: এমন ভালোবাসায় আপ্লুত হই বারেবার।

ধন্যবাদ প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.