নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

\'উজ্জ্বল তারকারাজি\'

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩



'উজ্জ্বল তারকারাজি'
★★★★★★★★★

(প্রশংসার মর্মরধ্বনি দয়াময় মহাপ্রাজ্ঞের সমীপে)

শপথ!আকাশের ও নিশিসমাগম কুটুম্বের,
জানো কি!কে সে নিশিসমাগম কুটুম্ব!
বলে দেই ওগো;সে যে'উজ্জ্বল তারকারাজি'

ধরণীর অতিপ্রাকৃত নিয়মে;রক্ষকবিহীন নেই কোন জীবে,
কে তবে করেছে সৃজন;গভীর ভাবনা চিন্তাশীল জনে!

সৃষ্টি হয়েছে মানব ওগো স্খলিত পানি;নির্গত যা নরের মেরুদণ্ড ও নারীর পিঞ্জরাস্থি,
মহাপরিচালক তবেই তো সক্ষম;দিতে মানবের পুনরুজ্জীবনী।

যেদিন,গোপনীয়তার করা হবে কঠিন পরীক্ষা-নিরীক্ষা,
সেদিন,সামর্থ্যহীন হবে সব কৃতকর্ম ঢাকতে;পাবে না সামান্য রক্ষা।

শপথ!মেঘমালা ধারনময় ঘুর্নায়মান সুনীলের,
শপথ!উদ্ভিদ উদগীরণশীল উর্বর জমিনের।

নিঃসংকোচে,মহাগ্রন্থ ফায়সালা করে সত্য-মিথ্যা ও সংঘাতের,
নিঃসন্দেহে,তা নয়তো উপহাস,প্রহসন কিংবা সংস্কারের ।

চক্রান্তকারী ওরা ভীষণ কৌশলি!
আমিও যে সুক্ষ অতি সু-কৌঁসুলি!
বিধর্মীদের অবকাশ জেনো ক্ষণস্হায়ী-
বিশ্রামরত থাকতে দাও তবে সাময়িকী।


(আল কুরআন'সুরা ত্বারেক'ছায়া অবলম্বনে)

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১

স্রাঞ্জি সে বলেছেন:
অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে। ____ +++ কবিতায়।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০২

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,

আপনি পড়েছেন তাতেই খুশি হলাম।


শুভ হোক আপনার দিন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে। +

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

বলেছেন: অনন্য ভালোবাসা রইলো।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

মুক্তা নীল বলেছেন: আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। এবার প্লাস দিবো না,
দোয়া দিলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

বলেছেন: দোয়ার খুব দরকার --

ধন্যবাদ প্রিয়।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! বেশ ভালো লিখেছেন।

গতকাল একটু বেশি ব্যস্ত ছিলাম। যে কারণে সময়ে মন্তব্য করতে পারিনি ; দুঃখিত।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

বলেছেন: ধন্যবাদ নিরন্তর প্রিয় লেখক।


সময় করে পড়ার জন্য ভালোলাগা।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয় রাজীব ভাই।


শুভ হোক আপনার দিনগুলো।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
আমার অতি প্রিয় লতিফ ভাই,
আশা করি ভালো আছেন।
পবিত্র আল কুরআন নিঃসন্দেহে একটি বিজ্ঞান গ্রন্থও বটে।

ভালো থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

বলেছেন: Walikumsalam my little genius brother ♥♥

Islam is a complete code of life!! - Indeed

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

আরোগ্য বলেছেন: ভাবানুবাদ দারুণ হয়েছে। শব্দের চয়নে আপনার দক্ষতা অনেক বেশি বড় ভাই।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

বলেছেন: শব্দের চয়নে আপনার দক্ষতা অনেক বেশি----আল্লাহ তোমার নেক হায়াত দিন --




শুভ কামনা,

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয়@প্রামানিক ভাই।


শুভ হোক আপনার দিনগুলো।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

হাবিব বলেছেন:




ভাবানুবাদ ভালো হয়েছে..............
পোস্টে প্লাস++

২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয়@হাবিব স্যার ।


শুভ হোক আপনার দিনগুলো।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ সকলকে সুপথ দেখান। আমীন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

বলেছেন: এত সময় করে আপনি সবগুলো পোস্ট পড়ে মন্তব্য করার জন্য বিশেষ দোয়া রইলো - আমীন।


ভালো থাকুন সবসময়।

১১| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: পবিত্র কালামে পাক ক্বুর'আন মাজীদ থেকে সুরা আত্ত্বারেক এর ভাবালম্বনে রচিত কবিতা পড়ে ভাল লাগলো। + +
আপনি একটি দুরূহ কাজ নিষ্ঠার সাথে করে যাচ্ছেন, এজন্য সাধুবাদ।

২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৪

বলেছেন: আপনি পড়েছেন তাতেই খুশি হলাম।


শুভ হোক আপনার দিন।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

ইসিয়াক বলেছেন: যেদিন গোপনীয়তায় করা হবে কঠিন পরীক্ষা -নিরীক্ষা
সেদিন সামর্থহন হবে সব কৃতকর্ম ঢাকতে , পাবে না সামান্য রক্ষা

সে কথা কেউ ভাবে না তো একবার
দুনিয়ার মোহে ডুবে যায় বারবার।

আজ অন্য কোনো কিছু বলবো না ।আজ শুধূ প্রিয় ভ্রাতার জন্য দোয়া করি আল্লাহর কাছে ................।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

বলেছেন: এই দোয়ার বড্ড প্রয়োজন।।।

ভালো থাকুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.