নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

\'রোবট মানব\'

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩০



মানুষ তুমি' জানি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত,
তবে কেন অশোভন আচরণে বাড়াও অযাচিত সংঘাত!

হিংসার দাপুটে উৎপাতের সান্ধ্য আইন 'মন ও মগজে.
'রোবট মানব'তোমার অহংকারী বদন অগ্নিরূপে বিরাজে।

কি হবে ধরে যম-মূর্তি বা সেজে জ্ঞানী,সন্ন্যাসী,সাধু!
পার্থিব জগতের সঠিক দর্শন: শৃঙ্খলা গুণ তার যাদু।

সু-শিক্ষার সুললিত শোভা বর্ধন করে শালিন আচরণ,
দাম্ভিকতায় ডুবে থাকা; অশিক্ষা আর গোঁড়ামির কারণ।

হে মানব!
আর নয়তো দেরী; পবিত্র মনে করো চুম্বন!
জেগে তুলে প্রশান্ত বিবেকের তরী,করো হিংসার বলিদান।
জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৮

জাহিদ অনিক বলেছেন: মানুষের মনে পঙ্গুত্ব এসেছে---
মানুষ আবার মানুষ হোক।

শুভেচ্ছা মিঃ ল

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৮

বলেছেন: প্রিয় কবি,
অনেকদিন পর ব্লগে এলেন,,
একজন কবির কাছ থেকে এরচেয়ে বেশি আর কি আশা করতে পারি।

আবার তোরা মানুষ হ '

শুভেচ্ছা বুক পেতে নিলাম।

ভালো থাকুন। কবিতায় থাকুন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষকে আজ মানুষ হতে হবে.......
এটাই হোক অঙ্গীকার........

কবিতায় কালবৈশাখীর ঝড়ের ঠান্ডা বাতাসের ন্যায় ভালোলাগা.....

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭

বলেছেন: হে প্রশান্ত আত্মা!!

আপনাকে অভিবাদন!!


জাগুক বিকেক, জাগুক মানবাত্মা।

মন্তব্য সুবার্তা দিয়ে গেলো।

ভালোবাসা অবিরাম।।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২১

সুমন কর বলেছেন: প্রকৃত মানুষ হওয়া কষ্টকর এবং বর্তমানে নেই বললেও ভুল হবে না !!! ভালো লিখেছেন।
+।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৪

বলেছেন: দাদা,

আমরা দিন দিন যেন যন্ত্র মানব হয়ে যাচ্ছি - অন্যকে অঘাত আর অপবাদ দেওয়াটাই অধিকতর সুখকর।

আপনার মতো মানুষ সমাজকে আলোকিত করে আমরা আশাবাদী হই।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪

আরোগ্য বলেছেন: অহংকার, লোভ, হিংসা, স্বার্থপরতায় চারপাশ ছেয়ে গেছে। এই রমজানেে সকল কু প্রবৃত্তির পতন হোক, নেমে আসুক আসমানী শান্তি।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৭

বলেছেন: প্রিয় ভাই যে,,

তোমার এমন আসমনী শান্তি কামনায় তৃপ্ত হলাম।

অহিংস নীতির হোক বিচরণ।

ভালোবাসা অবিরাম।
রমজানুল মোবারক।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৪

মুক্তা নীল বলেছেন:
ল'ভাই,
আপনার উপলব্ধি ও আহবানে আছে শুধরানোর সুযোগ। যার ভালো হওয়ার ইচ্ছা জাগাবে মনের মাঝে, সে হয়তো নিজেকে শুধরিয়ে নেবে। আর যার নেই....
এবার অনেক দিন পর কবিতা দিলেন। কবিতায় ও কবির মনোভাবকে ভালোলাগা রইলো।
শুভ রাত্রি।

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১৩

বলেছেন:
আগেও ব'লেছি আবেগের জায়গা কবিতা - আবেগপ্রবণ মানুষ আমি লিখে যাই দু চারটি অকবিতা।

কবিতার আহ্বানে সাড়া দেবে না কেউ তবুও বেঁচে থাক এসব কথাগুলি।

অনেক লেখা পোস্ট করার সিরিয়ালে আছে -- সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।


ভালো থাকুন।

মন ভালো হ'য়েছে তো!!!

৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:


অথর্বদের জাতীয় সংগীত?

৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:৫৮

বলেছেন: জ্বী স্যার
সাথে সাধুদের সন্ধ্যা কীর্তন।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।
আসসালামু আলাইকুম।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৭

সাদা মনের মানুষ বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী......পাখিদের মধ্যেপ্যাঁচা দেখতে অত্যন্ত আকর্ষণীয়

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

বলেছেন: সাদা মনের মানুষদের জয় হোক।
পেত্নাত্বাদের ক্ষয় হোক।

পড়ার জন্য ধন্যবাদ।

ভালোবাসা অবিরাম।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

হে মানব!
আর নয়তো দেরী; পবিত্র মনে করো চুম্বন!
জেগে তুলে প্রশান্ত বিবেকের তরী,করো হিংসার বলিদান।
জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি; মানুষ বলে হও বলিয়ান।




কবিতা’টি অনেক ভালো লাগলো।

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

বলেছেন: ব্লগসেরা কবির এমন মূল্যায়নে খুশি হলাম।

একি আদমের সন্তান মোরা
মানুষ বলে হই বলিয়ান।।


ভালো থাকুন।
শুভ কামনা নিরন্তর।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৬

ঢাবিয়ান বলেছেন: অসাধারন। খুব ভাল লিখেছেন। তবে বোধদয় আর কয়জনের হয়!

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

বলেছেন: প্রিয় ঢাবিয়ান ভাই,

আপনি একজন রাজনৈতিক ব্লগার হিসাবে আপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আপনার মতো সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস বা মনমানসিকতা কয়জনের আছে।।

আপনার জন্য বুকভরা ভালোবাসা।
ভালো থাকুন।
বোধের ঢেউ জাগ্রত হোক সকল মানবের।

শুভ কামনা।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


@ঢাবিয়ান ,

মাশরাফির উপর পোষ্ট দেয়ার পর, আপনার অবসরে যাবার সময় হয়েছে; অকারণে, সমদলীয় পাখীর খোঁঝ করছেন।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

খুব অসুবিধা হচ্ছে ব্লগে ঢুকতে। কবিতা ভালো লাগলো। তবে ঐ একটা কথা, জেগে ঘুমালে তাকে যে জাগানো যায় না। এই যেমন আমার মতো ব্লগাররা এসব কথার পাত্তাই দেবো না। ব্লগে ইতিমধ্যে আমরা অনেকেই পড়ে ফেলেছি কবিতাটি। তাই বলি, হে কবি আপনার সব চেষ্টাই বৃথাই যাবে মনে হয়।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৯

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,,
ঘুমাক ওরা শান্তির ঘুমে কাঁদিয়ে এ ধরা,
কেউ শুনুক বা নাই শুনুক বলে যাই মনের কথা।।


সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।।


কবিতাটা ভালো লাগায় প্রীত।।
ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি উপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, এবার কবি হলেন, বাকী রলো ছড়া লেখার; সব কাজের কাযী?

১৩| ০১ লা মে, ২০১৯ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনি উপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, এবার কবি হলেন, বাকী রলো ছড়া লেখার; নাকি আরো কিছু বাকী থেকে যাচ্ছে, রুবাইয়াত, নাকি ফুবাইয়াত?

০১ লা মে, ২০১৯ রাত ৮:৫৮

বলেছেন: কৃষ্ণবর্ণ চিঠি

সাম্য-মৈত্রীর কোমল স্পর্শে দূর হোক মনের কালিমা,বৈষম্য আর অন্ধকার যত .........................
নৈতিক ও আদর্শিক চরিত্রের ভিত্তিতে চিন্তা ও পরস্পারিক সহযোগীতা বিকশিত করো -----------
অজ্ঞতা, দুঃখ গ্লানি ও বিভেদের আবর্তে নিমজ্জিত থাকা বর্বরের হিংস্রনীতি তা যে অধিকার ও মর্যাদা হারানোর অশনি সংকেতের নামান্তরমাত্র।
সংকীর্নতা,অনাস্থা,অবিশ্বাস,স্বোচ্ছাচারী ও অহংকারের গভীর গর্ত থেকে বের হয়ে বাড়াও বর্ণিল সম্প্রীতির সৌন্দর্য--------
দয়া-ভালোবাসার প্রবল খরা ছিন্ন করে আলোকিত হোক প্রতিটি জীবন ------------
মানবতাবোধ জাগ্রত হোক প্রতিটি প্রাণে - বয়ে যাক শান্তির সুবাতাস------------
বিরোধিতার স্বার্থে বিরোধিতা নয় বরং জ্ঞান,চারিত্রিক মাধুর্যতা,বিনয়,ভদ্রতা,সমঝোতা,বোঝাপড়া ও আস্থাতেই ব্যক্তি,সমাজ,ও রাষ্ট্রের কল্যাণ নিহিত।

মানুষ আমি এটায় হোক আমার বড় পরিচয় ---

১৪| ২৮ শে মে, ২০১৯ রাত ১১:৫১

মুক্তা নীল বলেছেন:
ল'ভাই ,
এটাই আপনার শেষ কবিতা ছিল । অনেকদিন যাবত কবিতা লিখেন না-তো ? কবিতা লেখা ভুলে গেলেন না ছেড়ে দিলেন।
বর্তমান লেখাগুলো চমৎকার লিখছেন যা পড়তে খুবই ভালো লাগছে। অভিজ্ঞতা ও অন্যান্য লেখা ছেড়ে দিয়েন না, চলছে চলুক। ভালো থাকুন প্রিয় কবি।

২৯ শে মে, ২০১৯ রাত ১২:৩৩

বলেছেন: কবিতার পাঠক আজকাল কম --সবাই কবি --

আপনার লাগিয়া কবিতা দিলাম ---

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৬

ইসিয়াক বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:
হে মানব!
আর নয়তো দেরী; পবিত্র মনে করো চুম্বন!
জেগে তুলে প্রশান্ত বিবেকের তরী,করো হিংসার বলিদান।
জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি; মানুষ বলে হও বলিয়ান।
-রহমান লতিফ

এমন লেখনি একজন বুদ্ধিমান ,জ্ঞানী লেখকের পক্ষেই লেখা সম্ভব । যেটা আপনি।
আমার সৌভাগ্য যে আপনার লেখা আমি পড়তে পারছি। অনন্ত কাল যেন পড়তে পারি ।
শুভকামনা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

বলেছেন: শুকরিয়া ভায়া ........................

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

ইসিয়াক বলেছেন:

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৩

বলেছেন: জাযাকাল্লাহ খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.