নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

কবির মন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৯


কবির মন
★★★★★★★
আমারও তো মন আয়না;কাঁচের মতো ভাঙে!
আমার ও চোখের জল লিপ্ত হয় সাগর সঙ্গমে।

অভিমান,অনুযোগ,অনুনয়;দাহ্য করে রাঙাষ্টয়া পুত্তলিকা,
কৃশকায় দেহে জড়িয়ে থাকে আনাড়ির মর্ত্যবাসী কষ্টেরা ।

মেঘ মল্লিকার দেশে ঘর বাঁধে কল্পলোক হৃদয়,
মাতুয়া মেঘের ব্রজ গর্জনে;অসাধ্য যত অবক্ষয়।

নিঃসঙ্গ,দিকহারা নাবিক বিয়োগান্তে রচে বিপ্রতীপ সন্ধি,
দীঘল প্রশান্ত প্রান্তরে একাকার দীর্ঘরাতের আঁধারে বন্দি।

প্রণয় নির্ধারক সাধনা ও সিদ্ধিতে অন্তিম বসন্তপঞ্চমী,
কামের পিরীতি অন্তরীক্ষে নির্মাণ করে দুরস্ত বেষ্টনী।

বিস্ময়-বিহ্বল চোখে বিস্ফুরিত হয় স্মৃতির কৃষ্ণকাল,
নিরব মৃত্যুর বীজ নিয়ে চলছে;অশুদ্ধ জীবন্ত কঙ্কাল।


কপিরাইট@রহমান লতিফ,লন্ডন,ফেব্রুয়ারি ২০১৯,

মন্তব্য ৫৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো কবিতার কথামালা, অনেকটা কঠিন শব্দের ব্যবহার হয়েছে, তবুও ভালো লাগলো কবির চিত্র দেখে প্রতিটি পঙক্তি জুড়ে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩২

বলেছেন: নয়ন ভাই,
কবিতায় কঠিন ভাষার ব্যবহারের পরও আপনার ভালোলাগাটুকু হৃদয়ে নিলাম।

সময় নিয়ে অযতাই কবিতার চাষাবাদ করি তাই হয়তো কিছুটা কঠিন মনে হচ্ছে তবে কয়েকবার পড়লে অনেক সহজ হয়ে যাবে কারণ আপনি নিজেও একজন ভালো কবি, গায়ক।

প্রতিটি পংক্তি জুড়ে বিরহী সুরে স্নিগ্ধ শান্তির হোক স্বপ্নীল সুচনা।

ভালো থাকুন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: really great poem, how you write line to line which touch heart every moment the emotional feelings. dear latiff bhai my complement today "you are a man from no mans land" !!!

- ThakurMahmud
Hotel Han
Istanbul, Turkey
13-02-2019 02:25 AM

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৬

বলেছেন: I am honoured and received your complements wholeheartedly,

I will quota this such an inspirational comment for my next book from a person who knows more about diversity of life and culture.



I am just overwhelmed,
I know when you are out of country you are not able to writer bangla hence you took your valuable time and inspired me which brings a world of happiness.
Be safe and have a nice trips.

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১০

মুক্তা নীল বলেছেন: কবিতায় কবির এতো দুঃখ অনুভব করলাম,তা-ই আগে একটু নিরবতা পালন করি। পরে মন্তব্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৭

বলেছেন: শুভ সকাল -

জাগতিক সমস্ত অবসাদ দূর হয়ে আসুক পুষ্পিত সুবাস -
অষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক আছে যত জীবনের সুবার্তা -
সুখের সমীরণ দিয়ে যাক আপনার দক্ষিণা বাতাস
বাতায়নে বয়ে যাক সুখ সমাহার।


৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


নিরব মৃত্যুর বীজ নিয়ে চলছে;অসুদ্ধ জীবন্ত কঙ্কাল।


সেরম একটি কবিতা হয়েছে ভাই।
ভালোলাগা সকল প্লাসগুলো আপনার জন্য।


ভালো থাকুন আর আমাদেরকে সবসময় কবিতার সমুদ্রে ভাসিয়ে নিয়ে চলুন।
শুভকামনা আপনার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৯

বলেছেন: হা হা - প্রিয় বন্ধু আমার,

ভালো একটা লাইন বোল্ড করেছো - তোমার তো শিকারী চোখ আর যুদ্ধংদেহী মনোভাব- কবে যে প্রেমিক হবে কে জানে!!!!


কবিতার সমুদ্র সফেনে চলো মিলি দুজনে।

শুভ সকাল আী সুমিষ্টঘ্রাণময় ফুলেল শুভেচ্ছা।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪০

মুক্তা নীল বলেছেন: ল'ভাই
কবিতা টা অসাধারণ ভালো লেগেছে। ভাঙা গড়া নিয়ম মেনে নেয়া সবারই কাম্য। যার শেষ আছে, তার আবার শুরুও আছে।
শেষ মানেই সব শেষ না। আমি মনে করি, কিছু শেষ থেকেই শিক্ষা নিয়ে সুন্দর একটি জীবন কাটানো ভালো।
বরাবরের মতোই একটা সুন্দর কবিতা পড়লাম। ভালো থাকবেন। শভকামনা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

বলেছেন: অসাধারণ মন্তব্যে আলোড়িত হলাম -
শেষের থেকে হোক শুরু - কি দারুণ কথা।



শুভ কামনা

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল ভাই,

বসন্তের প্রথম দিনে বাসন্তীক শুভেচ্ছা জানাই। তবে পরে ভালো করে পড়ে আবার আসবো সময় নিয়ে ।

শুভকামনা নিরন্তর ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

বলেছেন: আপনাকেও বাসন্তী শুভেচ্ছা প্রিয় মানুষ।

ভালো থাকুন।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কী কও তুমি ভাই, আমি তো পবিত্রীর প্রেমে মশগুল। ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

বলেছেন: পবিত্রীর স্বচ্ছ জলে করো স্বান করে সিদ্ধ হও হয়ে ওঠ পবিএ ও ভারমুক্ত।

শুভ হোক পথচলা

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

নীল আকাশ বলেছেন: বন্ধি < বন্দি আর দুরন্থ < দুরন্ত - বানান ২টা ঠিক করে দিন।
এত কঠিন কঠিন বাংলা শব্দ কোথা থেকে পান আপনি? শব্দের অর্থ বুঝতেই আমার খবর হয়ে গেছে.......
কবি মনের অতলান্তিক চাওয়া পাওয়া যেন বিমূর্ত হয়ে ফুটে ঊঠেছে কবিতার পরতে পরতে........
চমৎকার কবি মনের বহি:প্রকাশ!
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

বলেছেন: নীল আকাশ ভাই,

আপনার কথা কালকেই আলাপ করেছিলাম সহ ব্লগার একজনের সাথে মোটামুটি সবাই একমত আপনি সাদা মনের মানুষ আমার মনে হয় আপনার শতরুপা গল্পের বুননের মুগ্ধতা সবাইকে আকৃষ্ট করে রেখেছে।
তার চেয়ে বড় হলো আপনার আন্তরিকতা ঠিক যেন ওপার বাংলার রাজপুত্র সশস্ত্র পদাতিক বাহিনীর প্রধান জনার চৌধুরী ভাইয়ের মতো।

ভালো থাকুন আমাদের কাছে থাকুন।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

ওমেরা বলেছেন: এই যে ভাইয়া এত কঠিন একটা কবিতা লিখেছেন । আমি কিছ্ছু বুঝতে পারলাম না ।তবু লাইক দিয়েছি তাই বলে আমাকে কিন্ত বোকা ভাবিয়েন না ভাইয়া।

ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

বলেছেন: এই যে ভাইআা,
আপনার মন্তব্যে অনেক হাসি পেলো - কঠিনেরে চিনে নিও তোমার মতো করে।


আপনার জন্য শুভ কামনা।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

মনিরা সুলতানা বলেছেন: বসন্তের দিনে বিষণ্ণতা !!
বেশ লেখা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

বলেছেন: মন খারাপের লেখায় আপনার উপস্থিতি অন্য রকম পাওয়া প্রিয় কবিরাণী।

ভালো থাকুন আমাদের কবিতার মুগ্ধতা দিয়ে যান।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

শাহরিয়ার কবীর বলেছেন: শেষের দুই লাইন একটু বেশি ভালো লাগা রইলো...


কবিতায় প্লাস....
ভালো লিখেছে প্রিয়।
দুঃখ ভরা হৃদয়ের প্রতিফলন।।। :(


শুভ কামনা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

বলেছেন: প্রিয় কবিবর,

আপনার মতো গুণী কবির ভালোলাগাটুকু নিলাম তুলে পরম মমতায়।

দুঃখ নদীতে সাতার কেটে চলছে মামুলি জীবন।

ভালো থাকুন।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২

তারেক ফাহিম বলেছেন: এত অভিমানের ছাপ কবিতায় :D

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১

বলেছেন: হা হা ফাহিম ভাই,

মাজে সাঝে এমনি মন খারাপ হয়ে যায়।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

করুণাধারা বলেছেন: ভালো লাগলো কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

বলেছেন: সালাম নিবেন,


আপনার ভালোলাগায় আপ্লুত হলাম।


ভালো থাকুন৷

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

বলেছেন: কবিতার নীলপরি,

আপনার মন্তব্য অনেক পাওয়া,


ভালো থাকুন গল্প কবিতায়।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২০

আহমেদ জী এস বলেছেন: ল,



বোঝা গেলো, দিকহারা কবির মনে জটিলতার ঘনঘটা! নইলে মেঘ মল্লিকার দেশে ঘর বাঁধে যে কবি, সে কেন কৃশকায় দেহে জড়িয়ে নেবে মর্ত্যবাসী কষ্টদের!

মোটামুটি লাগলো ।

প্রথম বসন্ত নিশীথের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

বলেছেন: কবিতা বোদ্ধা প্রিয় ভাই,

আপনাকে জানাই বাসন্তী শুভেচ্ছা নিরন্তর।


জটিল পৃথিবীর বুকে বেঁচে আছি এটাই পরম পাওয়া।

মন্তব্যে কবি মনের আকুতি প্রকাশ হলো।

ভালো থাকুন।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫২

শাহিন বিন রফিক বলেছেন:



বেশ ভাল লাগল আপনার কবিতাটি।
অপটপিক: আপনি কি কাওসার চেীধুরী ভাইয়ের পরিচিত? (বায়োস্কোপ- কাওসার চেীধুরী।)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫৭

বলেছেন: আসসালামু আলাইকুম রফিক ভাই,

আশাকরি ভালো আছেন।
কবিতাটি ভালো লাগায় আপ্লুত।

উওরটা আপনার পোস্টে দিয়ে দিবো।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



কবিরা আবেগী হয়। হৃদয়ে প্রেমের রক্তপাত সাধারন পাবলিকের চেয়েও বেশি হয়; এজন্য আগ্নেয়গীরির অগ্নুৎপাতও বেশি হয় তাদের বেলায়। সব প্রেমিকাকে নিয়ে হয়তো কল্পনায় পাওয়া যায় কিন্তু বাস্তবে সে সম্ভাবনা নেই। এজন্য কবির মনে জোেয়ার ভাটার খেলা চলে জীবন ভর।

প্রিয় ভাই আমার। আজ থেকে ৩দিন ঢাকায় বই মেলায় আছি। দোয়া করবা ভাইটার জন্য।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

বলেছেন: কাওসার ভাই,

আপনি তো প্রথম কিস্তিতেই বাজিমাৎ করে দিলেন - সবার মুখে মুখে শুধু বায়স্কোপ ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

শুভ কামনা রইলো, আপডেট জানাবেন।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

হাবিব বলেছেন: স্যরি, দেরি হয়ে গেলো। আসলে এতটাই বেশী ব্যস্ত দিন যাচ্ছে যে কম্পিউটারে বসার সময়ই হচ্ছে না। মাঝে মাঝে ব্লগে ঢু মারি মোবাইল থেকে কিন্তু মন্তব্য করতে পারি না। আপনার কবিতাটি মোবাইল থেকেই পড়েছি। কিন্তু মন্তব্য করা হয়নি।

দারুণ লিখেছেন। কবিতার অনন্য প্রতিভা আপনি। রাগ করবেন না লতিফ ভাই। আপনার জন্য সবসময় দোয়া থাকবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

বলেছেন: হাবিব ভাই,
দেরী করে আসলে কিছু মনে করারা নাই সবাই তো এইরকম ব্যস্ত হয়ে পড়ি।
রাগ করার কি আছে ভাই - ভালো আছেন এটাই সুখবর।

আমার কবিতার একজন উৎসাহদাতা আপনি আমার একজন প্রিয় মানুষ আপনি আপনার দোয়াই আমার কাম্য।

আমি কবিতার কোন প্রতিভা না রে ভাই এক নবীন আনকোড়া।

ভালো থাকুন সবসময়।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

অর্থনীতিবিদ বলেছেন: কবিতা পড়ে মনে হলো নিঃসঙ্গ ও একাকী একজন মানুষের বুক ভরা কষ্ট আর অভিমান নিয়ে লিখেছেন। তবে আমার ভুলও হতে পারে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

বলেছেন: আপনি শুধু অর্থনীতি না কবিতাও বুঝেন হে গুণী।

কিছুটা অভিমান আর একবুক হতাশা নিয়ে কোন দিকভ্রান্ত প্রেমিকের হাহাকার তুলে ধরার অপচেষ্টা।


ভালো থাকুন নীতি আর অর্থ নিয়ে ক্লাসিকাল স্কুল আদম স্মিথ থেকে আধুনিক সামুয়েলসনের ও রবিনসনের অর্থনীতি নিয়ে।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

আরোগ্য বলেছেন: বর্তমানে বইমেলা থেকে কেনা রোকেয়া রচনাবলি পড়ছি তাই ব্লগে কম আসছি বিধায় বিলম্বিত আগমন।
প্রবাসে থেকেও বড় ভাই আপনার শব্দ ভাণ্ডার এতো বেশী যে অনেক সময় এক বারে কবিতা বোধগম্য হয় না। আসলেই আপনার প্রশংসা করতেই হয়। যদি আমারও শব্দ ভাণ্ডার একটু বেশি থাকতো তবে আরেকটু ভালো লিখতে পারতাম।
আমারও তো মন আয়না;কাঁচের মতো ভাঙে!
আমার ও চোখের জল লিপ্ত হয় সাগর সঙ্গমে।


সোনালী স্বপ্নের অপমৃত্যু বইটিতে আপনার অটোগ্রাফ বাকি রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭

বলেছেন: রোকেয়া রচনাবলি পড়ে সমৃদ্ধ হোক লেখক মন।

শব্দ ভান্ডার সমৃদ্ধ --- লজ্জা পেলাম রে ভাই, হাসলাম কিন্তু।

একযুগে সব খেয়ে ফেলতাম যদি একটু আধটু না লিখতাম আর কি তাই চলে সাধনা আবেগী হৃদয়ে।

তোমার লেখার স্টাইল, বাচনভঙ্গি, পরিপক্বতার সহিত বিশ্লেষণ সবাইকে আকৃষ্ট করে।

বইটি কেনার জন্য ধন্যবাদ দিলাম - অটোগ্রাফ এন্ড ফটোগ্রাফ এক সাথে হবে আড্ডা আর ভালবাসার গোলাপ আগামীবছর ইনশাআল্লাহ।

ভালো থেকো ভাই আমার৷

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো লাগলো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

বলেছেন: আমার প্রিয় মফিজ ভাই,

আপনার ছোট্ট একটা মন্তব্য আমার জন্য অনেক।


ভালো লাগলো আপনার আগমনের জন্যে।

ভালো থাকুন।

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই আমার।

বাসন্তী শুভেচ্ছা

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

আখেনাটেন বলেছেন: না মানলুম, আপনি সত্যিই কবিতা ভালো লেখেন। কিছু লাইন তো মনে গেঁথে যাওয়ার মতো।


বিস্ময়-বিহ্বল চোখে বিস্ফুরিত হয় স্মৃতির কৃষ্ণকাল,
নিরব মৃত্যুর বীজ নিয়ে চলছে;অসুদ্ধ জীবন্ত কঙ্কাল।
-- অসাম।

*অসুদ্ধ নাকি অশুদ্ধ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৭

বলেছেন: প্রিয় মিশরীয় সম্রাট,
আপনার প্রিয়াদীর মতো ভালো লাগা মন্তব্যে ফুলেল শুভেচ্ছা।


কবিতা কি আর লেখি যা মনে আসে তই সাজিয়ে লেখার চেষ্টা চলে- আপনার এমন উৎসামূলক মন্তব্য আমার পাথেয়।


ঋালো থাকুন সবসময়।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেশি ভাই লতিফ ভাই , কেমন আছেন?

পায়রায় তো আপনার গল্পসমগ্র খুব সারা পাচ্ছেন । কাব্যগ্রন্থ ও

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

বলেছেন: আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে।

সবি আল্লাহ ভরসা - কাব্য খুব জনপ্রিয় হয়ে গেছে যতদূর প্রকাশক বললো।

সামনে না থাকলে সবকিছু ঠিক ঠাক মতো হয়ে ওঠে না - দায়িত্ব নিয়ে দেখাভাল করো। হুম।


ভালো থাকুন।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওমেরা বলেছেন: এই যে ভাইয়া এত কঠিন একটা কবিতা লিখেছেন । আমি কিছ্ছু বুঝতে পারলাম না ।তবু লাইক দিয়েছি তাই বলে আমাকে কিন্ত বোকা ভাবিয়েন না ভাইয়া।

কিন্তু বোকা মানুষ বলতে চায় বলছেন: এই যে ভাইয়া এত কঠিন একটা কবিতা লিখেছেন । আমি কিছ্ছু বুঝতে পারলাম না ।তবু লাইক দিয়েছি তাই বলে আমাকে কিন্ত চালাক ভাবিয়েন না ভাইয়া।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১০

বলেছেন: ভাইআাআা --- হা হা আমি কিচ্ছু কমু না --
শুধু কৃতজ্ঞতা কবিতাটা পড়ার জন্য।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

মেহেদী হাসান হাসিব বলেছেন: অসাধারণ হয়েছে ভাই। কেমন আছেন? অনেকদিন পর!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

বলেছেন: হাসিব ভাই,

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি।

আপনার কি অবস্থা? অনেক দিন পর আসলেন।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.