নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

আশ্রয় চাই ----------------------

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৯



আশ্রয় চাই
----------------------
শুরু করি নামে প্রিয় মাবুদের,
নৃপতি যিনি দু'জাহানের-
পানাহ চাই শয়তানের যত,
চালাকি আর অনিষ্টের।

আশ্রয় চাই!
সৃষ্টির অধিপতি মহান বাদশার,
সবকুলের সর্দার যিনি কঠিন সুরক্ষার।
শেষ বিচারে জাঁহাপনা রাজসভার,
মহাপ্রভু হেফাজতে সর্বজনার।

আশ্রয় চাই!
আগত অনাগত সকল অপয়া-অশুভের,
তন্ত্র-মন্ত্র,ক্ষতি যত জ্ঞাত-অজ্ঞাতের।
সুগভীর ছকে ধ্বংসযজ্ঞে মত্ত ইহজগতের,
কালিমা বুনন সাঝে অন্দর সমূলের।

আশ্রয় চাই!
হোক জীন কিংবা মানুষ;দুর্বিপাক সরেজমিনে,
যাদু ও কুটকৌশল;সৃষ্টির যাহা অমঙ্গল গণ্যে।
হিংস্রতা দুর্গতিনাশিনী জলে না যেন ছোঁয় রেশ,
হোক তার শেষ;প্রভাবক আছে যত ক্লেদ আর ক্লেশ।


"রহমান লতিফ "


মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

বলেছেন: আলাইকুম সালাম ও রহমাতুল্লাহি ও বারাকাতি।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৪

নজসু বলেছেন:




প্রিয় হাবিব স্যারের জন্য-

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

বলেছেন: হা হা -- পুরাই হাবিব স্যার

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

মুক্তা নীল বলেছেন: আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত করুক । আমার মন টাও প্রশান্তি তে ভরে গেল । আমিন
পরে আসছি.......

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

বলেছেন: আমিন!! আমিন!!

আল্লাহ সকলের মঙল করুন --


আলোয় কাটুক আপনার অগত অনাগত ভবিষ্যতের দিনগুলো।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮

নজসু বলেছেন:



প্রিয় লতিফ ভাই।
আশা করি ভালো আছেন।
মহান অধিপতির কাছে কায়মনে একই প্রার্থণা আমারও।

এটি কি সূরা নাস ও ফালাকের আলোকে লিখিত?

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

বলেছেন: ভাই,
মনটা তেমন ভালো নেই ভাই - দোয়ার আর্জি রইলো।

তুমি তো সবজান্তা শমসের -- হা হা

জ্বী - চেষ্টা করলাম এই সুরাগুলোর ছায়া অবলম্বনে লেখার!!

আললাহ আমাদের সকলকে হেফাজত করুন।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাকু হাসান বলেছেন:


আমীন ।স্রষ্টা আমাদের ক্ষমা করুক । ভালো আছেন ভাইয়া ? সুন্দর একটি দিনের কামনা করছি । শুভ সকাল ।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

বলেছেন: আমার প্রিয় রাকু হাসান

আলহামদুল্লিলাহ!! বেঁচে আছি এটাই রহমত!!

আশাকরি তুমি ও পরিবারের সবাই ভালো--

সুন্দর দিনের কামনা আল্লাহ কবুল করুন।

শুভ কামনা আমার ভাইয়ের জন্যে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় রাজীব ভাই,

আপনি পাশে থেকে এতটা ভরসা দেম বলেই মনটা প্রফুল্ল হয়ে ওঠে।


ভালো থাকুন

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




শুভ সকাল ভাই

আমরাও একটা নিরাপদ আশ্রয় চাই

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

বলেছেন:

সৃষ্টিকর্তা আমাদের ও আমাদের প্রিয় জনকে নিরাপদ আশ্রয় দান করুন।



আমীন।

শুভ হোক আপনার প্রতিটি প্রহর।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

হাবিব বলেছেন: প্রিয় সুজন ভাইয়ের জন্য :

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

বলেছেন: হ্যাআাাাচুুুচুু----


লুল।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ++ জানিয়ে গেলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

বলেছেন: ধন্যবাদ বেশ করে দিলাম উনিশশতকের শেষের দিকে জন্ম নেয়া যুবক ভাইকে।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

হাবিব বলেছেন: মনোমুগ্ধকর কবি বন্ধু......

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

বলেছেন: প্রিয় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের কবি,


আপনি যখন বললেন তখন জানলাম লেখাটা লাইনে আছে।


ধন্যবাদ অনিঃশেষ বন্ধু আমার।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

বলেছেন: প্রিয় কবি,

আপনাকে ধন্যবাদ সময় করে মন্তব্য ও পাঠ্য করার জন্যে।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

আরোহী আশা বলেছেন: সুন্দর ++

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

বলেছেন: ধন্যবাদ নিরন্তর।


ভালো থাকুন সবসময়।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সুন্দর আকুতি! পোস্টে লাইক।
আজ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম। খাওয়ারও সময় হয়ে ওঠেনি। যেকারণে বিলম্বিত আগমন।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফভাইকে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

বলেছেন: এত ব্যস্ততার মাঝে এসে সুন্দর মন্তব্য করে যাবার জন্যে ধন্যবাদ প্রিয় ভাই।


আপনার জন্যে রইলো অকৃত্রিম শুভ কামনা।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১

বলেছেন: প্রিয় কবিরাণী,
আপনার এমন উৎসাহমূলক মন্তব্য আলোড়িত করে মন।



সময় করে মূল্যবান মন্তব্য করার জন্যে নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

আরোগ্য বলেছেন: বড় ভাই, সুরা ফালাক ও নাসের কাব্যিক অনুবাদ খুব ভাল লাগলো। +++

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

বলেছেন: দেটস মাই ব্রাদার্স --

ঠিক জায়গায় এসে পেরেক ---

চেষ্টা করলাম -- জানিনা কেমন হলো!!

কিছুটা মিল, কিছুটা ভাব যদি ফুটে উঠে তবেই সার্থক।

সময় করে পাঠে ধন্যবাদ।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৪

আরোগ্য বলেছেন: বড় ভাই খুবই চমৎকার হয়েছে। প্রিয়তে নিলাম। চাইবো সুরা আসরের অনুবাদ দিন।

১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৪

বলেছেন: আবারো প্রিয় ভাই, প্রিয় স্বজন -
ব্রাদার ফরম এনাদার মাদার --


সুরা আসরের আলোকে লেখা বাহ দারুণ একটা টপিক দেওয়ার জন্য মন থেকে দোয়া -
- ইনশাআল্লাহ ভালো করে তরজমা,শানে নজুল, তাফসির পাঠ থেকে শিক্ষা নিয়ে একটা লেখার চেষ্টা থাকবে।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮

বলেছেন: আজ সুরা আসরের ছায়া অবলম্বনে লেখলাম।


কাল পোস্ট দেবো।

ধন্যবাদ না দিয়ে দোয়া দিলাম।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪১

মুক্তা নীল বলেছেন: আমার মন্তব্টা মুছে দিবেন? সুরা নিয়ে এমন মজা করা ঠিক হয় নাই। নিজেকে অপরাধী লাগছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০২

বলেছেন: পজেটিভ চিন্তা থেকে বলা তাই অপরাধী হওয়ার কিছু নেই।




আপনি সরলতার প্রতিমা।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

ইসিয়াক বলেছেন: কত সুন্দর লেখেন আপনি প্রিয় লতিফ ভাই
এত সুন্দর পবিত্র বাণী পাঠে মনটা জুড়ায় ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৫

বলেছেন: বড় ভাই,

আপনি আমার পুরাতন পোস্টে এসে আলোকিত করে যান এরজন্য কৃতজ্ঞতা।।।

আমি সুন্দর লেখি কি না জানি না তবে মনে যা আসপ তাই লিখে ফেলি।।


ভালো থাকু৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.