নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

একটা অনুভূতি চাই!

১৩ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৮


একটা অনুভূতি চাই!
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো --
জ্বালামুখ হতে গলিত লাভার সর্বগ্রাসী দহনে
জ্বলে পুড়ে ছাড়খার হোক নিরবতার দাবানল
মানবিক বোধের সুফল বীজের হোক উদয়াচল।

একটা অনুভূতি চাই!
বজ্রপাতের মতো তুমুল ভয়াবহ ও বিধ্বংসী
ঝলকে কেড়ে নিক অশরীরী যত ভয় আর গ্লানি,
উবে যাক আছে যত অজানা অসহনীয় নিরবতা
নিজ অপরাধের তাপমোচনে কাঁদুক মানবতা।

একটা অনুভূতি চাই!
মহাপ্রলয়ের অশান্ত গতির মতো আক্রমণাত্মক
সুনামির তোড়ে লন্ড ভন্ড করে নিয়ে যাক --
স্থির হয়ে আছে যত অজানা সহিষ্ণু নিরবতা!
তপোবনে যাক হিংস্র জানোয়ারের কুক্কুটী বার্তা।

একটা অনুভূতি চাই!
গহীন অতলস্পর্শী,সর্বনাশা-মহা-সর্বগ্রাসী-
মহা প্রলয়ঙ্কর বিপদসঙ্কুল ঢেউয়ের মতো
রক্তে হিমধরা অনুভূতিতে জাগুক;উদ্বেল ফেনার উষ্ণতা--
মানবাত্মা জেগে উঠুক ঘুচাতে শোষণের যত দৈন্যতা।

একটা অনুভূতি চাই!
কঠিন অন্ধকারে হারিয়ে যাওয়া অস্তাচল,
বিষুবীয় অদ্ভুত শিরশিরে ভয়ার্ত অবতল ---
নিষ্ক্রিয় হয়ে যাক;আছে যত বিষাদগ্রস্ত নীরবতা--
সাম্য মৈত্রীর বন্ধন হোক সমাজকর্মে সারবত্তা।

একটা অনুভূতি চাই!
ধূসরনীল সবুজাভ বনাঞ্চলের মতো বিস্তৃত-বিস্তর
নেকড়ে বাঘের তীব্র হুংকারের মতো--
ভেঙে যাক আছে যত বিকারগ্রস্থ নিরবতা ---
মনুষ্যত্ব জেগে উঠুক বিশ্ব;ঢেলে মহীরুহতা।


কপিরাইট@রহমান লতিফ

মন্তব্য ৪২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৩:২৪

মুক্তা নীল বলেছেন:
ল ভাই, আপনার এই বিচিত্র অনুভূতি পড়ে আমি নিজেও মুগ্ধ। আপাতত উপস্থিত দিলাম, এতো কঠিনভাষার কবিতা একটু ভালো করে পড়ি।

১৪ ই মার্চ, ২০১৯ ভোর ৪:০৫

বলেছেন: আসসালামু আলাইকুম,
আশাকরি ভালো আছেন।

ব্লগিয় এই খরার সময় আপনি পাশে আছেন জেনে আশাবাদী হলাম।

বিচিত্র অনুভূতিতে আপনার মুগ্ধতায় পরিপূর্ণ হলাম।

ভালো থাকুন।

২| ১৪ ই মার্চ, ২০১৯ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:


আপনার বই, ও বই মেলা নিয়ে কিছু বলুন।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

বলেছেন: আসসালামু আলাইকুম,
শ্রদ্ধার সাথে বলতে হয় আমিতো আসলে প্রচারবিমুখ থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নিজের বইয়ের কথা নিজে নাই বললাম।

আমার বইয়ের জন্যে ব্লগে বেশ কয়েকটি রিভিউ এসেছে দেখে নিতে পারেন।


মনে রাখার জন্য কৃতজ্ঞতা।

৩| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাইয়ের কথাটার গুরুত্ব দিবেন আশাকরি ।



আর আপনার কবিতা বরাবরের মত ভাল হয়েছে।
প্লাস+্

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৮

বলেছেন: আপনি তো একজন পঠক বোদ্ধা আশাকরি একটা রিভিউ দিয়ে দিবেন যাতে ভুলগুলো শুধরে নিতে পারি।

কবিতাটি ভালোলাগায় আপ্লুত হলা৷।


ভালো থাকুন।

৪| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৬

রাজীব নুর বলেছেন: আজকাল এ শহরের মানুষদের অনুভূতি মরে গেছে।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৩

বলেছেন: বিবেকবান, শিক্ষিত সমাজে আজ বিবেকবুদ্ধি বলতে কিছু নেই -
মত আর পথের কোন স্বাভাবিক নিয়ম নেই ---
পাপ আর পাপীদের অভয়ারণ্যে ---
এ শহর আমার নয়!!!

৫| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায়ের আঁধারে
এমন জাগরণি কবিতা ছড়াক আলোর বিচ্ছুরণ
চোখ ধাঁধিয়ে যাক যত স্বার্থান্ধ আঁধারের প্রাণীর
চেতনার পোষাকি আড়ালে যত স্বৈরাচার
স্বাধীনতা কেড়ে নিয়ে যত উন্নয়নের মিথ্যাচার

কি সাবলীলতায় মিথ্য বলে যায়
কি অদ্ভুত দক্ষতায় মিথ্যার চলে চর্চা
সুশীলতায় না স্বার্থ মোহে ক্ষমতায়
চাটুকারেরা করে স্তব স্তুতি,

আমজনতা অসহায় অক্ষম আক্রোশে
ডান্ডিতে সূখ খোঁজা অসহায় পথশিশুর মতো
যাপিত জীবনে এরচে মন্দ হয়নি ভেবে পুলকিত হয়
অথচ নূন্যতম অধিকার টুকুও অপহৃত!

হ্যামিলনের বাঁশিওয়ালা ! কই?
এসো আরেকবার সোনার বাংলায়
যাদুর বাঁশিতে তোল জাগরনি সুর
ভেসে যাক লুটেরা, জালিম আর স্বৈরাচার।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৫

বলেছেন: হ্যামিলনের বাঁশিওয়ালা ! কই?
এসো আরেকবার সোনার বাংলায়
যাদুর বাঁশিতে তোল জাগরনি সুর
ভেসে যাক লুটেরা, জালিম আর স্বৈরাচার-------- একবার বুক ভরে নিঃশ্বাস নিতে চাই!!


বিদ্রোহী কবি কে ধন্যবাদ এত সুন্দর এক্সপ্রেশন করার জন্য।

ভালো থাকুন।

৬| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৫

হাবিব বলেছেন: সুন্দর কবিতা

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৬

বলেছেন: আসসালামু আলাইকুম ও রাহমাতুললাহ ---আশাকরি ভালো আছেন।


আপনার মন্তব্য সবসময় অনুপ্রাণিত করে।

ধন্যবাদ নিরন্তর।।

৭| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ! অসাধারণ!
অনুভূতির আহবানে দ্রোহের জ্বলনে পুড়ে ছারখার মানবতার সত্যিই দরকার এমন আহ্বান।
এমন কবিতার জন্য ব্লগে হাজার বার আসে যায়। ++++

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় লতিফভাইকে।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২

বলেছেন: আহ!! মন ভালো করার জন্য এর চেয়ে বড় টনিক আর কি হতে পারে দাদা।

এত সুন্দর মন্তব্য কবিতা লেখা উৎসাহ হাজার গুণ বাড়িয়ে দেয়।


এমন কবিতার জন্য ব্লগে হাজার বার আসে --- যারা শিক্ষিত,সমাজ সচেতন,সবার নিরবতা কেটে মুক্ত চিন্তার প্লাটফর্মে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ব্লগে ফিরে আসবে স্বাভাবিক অবস্থা।

ভালোবাসা অনিঃশেষ।


৮| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কথামালা

১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

বলেছেন: ধন্যবাদ সামুর জনপ্রিয় কবি...


ভালোবাসা নিরন্তর।

৯| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই,
আপনি তো দেখি প্রায় বিদ্রোহী কবিতার স্ট্যাইলে কবিতা লিখে ফেললেন।
সুনামির তোড়ে হবে।
৫ নাম্বার প্যারার শুরুতে একটা হবে।

একটা অনুভূতি চাই,
যেথায় বিশ্ব মানবতার বিবেক জাগ্রত হোক!

চমৎকার কবিতা, ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪০

বলেছেন: একটা অনুভূতি চাই,
যেথায় বিশ্ব মানবতার বিবেক জাগ্রত হোক!
--প্রতিটি ভূমিই আজ মানুষের রক্তে লাল।


বর্তমান সময়ে মোড়লরা ঘুম থেকে জেগে উঠলেও তাদের ঘুমন্ত বিবেক কিন্তু জাগে না। মানবতা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে গুমরে গুমরে কাঁদছে। পৃথিবীর মানুষগুলো মনে হয় দু চোখ বন্ধ করে বসে আছে।


ভালোবাসা অনিঃশেষ।

১০| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৭

মৃত্যু হবে একদিন বলেছেন: সুন্দর লেখেছেন ।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪২

বলেছেন: জাগ্রত হোক বিশ্ব-বিবেক।
জয় হোক বিশ্ব মানবতার



ধন্যবাদ নিরন্তর।

১১| ১৪ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১৯

নজসু বলেছেন:




প্রিয় লতিফ ভাই।
ভালো লাগা ও ভালোবাসা জানবেন।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৩

বলেছেন: 'হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার'



ধন্যবাদ।

১২| ১৪ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: ল,



হায়রে অনুভূতি!
অথচ আমাদের যে একটা অনুভূতির প্রয় চাই; মহাপ্রয়! যে অনুভূতি কালোবোশেখীর মতো উড়িয়ে নিয়ে যাবে যতো অনাচারের টিনের চাল, দুমড়ে মুচড়ে নিয়ে যাবে অমানবিকতার বৃক্ষ সকল...................

বেশ কিছু টাইপো আছে --
ছারকার < ছারখার
নেক < নিক
কাঁদোক < কাঁদুক
নিরবতা < নীরবতা
সুনামির তেড়ে < সুনামির তোড়ে।
বাকীটা পদাতিক চৌধুরির মন্তব্যে।

১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৮

বলেছেন: একটা অনুভূতির প্রলয় চাই; মহাপ্রলয়
কালোবোশেখীর মতো উড়িয়ে নিয়ে যাবে --
যতো অনাচারের টিনের চাল,
দুমড়ে মুচড়ে নিয়ে যাবে অমানবিকতার বৃক্ষ !!!!
মানবতার বিপন্ন দশা প্রত্যক্ষ করে বিচলিত বোধে
মানুষের বৈষম্যহীনতার মৃত্যু যন্ত্রণা থেকে রেহায় পাওয়ার ---
মর্যাদা রক্ষায় জাগ্রত হোক সর্বাগ্রে নেতৃত্বের বিবেক ---

বিকশিত হোক মনুষ্যবোধ ৷

ধন্যবাদ নিরন্তর

১৩| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩১

করুণাধারা বলেছেন: আমাদের অনুভূতি আছে ঠিকই, কিন্তু তা প্রকাশ করলেই মুশকিল!

আপনার কবিতা অবশ্য অনুভূতিতে ভাললাগা ছড়িয়ে দিল। ++++

১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৫

বলেছেন:
হোক অত্যাচারীর অবসান ----

সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধে মানুষ মহত্ত্বের আলোয় উদ্ভাসিত হোক ----
শিক্ষাঙ্গনে সুশিক্ষার বাতি প্রজ্বালিত হোক
ব্লগে ফিরে আসবে স্বাভাবিক অবস্থা।
হয়ত আজ কারো জন্য সময়,কারো জন্য অসময় ---

১৪| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৪

নাসির ইয়ামান বলেছেন: অনুভূতি প্রকাশ হোক বাঁধাহীনভাবে!

সুনদর প্রতুত্তোরে "বিদ্রোহী ভৃগু ও আহমেদ জী এস"!

১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৬

বলেছেন: অনুভূতি প্রকাশ হোক বাঁধাহীনভাবে ----------জুলুমবাজী আর মানবতা ধ্বংসের পায়তারাকে নস্যাৎ করে -


ধন্যবাদ নিরন্তর -

১৫| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, হৃদয় ছোঁয়া কথামালা কবিতায়, মুগ্ধতা জানিয়ে গেলাম

১৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:২০

বলেছেন: মুগ্ধতা জানলে আমি মুগ্ধ হই ভীষণ … অনেকানেক শুভকামনা@নাঈম জাহাঙ্গীর নয়ন

১৬| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
+++++

শুভকামনা

১৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি,


আপনার জীবন সুন্দর হোক।

১৭| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: কেউ একজন যদি মানবতাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চায় তাহলে ইসলামকে আঁকড়ে ধরে রাখতে হবে।

কবিতায় ভালো লাগা।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:৪৭

বলেছেন: সুপ্রিয় কবি , মাঝে মাঝে কলম ধরার দুঃসাহস করি ৷


ভালবাসা আপনার জন্য

১৮| ১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৯

আরোগ্য বলেছেন: একটা কথাই বলবো,

একটা অনুভূতি চাই।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪০

বলেছেন: ইয়েস --- ধরাকে সরা না ভেবে অনুভূতি চাই।।।।


ধন্যবাদ প্রিয় ছোট্ট ভাইয়াটা আমার।

১৯| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১:১৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগা রইলো।

১৭ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৪৩

বলেছেন: আহ প্রিয় কবি,

আপনি কবিতাটি পড়েছেন জেনে খুশি হলাম।
অনেকদিন হলো আপনার কোন কবিতা পেলাম না!!!


ভালো থাকুন।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

ইসিয়াক বলেছেন: একটা অনুভূতি চাই....
কি লিখবো ভাবছি তাই ।???????? হা হা হা
খুব ঘুম পাচ্ছে .....।মাথা কাজ করছেনা ।
শুভকামনা রইলো ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭

বলেছেন: হা হা হা --- কেন ?

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২২

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: হা হা হা --- কেন ?
কষ্টের যাতনা বোঝাতে ব্যবহার করেছিলাম । এডিট করে দিয়েছি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৬

বলেছেন: ও.কে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.