নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

জ্যামিতিক ভালোবাসা

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

জ্যামিতিক ভালোবাসা
--------------রহমান লতিফ ----
---
আমি হবো মরুভূমির উটের জকি,
অনায়াসে হেঁটে যাবো মরুদ্যনে শত সহস্র ক্রোশ,
তপ্ত মরুর ঝড়ের মাঝে লুন্ঠিত করবো প্রমোদতরী
কামনার শ্লেষে উঞ্চ ঠোঁটে এঁকে দেবো শীতলপাটি।

আমি হবো জলদস্যুর সর্দার,
ভয়াবহ ঝড়ের মাঝে ছুটবো ভূ-মধ্য সাগরে
রাজকীয় জাহাজ হতে ছিনিয়ে নেবো রাজস্বী
মৃত্যু ভয়ে রুদ্ধ হবে না ভালোবাসার রণতরী।

আমি হবো ঘুমন্ত শহরের পানশালায় নেশাগ্রস্ত মাতাল---
ঘোর নেশায় নেশাতুর হয়ে খামচে ধরেবো তোমার নিতম্ব সটান,
আচমকাই তোমার পুরুষ্টু ঠোঁটে ঠোঁট ডুবিয়ে হবো টালমাটাল!
আধো চোখে আড়ষ্টতার আলিঙ্গনে হবে'ওয়ান নাইট ষ্ট্যাণ্ড'


আমি হবো পৃথিবী বিখ্যাত বাজীকর,
এক জীবন না হয় বাজী রেখে;তোমাকেই জিতে নেবো দিগবালিকা,
দাবার চাল বুঝে নেবার আগে বাদামী উঞ্চতায় নিষ্পেষিত হবে জলকেলি,
তোমার চিবুকে নকশা গড়বো;জ্যামিতিক ভালোবাসা।


নোট-- কবি শিখা রহমানেরআহ্বান আহ্বান কবিতার সাড়া দিতে এই লেখা।

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

বলেছেন: আপনার মন্তব্যে বিমোহিত হয়ে গেলাম।

ধন্যবাদ হে গুনি পাঠক

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল প্রেমিক মনের কথা ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০

বলেছেন: ধন্যবাদ কবিবর

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন: এই যে স্পৃহা, এই যে উদ্যম কবিতায় শব্দে শব্দে-- এই যে ধুলা ওরে ঘোড়ার খুড়ে খুড়ে; এই উদ্যম মাতাল লুটিয়ে পড়ুক প্রেমিকার ঠোঁটে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

বলেছেন: উদ্যম মাতাল লুটিয়ে পড়ুক প্রেমিকার ঠোঁটে।---হৃদয়ের অতল গহীনে রক্তক্ষরণ #



বিবেকের তাড়নায় বাস্তবতার সরোবরে খুজে পাক হৃদয়ের সবটুকু প্রশ্রয়।
আপনার কাব্য প্রতিভায় আমি মুগ্ধ!!

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শেষের চারটা লাইন যেন আমি....




অসম্ভব ভাল লেগেছে প্রিয় দেশি ভাই।


৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

বলেছেন: জীবনটা আনেক রঙিন ও সুন্দর হোক[/si



সত্যিইকারের বন্ধু রক্তের চেয়েও আপন--- খুব ভালো থেকো প্রিয় দেশি ভাই।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: নেশাতুর মাতাল লুটিয়ে পড়বে পুরুষ্ট ঠোঁটে ; হবে টালমাটাল !!!! আহা ! চমৎকার আহবান ও তার উত্তর ++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফভাইকে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

বলেছেন: হা হা, দাদা --

এত সুন্দর মন্তব্য করে আপনি আমাকে ভালোবাসার ঋণী করে দিলেন।

ভালে থাকুন সবসময়, শুভ কামনা নিরন্তর।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৭

অর্থনীতিবিদ বলেছেন: জ্যামিতিক ভালোবাসা শিরোনামটা ইউনিক হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২১

বলেছেন: অনেকদিন পর আপনাকে পেলাম --
আশাকরি ভালো আছেন।

নামটা ভালো লেগেছে কিন্ত লেখাটা কেমন লাগলো জানালেন না।


ভালো থাকুন।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় ভাই!!
এতো রুমান্টিক আপনি? আরেক দারুণ রুমান্টিক কবির রুমান্টিক একটি কবিতার দারুন প্রতি উউত্তর। এমন প্রেমিক পুরুষ কয়জন প্রেমিকার ভাগ্যে জোটে। ++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৯

বলেছেন: হা হা কওছার ভাই,

রোমাঞ্চ তো পুরুষের অলৌকিক শক্তি --- আপনার রোমাঞ্চকর অভিজ্ঞতার বণর্না হয়তো আরো গাঢ় হয়ে ফুটে উঠবে কোন গল্প কবিতায় তার অপেক্ষায় রইলুম।


অসংখ্য প্লাস বাকরুদ্ধ।

ভালোবাসা প্রিয় ভাই।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:







চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।


৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

বলেছেন: কতবার হায় কতবার যে এই লাইনগুলো পড়েছি --

বেঁচে থাকুক জীবনানন্দ আমাদের মাঝে।



ধন্যবাদ প্রিয় গুরুজী

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

সোহানী বলেছেন: ছবির কপোত-কপোতিরা লাইফ জ্যাকেট পড়ে আছে তো?????????????

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

বলেছেন: ছবি তো ছবিই --- Candle Night Dinner!!

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪

মুক্তা নীল বলেছেন:
জীবনবাজী রেখে দিগবালিকাকে নিয়ে জয় হোক পথচলা......

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

বলেছেন: হা হা,
জীবনবাজী শুধু কবিতায় আর ছন্দে - বাস্তবে জীবন চলে চরম দন্দে।




মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই শুভ সকাল,
দেরি করে পড়লাম।
নামকরন এবং কবিতা দুইটাই চমৎকার হয়েছে। রূপক ছবিটা ভালো লেগেছে...........।
৩য় লাইনে শুধু ঝরের না হয়ে হবে ঝড়ের।
শিখা আপুর কবিটার প্রতি উত্তরে একটা কবিতার কিছু অংশ লিখে এসেছিলাম। পড়েছিলেন কি? পড়লে কেমন হয়েছে?
নিন পড়ে আসুন আমার লেখা অন্যতম সেরা কবিতা "কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার......"
https://www.somewhereinblog.net/blog/nilakas39/30254137
আপনার এই কবিতাটা পড়ে এটার কথা খুব করে মনে পড়ল........
ধন্যবাদ আর শুভ কামনা রইল!


৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

বলেছেন: প্রিয় ভাই,
আপনি সময় করে এসে কবিতায় মন্তব্য করে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা।

আপনি ও পদাতিক চৌধুরী ভাই দুজন লোক আমার হৃদয়ে পরম মমতায় জড়িয়ে আছেন
ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।


এভাবেই পাশে থেকো ভাই আমার -

আপনার কবিতটা এখনি দেখে আসবো।

ধন্যবাদ।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

শিখা রহমান বলেছেন: ল কি দুর্দান্ত হয়েছে কবিতাটা। আমি মুগ্ধ ও অভিভূত। শেষের স্তবকটা অদ্ভুত সুন্দর!!

অনেক অনেক ধন্যবাদ কবি। আমার সামান্য কবিতা পড়ে আপনি এমন সুন্দর কবিতা রচনা করেছেন দেখে আমি অভিভূত ও অনুপ্রাণিত।

কবিতাটা আলাদা করে পোস্ট করার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। অশেষ শুভকামনা প্রিয় কবি।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

বলেছেন: একজন নারীর যতটা গুণ হলে তাকে গুণবতী বলা হয় আমার মনে হয় আপনার তার চেয়ে অনেক অনেক বেশি।

বহুমাত্রিক লেখক শিখা অনির্বাণ জ্বলে থাকুন সবসময়।


কবিতার শিখা রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম।
প্রিয় লতিফ ভাই, আশার করি ভালো আছেন।

একই শিরোনামে প্রিয় হাবিব স্যারের একটা কবিতা পড়েছিলাম।
খুবই ভালো লেগেছিলো কবিতাটি।

কবিতার পিঠে এই কবিতাটাও চমৎকার লাগলো।
হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

বলেছেন: আলাইকুম সালাম প্রিয় ভাই,

আলহামদুলিল্লাহ ভালো আছি -
আশাকরি তুমিও ভালো আছো!!
ইদানীং খুব কম পাওয়া যায় তোমাকে মনে হয় কাজের চাপ।

হাবিব স্যার তো কবিতার "বিগ বস"ওনার কবিতাটা আসলেই ভালো।


ভালোবাসা নিলাম।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ভয়ানক ভালোবাসা....... :``>> :``>>
বেশি জ্যামিতি বোঝা ভালো নয় ;)

সুন্দর কবিতায় মুগ্ধতা.......

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

বলেছেন: জ্যামিতি হোক, আর পাটিগণিত হোক কিংবা প্রোগ্রামিং হোক না বুঝলে বুঝিয়ে দিতে হবে৷।।।।

মন্তব্যে ধন্যবাদ পাখি ভাই।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

হাবিব বলেছেন: দূর্দান্ত কবিতা। কেমন আছেন প্রিয় কবি ভাই? দেরিতে আগমনের জন্য ক্ষমাপ্রার্থী।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১০

বলেছেন: আলহামদুলিল্লাহ প্রিয় ভাই - ভালো আছি।

আশাকরি আপনিও ভালো আছেন।

কবিতা যাই হোক আপনার মন্তব্য না পাওয়ার আগ পযন্ত এই আনকোরা কবির মনডা ভরে না।


ভালো থাকুন সবসময়, ভালোবাসাময় মানুষেরা সাথে থাকুন।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ওরে ও গুরু ভাই, নতুন কোনো কবিতা কি নাই
গুরু ভাই আসেন দিঘিরপাড় দেখি কি মাছ পাই
গুরু ভাই দু চারটা কবিতা গরম তেলে করি ফ্রাই


০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৭

বলেছেন: হা হা -- গরম তেলে করি ফ্লাই --- যাক এবার তাহলে নতুন কুবিতা আপনার জন্য পোস্ট দিলাম।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

নজসু বলেছেন:




আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়লাম দেখছি। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

বলেছেন: ভাই আমার

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

ঝিগাতলা বলেছেন: আজকে আপনার বইটি কিনলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

বলেছেন: ভাই,
আমার সালাম নিবেন। --; আসসালামু আলাইকুম ও রাহমাতুললাহ

আপনার এমন আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধ না হয়ে পারি না। - আপনাকে আমার হৃদয় দিলাম।

আমি আসলে নিজের লেখা কেমন হবে তা চিন্তা করে প্রচার বিমুখ থাকি।- আপনার সুচিন্তিত মতামত,পরামর্শ ও সর্বাত্মক সমর্থন আশাকরি আগামীতে ভালো কিছু লিখতে সাহায্য করবে।

পাঠ শেষে একটা রিভিউ দিলে আলো ভালো লাগবে।

আবারো ধন্যবাদ। ++++++++

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: আহ!মন ছুয়ে গেল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

বলেছেন: আপ্লুত হলাম প্রিয়

এত ভালোবাসা রাখি কোথায়।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালোবাসা প্রবাহমান নদীর মত যা কখনও একস্থানে স্থির থাকে না।
প্রীশু জানবেন প্রিয় বড় ভাই লতিফ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

বলেছেন: ভালোবাসা প্রবাহমান নদীর মত যা কখনও একস্থানে স্থির থাকে না। [/si



ভালো থাকুন সবসময়, ভালোবাসাময় মানুষেরা সাথে থাকুন।

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

ইসিয়াক বলেছেন: মন শুধু মন ছুঁয়েছে [সোলস]

মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি (২)
..............................।
চোখের দৃষ্টি যেন
মনের গীতি কবিতা
বুকের ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা (২)
...............................
আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
............................।
যখনি তোমার চোখে
আমার মুখ খানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি (২)
............................
তুমি কি সেই সুরভি পেয়েছো
স্বপনের দ্বার খুলেছো
কেউ জানিনি
................................।
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি (৩)

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

বলেছেন: প্রিয় গান, প্রিয় ভাই।।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.