নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

স্পর্শের সুখ

০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:০৩



স্পর্শের সুখ
----------------রহমান লতিফ ------------

বিশ্বাসেই নাকি মিশে আছে;সাধনার পূর্ণ রক্ষিত তখ্ত,
আজও তাই মাজারে মাজারে দেখি অগণিত দরদী ভক্ত।

আজ হৃদয়ের মাজার পুরোটাই দিলাম নিলামে,
সাধ্য হলে কিনে নিও তুমি তারে বিশ্বাসের দামে।

দুঃস্বপ্নের কপালে কি আর হবে পড়িয়ে রাজস্বী তিলক!
মনের আস্তিনে অদৃশ্য স্পৃহার মাঝে যদি পাই সুখের নোলক।

স্পর্শহীনতায় অজানা-অচেনা আতঙ্কেরা নীড় গড়ে অকারণ,
স্পর্শের যাদুতে বিশ্বাস বাড়ে শতগুণ;দোলা দেয় শরীরে সুখ-হরমোন৷

পাহাড়ি নদীর লেকে পড়ন্ত সূর্যের চলে যত প্রাণমাতানো মায়া,
গভীর আঁধারে রাত নামলেও দিঘল জলে দেখি তোমার ছায়া।

আগুন ঢালা স্পর্শে;জ্বলে ওঠে সাইবেরিয়ার হিম শীতল বরফের পাহাড়!
বিশ্বাসহীন প্রেমের অচেনা বাঁকে অনাদিকাল চলে নিগূঢ় শূন্যতার সমাহার।

পাথরকুচির মসৃণ পাতার প্রবিষ্টে;পবিত্র সঙ্গমে জন্মায় নতুন পাতা,
তোমার কোমল স্পর্শের সবুজ পল্লবে;পুষ্পিত হয় জীবনের হালখাতা।


কপিরাইট@রহমান লতিফ,লন্ডন,মার্চ,২০১৯,

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৫

জুন বলেছেন: ল আপনার স্পর্শের সুখ কবিতাটি পড়ে মুগ্ধ হোলাম ।
তবে পাথুরে নদীর লেক কথার অর্থ বুঝতে একটু কষ্ট হচ্ছে :``>>
প্রথম ভালোলাগা ।
+
স্পর্শ মনে হয় সত্যি অনাবিল সুখ এনে দেয় যা আপনার অসাধারন ছবিতে দেখছি । ামিও একটি দিলেম না হয় স্পর্শের সুখের ছোয়া একটি ছবি ।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৪৭

বলেছেন: প্রিয় ভ্রমণ বিলাসী আপু,

পাথুরে লেক যেখানে গেলে দেখা মেলে নীল রঙের ও যে কত রকম আর ধরণ হতে পারে!
এক নীল রঙেরই ক্ষণে-ক্ষণে নানা রকম নীলের অদল-বদল আর বিস্তার।
কখনো হালকা নীল, কখনো গভীর, কখনো আকাশী আর কখনো এক সবুজাভ নীল!
কখনো মনে হবে পাথুরে পাহাড়ের সাথে মিলে মিশে ধূসর আর নীলের এক নান্দনিক শেড!
এমন নীলের মোহ মায়া নিয়ে লেখা - এডিট করে পাহাড়ি লেক দিয়ে দিলাম।




মন্তব্যে আপ্লুত হলাম।

২| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৪৯

বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই

আজ সারাদিন ব্লগে ঢুকতে পারি নাই --- মনটা খারাপ হয়ে যায় - কিছুই কি করার নাই!!

৩| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৮

আরোগ্য বলেছেন: বড় ভাই কবিতায় অজস্র ভালোলাগা রইলো।

নিন্দার নরকে পরের পর্ব কি আদৌ পাবো?

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৫১

বলেছেন: ভাই আমার,
কবিতায় ভালোলাগায় আহ্লাদিত হলাম।
এভাবেই কেউ একজন মনে রাখে - কেউ একজন মনের জানালায় উঁকি দেয়---


ইনশাআল্লাহ নিন্দার নরকে পর্ব দিবো - দোয়া রইলো।

৪| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই,
কি দারুন এক কবিতা দিলেন আজকে!
গভীর আঁধারে রাত নামলেও হবে। ঠিক করে দিন।

চোখের ভাষায় ভালোবাসার অবুঝ আবদার
উচ্চারিত হয় ষোড়শীর নৃত্যেমত্ত নূপুরের নিক্কনে,
কিংবা কাঁচের কাঁকনের রিনিঝিনি পদ্যে,
স্পর্শের শিহরণে কেঁপে উঠে অনাগত অনুভুতি।

ধন্যবাদ আর শুভ কামনা রইল!

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৫৩

বলেছেন: ওয়াও!!!

।কি দারুণ হৃদয়ে শিহরণ তোলা কবিতার কথা -- স্পর্শের শিহরণে কেঁপে উঠে অনাগত অনুভুতি।

ভালোলাগার চেয়েও ঢের বেশি কিছু -- কবিতাটা সমৃদ্ধ হোক আরো কিছু লাইন সংযুক্ত করে পোস্ট দেন৷




ভালো থাকুন।

৫| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:১৮

বলেছেন: ধন্যবাদ নিরন্তর প্রিয়,


ভালো থাকুন সবসময়।

৬| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

মাহমুদুর রহমান বলেছেন: একটা কথা বলবো?
এতো সুন্দর টপিক আর শব্দ খুঁজে পান কি করে আপনি?

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:২২

বলেছেন: হা হা -- কি যে বলেন মাহমুদ ভাই!!!

আপনার মনটা ভালো তাই আপনি ভালো দিক প্ররখ করতে চান -
আমি সাদামাটা লেখা লেখি আমার কোন একটা লাইন হয়তো আপনার ভালো লেগেছে তাতেই এমন প্রশ্ন করে লজ্জা দিলেন।

আপনার কথাটা কিন্তু হৃদয়ে নিলাম।

ভালোয় কাটুক আপনার জীবন।

৭| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !!

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:২২

বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয় পাখি ভাই।

আশাকরি ভালো আছেন -

৮| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: ল ,



সব স্পর্শেই সুখ মেলেনা, তেমন স্পর্শেই মেলে!
তেমনই স্পর্শ কবিতায়, তার কোমল স্পর্শে সবুজ পল্লবে যেখানে পুষ্পিত হয়েছে জীবনের হালখাতা।


প্রথম লাইনের "তক্ত" শব্দটি সম্ভবত " তখ্ত" হবে , "আসন" অর্থে ।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:২৫

বলেছেন: জি,এস ভাই,

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

লাইনটা মনে হয় জুড়ে দিলে ভালো হবে --- পুষ্পিত হয়েছে জীবনের হালখাতা।


কবির কাছ থেকে টিপস গুলো এভাবেই পেতে চাই - কোন কারণে সামু বন্ধ না হোক এটাই কামনা।

৯| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !
ভালোলাগা কবিতায়।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:২৭

বলেছেন: কবির মন্তব্য বরাবরের মতো টনিক হিসাবে কাজ করে।


ভালো থাকুন আপু।

শুভ কামনা নিরন্তর।

১০| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:২৮

বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি।


মন্তব্য করার জন্যে অনেকানেক শুভেচ্ছা।

১১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:১০

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ++

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:২৮

বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

সময় করে পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।


ভালো থাকুন।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: স্পর্শের সুখানুভূতিতে মুগ্ধ হে কবি। ++

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসার প্রিয় লতিফ ভাইকে।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:৩০

বলেছেন: হে গুণী,

আপনার মন্তব্য পেয়ে কৃতজ্ঞতা।

সারাদিন ব্লগে ঢুকতে পারি নাই তাই আপনাকে ফেবুতে মেসেজ দিলাম।

রাতে দেখি ঠিক হয়ে গেছে --- এভাবে কি চলবে নাকি কেউ একজন কেড়ে নেবে আমাদের পারিবারিক সুখ।


অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসার প্রিয় দাদাকে,

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম কবিতা পড়ে। খুব সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:৩২

বলেছেন: সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ কবিবর।



ভালো লাগলো এমন মায়াময় অদেখা স্পর্শের ছুঁয়ে যাওয়া মন্তব্যতে।

ভালো থাকুন।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১:৫২

মুক্তা নীল বলেছেন:
ল ভাই'
কবিতায় সুখের স্পর্শ বিশ্বাস সহ দাড়ঁ করিয়েছেন নিখুঁতভাবে।
গভীর অনুভব দিয়ে অনুভূতির দোলা.…........
সুন্দর কবিতা পড়লাম ।

০৪ ঠা মার্চ, ২০১৯ ভোর ৪:০২

বলেছেন: আপনি আমার পাওয়া অন্যতম
সেরা পাঠক বোদ্ধা,
সেরা মন্তব্যকারী,
সেরা অনুপ্রেরণাকারী ---
আপনারা মন্তব্য না পেলে বিরানভূমি মনে হয় সবকিছু।


বিশ্বাসহীন স্পর্শে কোন সুখ নেই - নেই কোন অনুভূতির প্রকাশ।

পাথরকুচি একটি ঔষধি গাছ যেখানে পাতা থেকে অদ্ভুতভাবে নতুনপাতার জন্ম হয় সরল বিশ্বাসে -

উদ্ভিদ উদগীরণের এই বিচিত্র দৃশ্যের আশীর্বাদ নিয়ে মানুষ পেতে পারে নিত্য নতুন স্পর্শের ছুঁয়ে যাওয়া সুখ।

ভালো থাকুন সবসময়।

১৫| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩২

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: হা হা -- কি যে বলেন মাহমুদ ভাই!!!

আপনার মনটা ভালো তাই আপনি ভালো দিক প্ররখ করতে চান -
আমি সাদামাটা লেখা লেখি আমার কোন একটা লাইন হয়তো আপনার ভালো লেগেছে তাতেই এমন প্রশ্ন করে লজ্জা দিলেন।

আপনার কথাটা কিন্তু হৃদয়ে নিলাম।

ভালোয় কাটুক আপনার জীবন।


ভালোবাসা নিরন্তর প্রিয় ভাই।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৯

বলেছেন: ভালোবাসা নিরন্তর প্রিয় ভাই।

১৬| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

নজসু বলেছেন:



প্রিয় লতিফ ভাই।
খুব অনুভব করছিলাম আপনাকে।
কয়েকদিন ব্লগে আসতেই পারছিলাম না।
আশা করি ভালো আছেন।

১১ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৬

বলেছেন: আমিও --------মিস ইউ

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪

ইসিয়াক বলেছেন: নতুন পোষ্ট কবে পাবো ?
ছোট ছোট স্পর্শে লুকিয়ে থাকে দারুণ মোহময় ভাললাগা।
অনেক শুভকামনা প্রিয় কবিকে ।
সুপ্রভাত

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

বলেছেন: ধন্যবাদ সহ ভালোবাসা রইলো।।।


পুরাতন পোস্টে এমন আদর মাখা স্পর্শ খুঁজে পায় অন্নপূর্ণা প্রতিমার মুখ।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.