|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ল
ল
	তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
 
   
 
কথায় বলে,যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। যদি কোন লেখকের সাফল্যের সুপ্ত প্রতিভার মাপকাঠি করা হয় তবে ফেসবুকের এই সময়ে তার লেখার দক্ষতার ওপর নির্ভর করে না বরং যোগাযোগ দক্ষতা ও প্রচার প্রসারের উপর জোড় দেয়ার উপর বহুলাংশে নির্ভর করে।সেই দিক দিয়ে ব্যতিক্রম কাওসার চৌধুরী,তিনি প্রচারবিমুখ ও নির্ভেজাল জীবন ভালেবাসেন কিন্তু রুচিশীল পাঠক ঠিকই চিনে নেয় হীরকখণ্ড ও জাত লেখককে তাই তার প্রথম বই বায়স্কোপ ইতিমধ্যে স্টক শেষ হয়ে নতুনকরে আবারো ছাপা হচ্ছে।এতে খুব সহজেই বুঝা যায় ডিজিটাল যুগে আমরা সময়ের সাথে সাথে ঠিকই সম্মান দিতে জানি,চিনে নিতে পারি মূল্যবান হীরকখণ্ড,কদর করতে জানি,আপন করে নেই এক নিমিষেই আমাদের রত্নদের আর তেমনি একজন খাঁটি সোনা কাওসার চৌধুরী কে আপন করে নিয়েছে তার পাঠক ও ভক্তকুল। 
আমি তার যতগুলো লেখা পড়ছি তাতে আমার মনে হয় সমসাময়িক লেখকের মধ্যে থেকে তিনি আলাদা। কাওসার চৌধুরী জীবন কে দেখেছেন পজেটিভ ও নেগেটিভ দুটি ধারায়,মিশেছেন দেশ বিদেশের অনেক ধর্ম, বর্ণ, ও বিভিন্ন প্রকৃতির মানুষের সাথে, লেখাপড়া করেছেন দেশ ও বিদেশে তাই তার অভিজ্ঞতার ঝুলিতে আছে হরেক রকমের চিন্তা ও চেতনা তাই তার লেখায়  কল্পনাশক্তির  ব্যবহার পাঠক কে নিয়ে যায় যোজন যোজন আলোকোজ্জ্বল দ্বীপে যেখানে কল্পনার ফানুস ওড়ে। তার লেখায় আছে গতানুগতিক ধারার বাইরে আলোকিত ও শিকড়ের গভীরের কথা - যেমন -তার গল্প- "নিহঙ্গ এ্যাই রক্কু"তে তিনি এক শক্তিমান লেখকের উপস্থিতি জানান দিয়েছেন যাতে পাঠকের ভাবনার চোখে খুলে দেয়।    
'একটা সময় প্রিয় যে মানুষটিকে কতবার যে ভালবাসি বলেছিলেন সেই মানুষটিকে আজ সামনাসামনি পেয়েও কেমন নিশ্চল। নেই আবেগের বাড়াবাড়ি। ভাবখানা এমন যেন কোনদিন পরিচয়ই ছিলো না। অথচ বাড়িতে আসতে দেরী হলে কত আবেগপূর্ণ চিটি লেখতো লীজা। মাত্র কয়েক বছরে সবকিছু ভুলে গেল? ভালবাসার যে মানুষটিকে নিয়ে দিনের পর দিন স্বপ্ন দেখতো সে মানুষটিকে আজ কেমন আছো বলতেও সংকোচ হয়। তোমাকে আমি চিনতে পেরেছি এটাও বুঝাতে অস্বস্তি লাগে।
মনে পড়ে ইউনিভার্সিটিতে পড়ার সময় পরিচয় হওয়া শ্রাবন্তীর কথা। তিনি তাকে মনে প্রাণে ভালবাসতেন; হয়তো শ্রীবন্তীও। কিন্তু শ্রাবন্তী খুব উচ্চবিলাসী হওয়ায় সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। সিটিজেন পাত্রকে বিয়ে করে ছয় মাসের মাথায় আমেরিকা চলে গিয়েছিল শ্রাবন্তী। আমেরিকার নিউজার্সি থেকে একটি চিটিও জামাল সাহেবের কাছে পাঠিয়েছিল। প্রেরকের ঠিকানায় শুধু নাম আর নিউজার্সি লেখা-
"জামাল,
হোপ  এভরিথিং  গোয়িং  ওয়েল।  আই  এম  গুড  এজ  ওয়েল  উইথ  মাই  হাভি।  ইট  ওয়াজ  মাই  ড্রিম  টু  সেটেল্ড  ইন  ইউএস।  আই  ডোন্ট  কেয়ার  এবাউট  লাভ।  আই  অলয়েজ  কেয়ার  লাভ  উইথ  মানি,  অলসো  কম্পানি  উইথ  চারমিং  ইয়াং  এন্ড  সাকসেসফুল  গাই।  সরি  টু  সে  ইউ  আর  নট  লাইক  দ্যাট  এট  অল।  সো  টেক  ইট  ইজি।  লুক  ফরওয়ার্ড।  হোপ  ইউ  কেন  গেট  এ  লাভলি  বিউটিফুল  ওয়াইফ।  বেস্ট  উইসেস।    
                                                                                  বাই-
                                                                      মিসেস শ্রাবন্তী ফয়েজ।"
তখন অনেক অপমানিত হয়েছিলেন জামাল সাহেব। ভাবতেন একবার আমেরিকায় যেতে পারলে সামনে গিয়ে বলবো, দেখো আমিও আমেরিকায় আসতে পারি। আমারও সে যোগ্যতা আছে। অথচ গত তিন বছর থেকে আমেরিকার বোস্টনে থাকলেও একটিবারও শ্রাবন্তীর সাথে দেখা করার কথা মাথায় আসেনি তার। যদিও বোস্টন আর নিউজার্সির দূরত্ব খুব বেশি নয়। শুনেছেন এখন শ্রাবন্তীর ডিভোর্স হয়ে গেছে। ছেলেমেয়েরা বড় হয়ে যার যার মতো থাকে। 
সে এখন নিঃসঙ্গ। একা একটি ফ্ল্যাটে থাকে। সাথে একটা সাদা বিড়াল।
স্বভাবসুলভ অমায়িক বন্ধুবাৎসল ও বিনয়ী এই সব্যসাচী লেখকের প্রথম বই "বায়স্কোপ" যাতে আছে এগার টি গল্পের সমন্বয় আছে ডিফরেন্ট স্বাদ তাই বইটি কিনলে পাঠক তৃপ্ত হবে এটা সহজেই অনুমান করতে পারি। 
বইটি অনলাইনে সহ একুশে বইমেলার নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান উৎস প্রকাশন, প্রভিলিয়ন ২২, ঢাকা তে পাওয়া যাচ্ছে।   
      
আমি বইটির ব্যাপক সাফল্য কামনা করছি। 
শুভ কামনায় -
এম রহমান লতিফ
যুক্তরাজ্য প্রবাসী 
(লেখক -জীবনের ব্যাকরণ ও সোনালি স্বপ্নের অপমৃত্যু)     
তাং- ০৭.০২.২০১৯
 ৯৪ টি
    	৯৪ টি    	 +২৪/-০
    	+২৪/-০  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:৫৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:৫৪
ল বলেছেন: আপনার মতো গুণী মানুষের কাছ থেকে এমন প্রসংসা কাওসার চৌধুরীকে আরো পরিপক্ব লেখা উপহার দিতে সাহায্য করবে।
আপনাকে ধন্যবাদ সময় সময় করে মন্তব্য উৎসাহ দেওয়ার জন্য।
২|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:০৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:০৭
মুক্তা নীল বলেছেন: ল ভাই , সকাল  সকাল  এমন  একটি  লেখা  পড়ে সত্যি দিনের  শুরুটা অন্য  রকম  লাগছে । পছন্দের  মানুষের  সাফল্য  কার না ভালো  লাগে। আর কাওসার চৌধুরী  শুধু নিভৃতচারী মানুষ  নন, ভীষন অমায়িক । এমন  একজন  মানুষকে নিয়ে  আপনি যে  কথাগুলো  লিখেছেন  তা  অত্যন্ত  গুরুত্বপূর্ণ  ও আমার, আপনার  যেনো  মনের  
কথাগুলো ই  বলেছেন । 
বায়স্কোপ এর জন্য অনেক  অনেক  শুভকামনা  রইলো । 
আপনি  আর  কাওসার  চৌধুরীর জন্য  দোয়া রইলো ।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:১৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:১৪
ল বলেছেন: আসসালামু আলাইকুম ও রাহমাতুললাহ প্রিয় নীল,
এই নিঝুম রাতে আপনার এমন সহজিয়া চিন্তার সোপান আমার সব নিস্তব্ধতার কপাট খুলে দিলো - খুউব খুশি হলাম আপনার মন্তব্যে। 
আপনি আসলেই বেষ্ট বন্ধু,একজন শুভাকাঙ্ক্ষী ও ভালো মনের মানুষ। 
আমার আর কাওসার ভাইয়ের বইগুলো পড়ে একটা রিভিউ দিলে খুশি হবো হয়তো ভুলগুলো শুধরে নেয়া যাবে।      
শুভ কামনায় কৃতার্থ হলাম। 
কাওসার চৌধুরী ও আমি দুজনে আপনার দোয়া মাথা পেতে নিলাম। ++++
৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:৩৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:৩৪
রাজীব নুর বলেছেন: উনার লেখা পড়লেই বুঝা যায় লেখক ভালো মানুষ। ব্লগে মানুষ তাকে আপনি করে নিয়েছে।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:০৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:০৫
ল বলেছেন: রাজীব ভাই আমার দৃষ্টিতে আপনিও একজন ভালো মানুষ, একজন ভালো পরামর্শক, একজন ভালো লেখক।
আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই। 
ভালো থাকুন, শুভ কামনা।
৪|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:৩৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:৩৯
মুক্তা নীল বলেছেন: ওয়ালাইকুম আস-সালাম। 
এতো সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।        
জীবনের ব্যাকরন  আর সোনালী সপ্নের  অপমৃত্যু এই  বই দুটোও  আমার  বুকলিস্টে  আছে , ভেবেছিলাম আপনি  হয়তো কিছু  লিখবেন , কিন্তু  লিখেন নাই । তবে  হ্যাঁ, বই গুলো  আমি  কিনবো এবং  পড়বো, ইনশাআল্লাহ । পড়ে জানাবো ।
আর দেখি কোন ভুল  ধরা  যায় কি না (হা হা হা) 
মন থেকে  বইগুলোর জন্য   সাফল্য  কামনা  করছি । 
দোয়া রইলো  আপনার  জন্যে  না, আমাদের  জীবনের ব্যাকরন  আর সোনালী সপ্নের  অপমৃত্যু এই  বই দুটোর জন্যে । 
ভালো থাকবেন ।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৬
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৬
ল বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে জেগে আবারো আপনার সুন্দর মন্তব্য পেয়ে হাসলাম৷
আমার আর কাওসার ভাইয়ের সাথে কয়েক জায়গায় মিল আছে - যেমন আমিও উনার মতো প্রচারবিমুখ থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি আর সেকেন্ডলি এত এত ভালো লেখকের ভীরে আমার লেখাগুলো কেমন হয় তাই লজ্জাবোধ থেকে পোস্ট দিতে সাহস হয় না। 
এবার আপনি যখন অভয় দিচ্ছেন তবে দেখি একটা পোস্ট দিতে পারি কি না!! 
সফলতা কামনা করার সুন্দর মনের পরিচয় দেয় তাই আপনাকে না আপনার মনকে শ্রদ্ধা। 
ভালো থাকুন সবসময়, সাথে থাকুন আমাদের।
৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:২১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: কাউসার ভাই তেলেসমাতী করে দিয়েছেন - গুড জব। শুভেচ্ছা রইলো তাঁর প্রতি। আর শুভ্ছো আমার প্রিয় লতিফ ভাইয়ের প্রতিও।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৭
ল বলেছেন: গুরু,
আপনার এমন ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হলো মরুময় হৃদয়। 
শুভেচ্ছা নিলাম বুকপেতে। 
ধন্যবাদ নিরন্তর।
৬|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:৩৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:৩৫
তারেক_মাহমুদ বলেছেন: সহব্লগারের প্রতি আপনার ভালবাসা আমাকে মুগ্ধ করেছে লতিফ ভাই, সত্যি খুব ভাল খবর কাওসার ভাইয়ের বই বের হতে না হতেই সব কপি শেষ হয়ে গেছে। আশাকরি সিলেটের মত ঢাকাতেই সফলতা পাবে বইটি।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০০
ল বলেছেন: তারেক মহমুদ ভাই,
আপনার এত সবুজ বিস্তৃত ভালোবাসাময় মন্তব্য অবশ্যই অনুপ্রেরণার - 
ভালোবাসার জায়গাটুকু হোক আপনার মতো বিস্তৃত খোলা আকাশের মতো। 
সাথে থাকুন। ভালো থাকুন।  আলোয় থাকুন।
৭|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:৫৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৮:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
 
বইমেলার তৃতীয় ও চতুর্থ দিনের গুরুত্বপূর্ন সময়টা কাওসার ভাইয়ের সাথে কাটানোর সৌভাগ্য আমার হয়েছে। এর আগেও উনার সাথে আমার বিভিন্ন টপিক নিয়ে সুদীর্ঘ সময় আড্ডা হয়েছে, হয়েছে কফি হাওজের সেই আড্ডাটাও পূরণ। বিষয়টা এমন হয়ে গেছে যে, যখনই সিলেট যাই তখনই উনার সাথে সাক্ষাতে মন উতলা হয়ে উঠে। শুধু আমি না, আমার বন্ধুদের অনেকেই উনার প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক, শেষ বেলা আপনি কল দিয়ে আমাদের মিলনকে আরো পূর্ণতা দিয়ে দিলেন। কাওসার ভাই আপনার আন্তরিকতায় মুগ্ধ ।  
ঢাকা আসার পথে বায়োস্কোপ সঙ্গি ছিল, অনেক শৈল্পিক গাঁথুনির প্রকাশ রয়েছে কাওসার ভাইয়ের গল্পগুলোতে।    
ধন্যবাদ প্রিয় দেশি ভাই; সংক্ষেপে এতো সুন্দর প্রকাশ ঘটানোতে।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৭
ল বলেছেন: সৈয়দ ভাই,  
একসময় শুনতাম বংশধর মানুষের গুণ নাকি আলাদা হয় - মাঝে মধ্যে অনেক বংশধর লোকের আচর ব্যবহারে মনে হত এগুলো আসলেই ভ্রম, অনেক নিচু বংশের লোকের ও ভালো ব্যবহার আমি পেয়েছি তাই বংশগতির এই মৌলিক অবস্থানের বিপরীতে চলা মানুষ আমি কিন্তু আপনি অনেক সময় প্রমাণ দিলেন আপনি আসলে জাত সৈয়দ, উঁচু বংশের এক নিরহংকারী মানুষ। 
আপনাকে ধন্যবাদ ---+ সবগুলোই স্বীকৃত আপনার।
৮|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:১৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:১৯
হাবিব  বলেছেন: 
তারেক_মাহমুদ বলেছেন: সহব্লগারের প্রতি আপনার ভালবাসা আমাকে মুগ্ধ করেছে লতিফ ভাই, 
সত্যি খুব ভাল খবর কাওসার ভাইয়ের বই বের হতে না হতেই সব কপি শেষ হয়ে গেছে। 
আশাকরি সিলেটের মত ঢাকাতেই সফলতা পাবে বইটি। 
অনেক ভালো লাগছে। আপনার বইয়েরও সফলতা কামনা করি।
আলহামদুলিল্লাহ, এমন সংবাদে আমরা সবাই আনন্দিত।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৯
ল বলেছেন: আপনার নির্মল ভালোবাসা আমাদেরকে পথ দেখায় সহজ সরল জীবনের..
আপনি ভালোবাসা থেকেই আমার বইটি কিনে নিয়ে পড়েছেন এটাই পরম পাওয়া। 
আপনার বইয়ের জন্য আগ্রহী হয়ে আছি। 
ভালো থাকুন আমাদের হাবিব ভাই।
৯|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় লতিফ ভাই ,
ওয়েলডান ! খুব ভালো একটি কাজ করেছেন । সকালবেলা ব্যক্তিগত কাজে এত ব্যস্ত থাকি যে লগইন করার সময় হয়ে ওঠে না।  কিন্তু আপনার পোস্ট ও সঙ্গে কাওসার ভাইয়ের বই দেখে সব কাজ ফেলে রেখে ব্লগে চলে এলাম। গতকালই কাওসার ভাই এর সঙ্গে কথা হচ্ছিল। উনি বললেন গত কাল তার আগের দিনে মাত্র 8 কপি অবশিষ্ট আছে। নতুন করে 2000 কফির অর্ডার দিয়েছেন। শুনে অত্যন্ত আনন্দ পেয়েছিলাম। সাথে সাথে' জীবনের ব্যাকরণ' ও 'সোনালী স্বপ্নের অপমৃত্যু' র ব্যাপক প্রচার ও বাণিজ্যিক সাফল্য কামনা করি।  কামনা করি সমস্ত ব্লগ লেখকদের বইয়ের বাণিজ্যিক সাফল্যও । শুধু মুখে নয়, সুযোগ থাকলে প্রত্যেকেরই একটি করে কপি আমি কিনে নিতাম। সমস্ত উদীয়মান লেখক কবিদের প্রতি রইল অন্তরের শ্রদ্ধা ভালোবাসা ও বাণিজ্যিক সাফল্যের কামনাও। 
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৮
ল বলেছেন: চৌধুরী ভাই,
আমাদের জন্য আপনার আন্তরিকতা ও ভালোবাসা লিখে শেষ করা যাবে না। 
আপনি নিজ গুণে মহান ও মহৎ হৃদয়ের লোক। 
বিমুগ্ধ ভালোবাসা ও  শ্রদ্ধা প্রিয় ভাই।
১০|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:৩৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৯:৩৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
৪তারিখ পর্যন্ত সিলেটের বইমেলায় সোনালী স্বপ্নের অপমৃত্যু গল্প সমগ্র বইটি পাইনি(!) 
কমপ্লেন করলুম  
 
কী আর করা! ঢাকা থেকেই কিনতে হবে।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৯
ল বলেছেন: এখন পাওয়া যাবে -- ধন্যবাদ মনে রাখার জন্য।
১১|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:২৬
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:২৬
মা.হাসান বলেছেন: খুব ভালো লাগলো শুনে যে ওনার বই প্রথম প্রিন্ট শেষ। আপনার বইয়ের কাটতি কেমন?
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫৩
ল বলেছেন: হাসান ভাই,
ধন্যবাদ আপনাকে সময় করে মন্তব্য করার জন্য - আমার বইগুলো পরিচিত ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা কিনে নিতেছেন৷ 
আমাদের এম,পি সাহেব দু বাক্স নিয়ে নিলেন - আপনি আশাকরি পড়ে একটা রিভিউ দিবেন। 
  
   
ভালো থাকুন।
১২|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:৪১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা রইলো কাওসার চৌধুরী এবং তার বায়স্কোপের জন্য।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫৫
ল বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।
১৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:২০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:২০
ম্যানচিনেইল বলেছেন: শুভ কামনা .।.।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২১
ল বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই।
১৪|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৩৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৩৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
সুন্দর। শুভ কামনা।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২২
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২২
ল বলেছেন: সুন্দরের সাথে হোক আমাদের পথচলা।
শুভেচ্ছা নিরন্তর।
১৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৪৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৪৮
রাকু হাসান বলেছেন: 
আমি ব্যাপক সাফল্য কামনা করছি । নিশ্চয় সংগ্রহ করতে পারবো । কাওসার ভাইয়ের দৃষ্টিভঙ্গি ভালো লাগে । স্টক শেষ হওয়াটা দারুণ ভালো লাাগ দিল  ।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
ল বলেছেন: আমাদের সকলের প্রিয় রাকু হাসনের দৃষ্টি ভঙ্গি আলাদা ভালোলাগা। 
রাকু হাসান একজন আলোকিত মানুষ ঠিক কাওসার ভাইয়ের ছায়া - দুজনের জন্যে রইলো অফুরান ভালোবাসা। 
ভালো থেকো সবসময়।
১৬|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৩
গরল বলেছেন: অভিনন্দন ব্লগার কাওসার চৌধুরীকে আর আপনাকে ধন্যবাদ পোষ্টটির জন্য। শুভকামনা রইল।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০১
ল বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ভাই।
নিক গড়ল হলে কি হবে আপনার চেহারা সাদাসিধা সহজ সরল আর এমন নিপুন হাতের মন্তব্যে ভালোলাগা। 
শুভ কামনা আপনাকেও। 
ভালো থাকুন।
১৭|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৩০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৩০
নজসু বলেছেন: 
সবার খুশির সাথে আমিও একজন গর্বিত অংশীদার।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০২
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০২
ল বলেছেন: ব্লগের সবার আদরের ভাই টির খুশি আমাদের খুশিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
ভালো লাগলো তোমার ভালোলাগাটুকু জেনে। 
বিজি জীবনের গল্প লেখে জানাও আমাদেরকে।
১৮|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪১
নতুন নকিব বলেছেন: 
সুখের সংবাদ। 
কাওসার ভাইকে ধন্যবাদ।  আপনাকেও, পোস্ট দেয়ার জন্য।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৩
ল বলেছেন: আপনার ধন্যবাদটুকি চলার পাথেয় হিসাবে নিলাম।
আপনার কাছে বেশি করে দোয়ার আর্জি রইলো। 
ভালো থাকুন৷
১৯|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৭
সনেট কবি বলেছেন: শুভ কামনা।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৪
ল বলেছেন: একজন মানুষ মানুষ, একজন সনেট কবির শুভেচ্ছা নিঃসন্দেহে বড় পাওয়া।
ভালো থাকুন কবি। দীর্ঘজীবী হোন।
২০|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৮
আরোগ্য বলেছেন: কাওসার ভাইকে অনেক অভিনন্দন জানাই। সেই সাথে দুই ভাইয়ের জন্য অনেক শুভ কামনা করছি। 
দোয়া করি বড় ভাইয়ের বইও সফল হোক।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৬
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৬
ল বলেছেন: আদরের ভাইদের কাছে আদর্শ রেখে যেতে পারাটা জীবনের সফলাতা।
দোয়ার বরকত আললাহ বাড়িয়ে দেন৷ আমীন ---
ভালো থেকো ভাই আমার।
২১|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৪
নীলপরি বলেছেন: আপনার সাথে একমত । উনি খুবই ভালো লেখেন । 
খুব সুন্দর করে উপস্থাপণ করেছেন পোষ্টটা । ++ 
ওনার জন্য অনেক শুভকামনা রইলো । 
আর আপনাকেও শুভকামনা
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:১৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:১৪
ল বলেছেন: সুপ্রিয় সুহানি,
আপনি মনটা সুন্দর তাই সবকিছু সুন্দর মনে হয় - পোস্ট টি ভালোলাগায় আপ্লুত হলাম। 
আপনার শুভেচ্ছা সাদরে গৃহীত হলো। 
ভালো থাকুন।
২২|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪২
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪২
ঢাবিয়ান বলেছেন: শুভকামনা রইল।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৩৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৩৯
ল বলেছেন: প্রিয় ভাই,
আপনার শুভকামনা চিত্তে সুবার্তা দিয়ে গেলো। 
ভালো থাকুন ঠিক আপনার মতো। 
ধন্যবাদ নিরন্তর।
২৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বায়স্কোপ ও তাঁর লিখকের জন্য শুভ কামনা।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৪৩
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৪৩
ল বলেছেন: প্রিয় লিটন ভাই,
আপনাদের লেখাজোঁকা সংকলনের জন্য রইলো শুভ কামনা। 
আপনাদের পরিশ্রম সফল হোক এটাই কাম্য। 
ভালো থাকুন।
২৪|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:১৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:১৮
জুন বলেছেন: একজন লেখকের জন্য স্টক শেষ হয়ে যাওয়াটা বিরাট ব্যপার । কাউসার চৌধুরী সত্যি একজন সুলেখক।ব্লগে তার আগমন ছিল ভিনি ভিডি ভিসির মতই , অর্থাৎ  আসলেন, দেখলেন এবং জয় করলেন ।  
আমি তার সর্বাংগীন সাফল্য কামনা করছি ।
+
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৪৫
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৪৫
ল বলেছেন: আপনার মতো বলতে হয় -
যোগ্য যার ভাগ্য তার কিছুতেই না টুটে 
ডুবিলেও তরী তার শূন্যে ভেসে ওঠে। 
কাওসার চৌধুরী আপন যোগ্যতায় সবার আসনে স্হায়ী আসন নিয়ে নিছেন এটাই দিনশেষে সত্যি। 
আপনার সফলতা হোক চলার পথের দিশারী। 
ভালোবাসা নিরন্তর।
২৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২২
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২২
করুণাধারা বলেছেন: কাওসার চৌধুরী ব্লগের পাঠকদের মন জয় করেছেন তার লেখা দিয়ে। ব্লগের বাইরের সকল পাঠকদের মন যেন তিনি এভাবেই জয় করতে পারেন, শুভকামনা রইল।
আপনাকে ধন্যবাদ জানাই এমন পোস্ট দেবার জন্য।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৫৩
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৫৩
ল বলেছেন: সুপ্রিয় সতীর্থের করুণাধারা,
আপনাদের মতো ভালো মানুষ ও গুণীদের সান্নিধ্যে আসা হয়তো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একজান কাওসার চৌধুরী কে সাহায্য করে নিজেকে বিকাশে সাহায্য করে।  
আপনার ধন্যবাদ মনের মাধুরি মিশিয়ে মাধুকরী সুবাস ছড়িয়ে আছে। 
ভালো থাকুন সুখেরধারা হয়ে।
২৬|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগার কাউসার ভাই-এর বায়স্কোপ আপনার জীবনের  ব্যাকরণ সহ সামু ব্লগারদের সবক'টি বইয়ের জন্য শুভকামনা রইলো।     ফেব্রুয়ারির শেষের দিকে প্রিয় ব্লগার ও ফেবু বন্ধুদের কিছু বই সংগ্রহ করার ইচ্ছে আছে। 
ভালো থাকবেন বড়ভাই।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:০০
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:০০
ল বলেছেন: জুনায়েদ ভাই,
আপনি সবসময় আমাদের পাশে থেকে সবসময় উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যান - আপনি আসলেই আমাদের মায়ার ভাই, হৃদয়ে আছেন এই হৃদয়ে। 
ভালো থাকুন সবসময়।
বইগুলো সংগ্রহ করবেন জেনে ভো লাগলো ---  
২৭|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫০
আহমেদ জী এস বলেছেন: ল ,
নিঃসন্দেহে বায়স্কোপের মতোই চিত্রিত ও ক্যালিডোস্কোপিক হবে তাঁর বইখানি। 
সফলতা কামনায়!
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:০২
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:০২
ল বলেছেন: আহমেদ জি এস ভাই,
আপনার মন্তব্য যেন সাগর পাড়ের সাগরিকার রুপের মতো আকৃষ্ট করে সবাইকে। 
সফলতা অর্জনের জন্য আপনাদের মতো লোক সবসময় প্রয়োজন। 
ভালো থাকুন আমাদের অগ্রগতি বাহন আমাদের অগ্রজ।
২৮|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:০৭
নাহিদ০৯ বলেছেন: নিজেই নিজের বই নিয়ে বেশি সময় ধরে লিখা যায় না। নিরপেক্ষতা রক্ষা একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। দেখতেও দৃষ্টিকটু লাগে।
সেদিক থেকে আপনার এই পোস্ট টি এই বছর একটা নতুন সূচনা হয়ে থাকবে। আশা করছিলাম খুব দ্রুতই হয়তো অন্য লেখকরা তাদের নিজেদের বই এর বাইরে এসে আরো ২-১ জনের করে বই পড়ে রিভিউ পোস্ট দিবে। লেখকদের মধ্যে একটা অদৃশ্য ভাতৃত্ব গড়ে উঠবে। তবে দ্রুত না হলেও আপনার এই পোস্ট যে আরো লেখকদের কে উৎসাহিত করতে সহায়তা করবে তার আশা করছি এখনো।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:০৫
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:০৫
ল বলেছেন: নাহিদ ভাই,
আপনি একজন সুক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ও পারদর্শী মানুষ। 
আপনার মতো মানিক আমাদের জন্য এক বিশেষ উপহার। 
আপনার কথাগুলো কয়েকবার পড়লাম অনেক সুন্দর বলেছেন। 
ভাতৃত্ববোধ জাগ্রত হোক আমাদের ব্লগ পাড়ায়। 
ভালো থাকুন।
২৯|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:২৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:২৭
সুমন কর বলেছেন: সহমত এবং শুভকামনা রইলো। শুরুর কথাগুলো মন ছুঁয়ে গেল। উনার লেখার মান উন্নত এবং চমৎকার।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১২
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১২
ল বলেছেন: কথাগুলো মন ছুঁয়ে গেল -- সুমন দা আপনি একজন কবি তাই আপনার দূরদৃষ্টি ভিন্ন আর ভালোলাগাটুকু হয়তো আলাদা তাই আমার লেখাটা আপনার ভালো লেগেছে।
কাওসার চৌধুরী ভাই আরো ভালো করুন ও সপ্তাশ্চর্য হয়ে উঠুক সাহিত্যের আঙিনায়। 
অকৃত্রিম ভালোবাসা প্রিয় কবি।
৩০|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:৪৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদের কাউসার ভাই। ওনি আমাদের ব্লগের সম্মান। ওনার লিখার কদর হবে তা আগেই আচঁ করতে পেরেছিলাম। আপনার মাধ্যেমে সুখবরটি আরো নিশ্চিত করেছে। ওনার লিখা সমাদৃত হউক। বাংলার প্রত্যেকটি সাহিত্যেমুদি ঘরে কাউসার ভাইয়ের চিন্তারা ফুটে উঠুক।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১৩
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১৩
ল বলেছেন: আপনার সাথে সহমত কবি -- সাহিত্য প্রেমি দের মনে আসল জায়গা হোক কাওসার চৌধুরীর এটাই কামনা।
ভালো থাকুন।
৩১|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন বায়োস্কোপিক রিভীউ দিলেন বায়স্কোপের  
 
প্রাণবন্ত উচ্ছল হাসিখুশি মানুষটির জন্য সতত শুভকামনা
বই টি এখনো হাতে পাইনি।
তবু আপনাদের সপ্রশংস আবেগ আর মূল্যায়নে পেতে আরো উদগ্রীব হচ্ছি।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:১৬
ল বলেছেন: বইটি যোগ হোক আপনার আমার সকলের হিট লিষ্টে --
হা হা কি সুন্দর করে বললেন "বায়োস্কোপিক রিভীউ" আমি চটজলদি লেখাটি দিয়েছে একদম মন থকে তাই হয়তো দু চারটি কথা আপনার ভালো লেগেছে। 
আবেগ তাড়িত হলাম আপনার মন্তব্য পেয়ে। 
ভালো থাকুন সুখের কবি।              
৩২|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৯
অপু দ্যা গ্রেট বলেছেন: 
প্রকাশনীর একটা লিস্ট দরকার । কার বই কোন প্রকাশনী থেকে বের হয়েছে । সেটা জানা দরকার । 
বই গুলো কই পাবো ।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২৫
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২৫
ল বলেছেন: অপু ভাই - আপনার সাথে সহমত হয়তো সবগুলো বইয়ের লিষ্টটা নিয়ে একটা পোস্ট স্টিকি হতে পারতো।
আজাদ ভাইয়ের এই লিংকটা দেখে নিবেন। 
          ব্লগারদের বই - আজাদ ভাই   
৩৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১০
অপু দ্যা গ্রেট বলেছেন:  
 
বই গুলো কি বই মেলায় পাওয়া যাবে ।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২৭
ল বলেছেন: আলবত পাওয়া যাবে - সাথে আপনার রিভিউ আশা করছি। 
  
 
ভালো থাকুন।
৩৪|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০৬
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০৬
কাওসার চৌধুরী বলেছেন: 
কি বলে শুরু করবো, বুঝতে পারছি না। একজন সহব্লগার যাকে আমি খুব রেসপেক্ট করি তিনি আমাকে নিয়ে চমৎকার একটি পোস্ট লিখেছেন; আমার সম্মানিত সহ ব্লগাররা কষ্ট করে নিজেদের মতামত দিয়েছেন, আশীর্বাদ করেছেন এটা আমার জন্য সত্যি অনেক বড় সম্মানের। আমি ব্লগে আসার পর থেকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন তা আমার কল্পনাতীত ছিল। 
মূলত প্রচুর পড়াশুনা করতাম বলে বিভিন্ন বিষয় নিয়ে নিজস্ব একটি ধারণা তৈরী হওয়া এবং নিজের মত করে ভাবতে শিখা থেকেই লেখালেখি করার ভাবনা আসে। আমি বিভিন্ন বিষয়গুলো যেভাবে ভাবি সেভাবেই লেখতে চেষ্টা করা থেকেই লেখালেখির শুরু। লেখাগুলো কোন ব্লগে পোস্ট করবো কিংবা ছাপার অক্ষরে মলাটবন্দী করবো এমন ভাবনা কখনো ছিল না। কিন্তু লেখালেখির শেষ পরিণতি হলো "বইয়ের মলাটে আবদ্ধ হওয়া" এই বাস্তবতায় হয়তো বই প্রকাশ। 
বই প্রকাশের আগে দু'টি বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়েছি। একটি হলো (১) আমার বই কিনে পাঠকরা ঠকবেন কি? আর দ্বিতীয় বিষয়টি ছিল (২) আমি কি সত্যি সত্যি বই লেখার যোগ্যতা অর্জন করেছি? এ বিষয়গুলো ভাবতেই তিনটি বছর চলে গেছে। এবারও হয়তো চলেই যেত যদি না প্রকাশক মহোদয় উৎসাহ না দিতেন। আমি তো পান্ডুলিপি জমা দিয়ে প্রকাশকের সাথে কোন যোগাযোগই রাখিনি!! প্রকাশক সবকিছু ঠিকটাক করেই আমাকে ফোন দিয়েছেন। তিনি বলেন, এমন উদাসীন লেখকের দেখা তিনি আর কোন দিন পান নাই!! 
আমি লিখি নিজের ভাবনাগুলোতে একটু ঘসামাঝা করার তাগিদে। খ্যাতি, টাকা পয়সা, ক্রেস্ট, অতিথি হওয়া ইত্যাদির প্রতি আমার কোন আগ্রহ ছিল না। ভবিষ্যতেও সে সম্ভাবনা নেই। আমার ভাবনাগুলোতে পাঠকরা যদি নিজেদের খুঁজে পান তাতেই আমার আনন্দ। 
আজ "প্রথম আলো" পত্রিকার রিপোর্ট মতে, আমার গল্পের #বায়স্কোপ# সিলেট বইমেলার বিক্রি তালিকায় শীর্ষে। সংবাদটি পড়ে বিশ্বাস হচ্ছিল না। এত গুনী সাহিত্যিকদের শত শত বইয়ের মাঝে আমিই ছিলাম সবচেয়ে অখ্যাত, অপরিচিত। সম্ভবত বয়সেও সবচেয়ে ছোট! আমার লেখায় আস্থা রাখার জন্য সম্মানিত পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। 
প্রিয় "রহমান লতিফ" ভাই এমন হৃদয়গ্রাহী একটি পোস্ট লিখার জন্য কৃতজ্ঞতা রইলো। পাশাপাশি যারা কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন উনাদের প্রতিও কৃতজ্ঞতা রইলো। আপনার একটি বই অলরেডি কিনেছি; অন্যটি স্টলে না থাকায় কেনা হয়নি। আশা করি, দুই-এক দিনের মধ্যে কালেকশন করবো। 
ধন্যবাদ।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৩:০১
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৩:০১
ল বলেছেন: প্রিয় ভাই,
প্রথমে আপনাকে জানাই লালাগালিচা সংবর্ধনা -- দারুণ করে সুচনা করায় ভালোলাগা।       
আপনার সমন্ধে বলে হয়তো শেষ করা যাবে না। আপনি নিজ গুণে গুণান্বিত একজন ভালো হৃদয়ের মানুষ। 
বাংলা সাহিত্য সমৃদ্ধ হোক আপনার সমৃদ্ধশালী লেখার মাধ্যমে।     
আপনার পথচলা হোক গৌরবের। 
ভালোবাসা অবিরাম।
৩৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:২৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:২৩
প্রিন্স হ্যামলেট বলেছেন: উনার কোন লেখা এখনও পড়া হয় নি। তবে আপনার রিভিউ ভাল লেগেছে। চেষ্টা করবো বইটি সংগ্রহ করতে
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:২৯
ল বলেছেন: আমার এটা তেমন কোন রিভিউ নয় যতটুকু পরখ করতে পেরেছি তার কিয়দাংশ আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা।
লেখাটা আপনার ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা। 
ধন্যবাদ প্রিন্স সুলতান শাহজাদা ভাই।
৩৬|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৩৩
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৩৩
সোহানী বলেছেন: একজন ভালো ব্লগার হবার কিছু গুন দরকার, একজন ভালো লেখক হবার জন্য কিছু বৈশিষ্ট্য দরকার, সর্বোপরি একজন ভালো মনের মানুষ হবার জন্য অনেক অনেক কিছু দরকার। আর যখন কারোর ভিতর এ গুনগুলো থাকে তখন তার জয় নিশ্চিত। 
সে রকম একজন ভালো ব্লগার, ভালো লেখক ও সর্বোপরি একজন ভালো মনের মানুষ এর সাথে ভার্চুয়াল জগতে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে। 
অসংখ্য ধন্যবাদ ল ভাই চমৎকার বই এবং ব্যাক্তি লেখক এর রিভিউ। আপনার বইও পড়ার আগ্রহ নিয়ে আছি। খুব মন খারাপ করে বলতেই হয় কবে পড়বো জানি না। 
আর একজন সহব্লগারকে এভাবে মূল্যায়ন আমার সত্যিই ভালো লাগছে। পারস্পরিক রেসপেক্ট অনেক বড় বিষয়। সেটি কেউ শেখাতে পারে না..... সেটি আসে পরিবার থেকে, শিক্ষা থেকে, পারপার্শিক পরিবেশ থেকে।
অনেক ভালো থাকুন।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:৩৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:৩৪
ল বলেছেন: ওরে আমাদের সেলিব্রিটি ব্লগার - আপনার মন্তব্যের বিপক্ষে কিংবা পক্ষে লেখার মত বুকের ছাতি নেই।    
খুব ছোট্ট করে কি দুর্দান্ত একটা মন্তব্য দিলেন যেন "প্রগ্রেসিভ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত কোন পান্ডুলিপি,প্রতিটি স্বরলিপি অদৃশ্য মায়াবি আর সুমন্ত হাসি হয়ে ফুটে উঠে। 
মৌলিক শিক্ষা হোক সম্মান আর আদর্শের ভিত্তিতে এটাই কামনা। 
আদ্র চোখে বলি পাশে থাকুন হে প্রতিভাবান সুহাসিনী থাকুন সাহসের বাতিঘর হয়ে।              
৩৭|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৩৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৩৭
আকতার আর হোসাইন বলেছেন: একজন ভালো লেখক হবার যে গুণ থাকা দরকার তার সবই আছে আমাদের সিবার প্রিয় ব্লগার ও লেখক কাওসার ভাউয়ের...। প্রথম আলো পত্রিকায় একটা সংবাদ ছাপানো হয়েছে। কাওসার ভাইয়ের বই সিকেট বইমেলার শীর্ষ বিক্রির তালিকায় আছে। শুনে কি যে খুশি হলাম একমাত্র আল্লাহই জানে।
কাওসার ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যেন সব সময় সুস্থ থাকেন আর আমাদের এমন লেখা উপহার দিতে পারেন।
ইনশাআল্লাহ একদিন তিনি কালোত্তীর্ণ লেখকিদের তালিকায় চলে যাবেন। এ আমার বিশ্বাস।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৩:০৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৩:০৬
ল বলেছেন: সহমত প্রিয় অকতার ভাই,
একজন ভালো লেখক, একজন মননশীল চর্চার মানুষ তার সুলেখার  সুকুমার বৃত্তির মাধ্যম বয়ে আসুক বাঁধ ভাঙার আওয়াজ জোরে আরো জোরে৷ 
ভালো থাকুন।
৩৮|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:৪৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো কাওসার চৌধুরী এবং তার বায়স্কোপের জন্য
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:২১
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:২১
ল বলেছেন: আসসালামু আলাইকুম ও রাহমাতুললাহ প্রিয় আলী স্যার,
আপনার মতো এমন প্রগাঢ় বুদ্ধিবৃত্তিক মানুষ যারা প্রজন্মকে আলোর পথ দেখাতে নিরলসপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 আপনার কাছ থেকে শুভেচ্ছা পাওয়া নবীন লেখকের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিবে - এই প্রত্যয় ব্যক্ত করি।     
ভালো থাকুন সবসময়।
৩৯|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৫
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৫
কাওসার চৌধুরী বলেছেন: 
ফেইসবুকে পোস্টটি শেয়ার করলাম। আশা করি, সম্মানিত পাঠকদের দৃষ্টিগোচর হবে। আপনার দু'টি বইয়ের জন্য শুভ কামনা রইলো। আমিও পরিচিত সবাইকে বই দু'টি কিনতে সহযোগিতা করছে। 
অনেক ভাল থাকবেন, প্রিয় ভাই।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৫৬
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৫৬
ল বলেছেন: প্রিয় ভাই,
আপনার এমন ভালোবাসায় আবেগ তাড়িত হলাম। 
কৃতজ্ঞতা ও অফুরান ভালবাসা।
৪০|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:১৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:১৪
আখেনাটেন বলেছেন: শুভকামনা 'বায়স্কোপ' বইয়ের জন্য।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৫৫
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৫৫
ল বলেছেন: ধন্যবাদ মিশরীয় সম্রাট প্রিয় গল্পকার।
ভালো থাকুন।
৪১|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩০
ফাহমিদা বারী বলেছেন: সাফল্য কামনা করি কায়সার ভাইয়ের। বিভিন্ন পোস্টে উনার অমায়িক মন্তব্য মানুষ হিসেবে তার অমায়িকতা প্রমাণ করে।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১০
ল বলেছেন: প্রতিটি মানুষের ই একটি বিশেষ গুণ থাকে আমরা চিনতে ভুল করি -
আর কিছু মানুষ থাকে বহুগুণের অধিকারী আর কাওসার চৌধুরী তেমনি একজন। 
আপনার ছায়াপথের জন্য শুভ কামনা। 
ভালো থাকুন।
৪২|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৪০
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৪০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২৫
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২৫
ল বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুন - আমীন
৪৩|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫৫
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫৫
মাহের ইসলাম বলেছেন: শুভ কামনা রইল।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২৬
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:২৬
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,
আপনার গবেষণামূলক বইয়ের জন্যে রইলো অনিঃশেষ শুভেচ্ছা ও শুভ কামনা।
৪৪|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:১৩
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:১৩
সাইন বোর্ড বলেছেন: বইটির সফলতার কথা জেনে ভাল লাগল, শুভ কামনা ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৭
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৭
ল বলেছেন: আপনার জন্য রইলো অফুরন্ত শুভ কামনা।
৪৫|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:৫১
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:৫১
নীল আকাশ বলেছেন: লতিফ ভাই, 
আমি ঢাকায় থাকি না। আমি আপনার এইবারের বই দুইটা সংগ্রহ করতে চাই। আমাকে সবচেয়ে সহজ পন্থা বলুন! আপনার বই আমার কাছে থাকবে না সেটা হয় নাকি!!!!
ধন্যবাদ।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৪৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৪৬
ল বলেছেন: নীল আকাশ ভাই,
ভালোবাসা নিবেন - খুশি হলাম আপনি পড়ে রিভিউ দিলে ভুল থেকে শিক্ষা নিতে পারবো।    
রকমা. কমে পাওয়া যাবে এই বইটা। 
    
৪৬|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৩৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: আপনার মতামতটা ভালোই লেগেছে তবে এবার যে বই মেলায় গিয়ে আপনার লেখা বইটিযে কিন্তে গিয়েও যে পারলাম না তার কি হবে?
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫১
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫১
ল বলেছেন: মাহমুদ ভাই, 
আপনি কষ্ট করে আমার বই কওনতে চেয়েও পাননি তা শুনে কষ্ট পেলাম।  
বইটি না কিনতে পারার কারণ টা কি তা তো জানি না!!  আপনাকে একটা ফোন নাম্বার দিলাম কল করে নিয়ে নিবেন। 
 01713653011 - 
আমাকে একটা ই মেইল করেন যদি কোন সমস্যা হয় - rahmanlove13@gmail
৪৭|  ৩১ শে অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৭
৩১ শে অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৭
ইসিয়াক বলেছেন: আজকের পোষ্ট ও কমেন্ট পড়ে কাওসার চৌধুরী ভাই সম্পর্কে আরো ভালোভাবে জানলাম ।
কাওসার ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোলাগা রইলো ।
আপনার ও কাওসার ভাইয়ের উত্তোরত্তর সাফল্য কামনা করছি। 
সপরিবারে ভালো থাকুন সবসময় । 
শুভসন্ধ্যা
  ৩১ শে অক্টোবর, ২০১৯  রাত ১১:২৪
৩১ শে অক্টোবর, ২০১৯  রাত ১১:২৪
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:৫০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
উনার লেখা ব্লগে বেশ সমাদৃত, ব্লগের বাহিরে আরো বেশী সমাদৃত হবে; শুভকামনা রলো।