নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

#চাপা দীর্ঘশ্বাস

২৯ শে মে, ২০১৯ রাত ১:৪২

###চাপা দীর্ঘশ্বাস


কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায়!
নিয়তির ছোঁড়া বল্লম আঘাত করে নিখুঁত নিশানায়,
জাগতিক সুখ জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কিছু চাপা দীর্ঘশ্বাস নির্লিপ্ততার বিবর্তন ঘটায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !

অপ্রাপ্তির সিন্দুকে আটকে থাকে তীব্র ভালবাসা,
সুখের শিহরণে কাঁটা বিঁধে নিদারুণ দুরাশা।
কিছু অভিমান গহীন অন্তরালে সুপ্ততাপ ছড়ায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !

কিছু গীতবিতান রহস্য রোমাঞ্চ করে বিস্মৃতির বন্দরে,
কিছু বিষাদ-যন্ত্রণা মৌন মুখর চিতার আগুনে পুড়ে,
ইন্দ্রিয়ানুভূতি মনের আয়নায় গড়ে রক্তাক্ত অধ্যায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !

উদ্দাম-উচ্ছ্বাসে;প্রাপ্তির রেশটুূকু কেটে যায় সহজে,
স্মৃতির আহ্লাদে প্রলেপ পড়ে অজানা ভুলের ভাঁজে।
বিমূর্ত অপ্রাপ্তিরা চেয়ে থাকে মুক্তির অপেক্ষায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !

মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৯ রাত ২:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



ইচ্ছারা হলো উদাসিন পাখির মত
কখন কখনো আকাশে হয় বিলীন
কখনো নির্জন পাহারে খুঁজে ভালবাসা
মনের গভীরে প্রেমের ভুবনে খেলে আঁধারি খেলা
ইচ্ছার উল্টোরথে উল্লাস নেই দিন কাটে ভাবনায় ।

যত দিন যায় ইচ্ছা গুলো গুচ্ছ ফুলের মত ঝড়ে পরে
হারাবার ভয় নেই পাওয়ার আনন্দও নেই
তবু বলে যায় আমার যত ইচ্ছার কথা ।
কবিতাটি পাঠেভাল লাগল
শুভেচ্ছা রইল

২৯ শে মে, ২০১৯ রাত ৩:১৪

বলেছেন: যত দিন যায় ইচ্ছা গুলো গুচ্ছ ফুলের মত ঝড়ে পরে
হারাবার ভয় নেই পাওয়ার আনন্দও নেই
তবু বলে যায় আমার যত ইচ্ছার কথা । ---


আপনার কবিতার কথাগুলো খুব ভালো লাগলো ---


সময় করে কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।।

ভালো থাকুন।।

২| ২৯ শে মে, ২০১৯ ভোর ৫:৪৬

ডার্ক ম্যান বলেছেন: ব্যর্থতার কারণে সবকিছু চাপা পড়ে যায়

২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৪৭

বলেছেন: Failure is da pillars of success -- ha ha...
বিমূর্ত অপ্রাপ্তিরা চেয়ে থাকে মুক্তির অপেক্ষায় ----

চাওয়া গুলি পাওয়া হোক --

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।।।

৩| ২৯ শে মে, ২০১৯ ভোর ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর। শুভ কামনা।

২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৪৮

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,

কেটে যাক সব বিষাক্ত বিষাদ,,,
সুখময় স্বস্তিতে ভরে যাক আপনার আগামী।।।


সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা।।।

৪| ২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৩৭

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
কবিতা তো ভালই।

পেলাইচ+++

২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৫০

বলেছেন: কে হায়!!
হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে চায়!!

হে মহামান্য প্রেসিডেন্ট

আপনার রাজ্যে ফিরে এসেছি একটু স্বস্তি নিতে
বলো
দিবেতো আমায়!!!!
পাঠে ও মন্তব্যে প্রীত।।।
শুভ কামনা নিরন্তর।।

৫| ২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৪৩

মেঘ প্রিয় বালক বলেছেন: বেশ ফুটিয়ে তুলেছেন মনের আবেগ দিয়ে।

২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৫৩

বলেছেন: ঠাসা আবেগের ট্রেন মাঝে মাঝে থেমে যাক
নোঙর ফেলুক অচেনা ষ্টেশনে
সেখানে ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকবো
মায়াবী মুখের অপেক্ষায়.......


আবেগময় মন্তব্যে মুগ্ধ হলাম।।।

ভালোবাসা অবিরাম।।। অন্তহীন বন্ধুতা।।।। সুখ কামনায়।।।

৬| ২৯ শে মে, ২০১৯ সকাল ৭:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রশংসার পাত্রে প্রশংসিত আপনি,কবিতার মন্তব্যে আবার কবিতা। এ যেন কবিতার কারিগর। মুগ্ধ হলাম দ্বিতীয় বার।

২৯ শে মে, ২০১৯ সকাল ৭:০৮

বলেছেন: হা হা হা ---
তুমি আবার যখন ফিরে এলে,
কাকতালীয় শুভক্ষণে সুখের সন্ধি হলো
সারা শহরময় মুখরিত হলো সুরের মূর্ছনায়
জীবন ক্ষুধার বিলবোর্ড বুঝি প্রেমের রঙে রঙ্গিন হলো---
তুমি আবার এলে বলে,
হৃদয়পুরে ফুল পাখির সখ্য হলে।।।
এমনি করে সময় করে
নাহয় অবেলায় ভুল করে
এসে হে সুন্দর বারবারে।।।


ধন্যবাদ আবারো!! মিলিয়ন টাইম।।।





৭| ২৯ শে মে, ২০১৯ সকাল ১০:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সকাল বেলা মন ভালো করার কবিতা।
"বিমুর্ত অপ্রাপ্তিরা চেয়ে থাকে মুক্তির অপেক্ষায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায়!"
অতুলনীয়! কোন প্রশংসাই যথেষ্ট নয়। ++

আপনি থাকছেন স্যার। ‌ হা হা হা...
শুভেচ্ছা নিয়েন।

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৯

বলেছেন: হা হা হা ---

মন ভালো করার মতো মন্তব্য....

হে গুণী,
এমনি করে সুখের পরশ দাও
এমনি করে আনকোরা গানে সুর দাও
আমি মুগ্ধ হয়ে শুনি!!!!

ভালোবাসা নিরন্তর।। ধন্যবাদ প্রিয় ভাই।।। ভালো থাকুন সবসময়।।।

৮| ২৯ শে মে, ২০১৯ সকাল ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: ল,




কে হায়!!
হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে চায়!! ( কবিতার এই লাইনগুলো তুলে দিয়েছেন এক প্রতিমন্তব্যে)

তবুও দীর্ঘশ্বাস ফেলে সেই বেদনাকেই তো জাগালেন!!!!!

ডঃ এম এ আলীর মন্তব্যের কবিতাটি ভালো লেগেছে। আপনার ৫ নম্বর প্রতিমন্তব্যের কবিতাটিও সুন্দর।

++

২৯ শে মে, ২০১৯ রাত ৯:০৭

বলেছেন: আমি না হয় আবেগের ডাকহরকরা হবো ---
অলিতে-গলিতে হাঁকিয়ে ছুটে চলবো!!
হয়তো,অভিমানী মনে লেগে থাকবে নৈরাশ্য হতাশা
তবুও, ক্লান্ত,পরিশ্রান্ত আমি কভু হবো না অনিয়ন্ত্রিত
এ বিশাল ধরিত্রীর বুকে
দিকবিদিকশুন্য আমি
পরিশালীত অনুভবে ছুটবো
মায়াবতীর নীড়ের খুঁজে!!!


আপনার জন্য ক'টি লাইন হে মহান কবি।।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।। ভালো থাকুন।।।

৯| ২৯ শে মে, ২০১৯ সকাল ১১:২২

মুক্তা নীল বলেছেন:
বিমূর্ত অপ্রাপ্তিরা চেয়ে থাকে মুক্তির অপেক্ষায় - অসাধারণ কবিতা
এক ফালি মেঘের মাঝে সমস্ত আবেগ ও ইচ্ছে বিলিয়ে দিয়ে মিশে যান .... এত সুন্দর করে কবিতা লিখেন কিভাবে?
ভালো থাকুন সব সময় ও শুভকামনা।

২৯ শে মে, ২০১৯ রাত ৯:১১

বলেছেন: এই আনকোরা অনভিজ্ঞ লেখার
আপনি এবং আপনার ভাই নীলদ্বয় আমার একনিষ্ঠ সমর্থক এটা বড় পাওয়া।।

কবিতাটা আপনার জন্য পোস্ট দিলাম।।।
ভালোলাগাটুকু আপনার জন্য।।

ভালো থাকুন।।।।
এত সুন্দর করে কবিতা লিখেন কিভাবে??? ---- আসলেই কি ভালো হয়।।।

১০| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১২:১৭

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর প্রকাশ +

২৯ শে মে, ২০১৯ রাত ৯:১২

বলেছেন: ধন্যবাদ হে গল্পকার।।।

ভালোলাগায় মুগ্ধ হলাম।।।


ভালো থাকুন সবসময়।।।

১১| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর লেগেছে ভাইয়া
শুভ কামনা

২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৩

বলেছেন: ধন্যবাদ প্রিয় ছবির প্রিয় কবি।।।

আপনার ভালোলাগায় সার্থকতা খুঁজে পেলাম।।।

ভালো থাকুন।। বিরহ কেটে যাক।।।

১২| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: মন ছোঁয়া লেখা !

২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৪

বলেছেন: প্রিয় কবি রাণীর এমন মন্তব্যে খুউব খুশি হলাম।।।

ভালো থাকুন।।।

১৩| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।


২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৫

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।।।

সময় নিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা।।।

১৪| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অপ্রাপ্তিগুলো ফিরে ফিরে আসে....
কালের পথচলায় ছাপ রেখে যায়.....
থাকে শুধু এক কালের দীর্ঘশ্বাস....

হৃদয়ের গভীরতর আকুতির শৈল্পিক প্রকাশ....

কবিতায় আঁকাবাকা ট্রেনের ছুটে চলার ন্যায় ভালোলাগা....

২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৭

বলেছেন: অপ্রাপ্তিগুলো আপন নিয়মে ফিরে ফিরে আসে....
কালের পথচলায় ছাপ রেখে যায়.....
থাকে শুধু
এক কালের দীর্ঘশ্বাস....

(আরো দুটি লাইন যোগ করলে একটা অনু কবিতা হয়ে যাবে)


দারুণ কবিতা হয়ে উঠলো হে গুণী।।

অসাধারণ মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।।। ভালো থাকুন।।।

১৫| ২৯ শে মে, ২০১৯ দুপুর ২:৫৩

জাহিদ অনিক বলেছেন: দুঃখিত আপনার কবিতা পড়ে আমার নিজের কবিতার কয়েকটা লাইন লিখতে ইচ্ছে হলো। যদিও এই আত্মপ্রচার করতে ইচ্ছে করে না, তবুও --



কত অপ্রাপ্তি থাকতে পারে পরিপূর্ণ আয়োজনে!
অপূর্ণ ছোট বড় ইচ্ছে সে তো পূর্ণ হয়েই যাবে;
এমন কি আছে একটা দুইটা ইচ্ছে,
ইচ্ছে হবে ইচ্ছেগুলো অপূর্ণই থাক!


আপনার কবিতার থিমটা সুন্দর। শুভেচ্ছা মিঃ ল

২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৯

বলেছেন: এটা হোক আত্মপ্রচার কিন্তু আপনি আপন আলোয় আলোকিত কবি।।

আপনার লাইনগুলো যেন ইতিহাস।।।

থিমটা ভালো লাগায় প্রীত হলাম।।।

ভালো থাকুন।।।

১৬| ২৯ শে মে, ২০১৯ রাত ৮:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২৯ শে মে, ২০১৯ রাত ৯:২০

বলেছেন:
প্রিয় কবি,
আশাকরি ভালো আছেন!!
সময় নিয়ে কবিতাটা পড়ার জন্য কৃতজ্ঞতা।।।

শুভ কামনা নিরন্তর।।

১৭| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ইচ্ছেরা এমনি করেই চাপা পড়ে যায়..............সময়ের স্রোতে।। +।

৩০ শে মে, ২০১৯ রাত ১২:৫৩

বলেছেন: কবিতাটা ভালো লাগাতে ও সুন্দর ভাবে আপনার মনোভাব প্রকাশ করাতে আনন্দ পেলাম

ধন্যবাদ আপনাকে। ‌

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

১৮| ৩০ শে মে, ২০১৯ রাত ১২:৩৬

নাসির ইয়ামান বলেছেন: বাহ! দারূণ হয়েছে এতো সুন্দর কবিতা ল্যাকেন ক্যামতে!!

আমিও শিখতে চাই!

ما أجمل شعرك!
أنا فقدت نفسي في وعيدها إليها،
كما زينتها أنت إظهار دماغك!

৩০ শে মে, ২০১৯ ভোর ৬:২৭

বলেছেন: হা হা -- মজাতো!! ক্যমতে ক্যমতে মিলে যায়!!
ভালো লাগলো খুউব।।।

এটা আপনার জন্য!!
我在等你巴罗玛
当你有机会的时候,朋友
Wǒ zài děng nǐ bā luō mǎ
dāng nǐ yǒu jīhuì de shíhòu, péngyǒu


ভালো থাকুন।।।

১৯| ৩০ শে মে, ২০১৯ রাত ১২:৪৭

ওমেরা বলেছেন: হুম !! কবিতাটা আসলেই ভালো হয়েছে।

৩০ শে মে, ২০১৯ ভোর ৬:৩০

বলেছেন: প্রিয় আপু,,

সহজ সরল মন্তব্য যেন পাহাড়ি সরু রাস্তার বাঁকে বাঁকে আলোর ঝিলিক।।।

পাঠে ও মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।।
শুভ কামনা নিরন্তর।।

২০| ৩০ শে মে, ২০১৯ রাত ১:০৯

অজানা তীর্থ বলেছেন: কিছু ইচ্ছে অঙ্কুরে মরে যায়,
জমে থাকা বরফের মতই স্থির রয়ে যায়,
কিছু ইচ্ছে চাপা পড়ে যায় মনের এক কোণে,
লাগামহীন পথ চলা সুদূরে মিলিয়ে যাওয়া...।
খুবই সুন্দর একটি কবিতা, আর কমেন্ট গুলো ও অনেক্ সুন্দর। কবিতা পাঠে ভালো লাগলো।

৩০ শে মে, ২০১৯ ভোর ৬:৩৩

বলেছেন: হে অমিত্রাক্ষর,,,

আমি তীর্থের মতো চেয়েছিলাম আজানা পথে,,
এ মধুর অমিয় বাণী তুমি সুধাবে বলে --
কবিতারা আজ বুঝি পেলে ছন্দের মিলন
সর্বাগ্রে আজ ভালোলাগার উপস্থাপন ---

--_----
কিছু ইচ্ছে অঙ্কুরে মরে যায়,
জমে থাকা বরফের মতই স্থির রয়ে যায়,
কিছু ইচ্ছে চাপা পড়ে যায় মনের এক কোণে,
লাগামহীন পথ চলা সুদূরে মিলিয়ে যাওয়া
-

আদিম সুন্দর চরণে ভালোলাগা যত,,আরো চারটি লাইন যোগ করে তবে পোস্ট করতে পারো।।।।

স্বাগত মোর নীড়ে।।। ভালো থাকুন।।।

২১| ৩০ শে মে, ২০১৯ রাত ১:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



"কেন ইচ্ছেরা বারবার চাঁপা পড়ে যায়?"
জটিল কথা কিন্তু অতীব সত্য। মানুষের বয়স, আর্থিক সঙ্গতি, চাওয়া-পাওয়ার ভাবনা, সমাজ-সংস্কৃতি আর মনোজগতের পরিবর্তনের ফলে ইচ্ছে নদী ভিন্ন ধারায় বাঁক নেয়। স্রোতধারায় ভিন্ন গতি আসে। এটা অবধারিত।

৩০ শে মে, ২০১৯ ভোর ৬:৪০

বলেছেন: হে বোদ্ধা পাঠক,

এমন করে কবিতার নির্যাস ছেঁচে বিমোহিত মন্তব্যে মুখরিত হলো এ শহর।।

বয়স, -- আজকের ছোট্ট ছেলে একদিন বাবা হয়, আবদার মেটাতে চায় আপন শিশুর
আর্থিক সঙ্গতি, --- নুন আনতে পানতা ফুরায় তারপর মকমল চাদরে ওম চাওয়া
চাওয়া-পাওয়ার ভাবনা, --- বামন হয়ে আকাশের চাঁদ চাওয়া
সমাজ-সংস্কৃতি --- সাধ আর সাধ্যের ভেতর হয় কামনা বাসনার আকস্মিক মৃত্যু
আর মনোজগতের -- কি দোষ হতে এমন হলে, এমনা হবার কথা নয় এমন অসংখ্য জিজ্ঞেসা

পরিবর্তনের ফলে ইচ্ছে নদী ভিন্ন ধারায় বাঁক নেয় আর কবি বলেন ইচ্ছেরা এভাবেই চাপা থেকে যায়।।।।।


হা হা হা --- ভালোবাসা রইলো।।।

২২| ৩০ শে মে, ২০১৯ রাত ৩:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় পাঠান্তে গুনিজনদের মন্ততব্য প্রতি মন্তব্যেই বুঝা যাচ্ছে কবিতাটি ও চমৎকার হয়েছে।
কবিতাও যে একটি গল্প।

৩০ শে মে, ২০১৯ ভোর ৬:৪২

বলেছেন: আপনার টুকরো আদরমাখা মন্তব্য যেন মরুর বুকে একফালি সবুজের সমারোহ
আপনার আন্তরিকতায় মুগ্ধ হই বারেবারে।।।


গল্প কবিতায় ভালো থাকুন প্রিয় সুজন।।।
ভালোবাসা অবিরাম।।।


২৩| ৩০ শে মে, ২০১৯ রাত ৮:১০

হাবিব বলেছেন:




বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বারবার ছুটি
ছুঁয়ে দিতে স্বপ্নের পরি,
আবেগের বৃষ্টিতে ভিজে আঁখি দুটি
তোমাতেই ডুবে ডুবে মরি।

৩০ শে মে, ২০১৯ রাত ৯:২৬

বলেছেন: তোমাতেই ডুবে ডুবে মরি। --কোথায় আপনি

২৪| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:০১

রাকু হাসান বলেছেন:

অপ্রাপ্তিরা যখন জমায়েত হয় আমাদের সিন্দুকে তখন তো সুখের গায়ে হোল ফোটাবেই।বিমূর্থ অপ্রাপ্তিদের কি মুক্তি হয় আদৌ !! দারুণ কাব্যিক কবিতা । ইদের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের প্রতি । আশা করছি আপনি ভালো আছেন ।

০১ লা জুন, ২০১৯ রাত ৮:১৭

বলেছেন: আলহামদুলিল্লাহ!!!
ভালো আছি ভাই।।।

ঈদের শুভেচ্ছা নিলাম।।।।

তোমাকেও জানাই ঈদের শুভেচ্ছা।।।
শুভ কামনা নিরন্তর।।

২৫| ০১ লা জুন, ২০১৯ রাত ৮:৩২

জুন বলেছেন: অপুর্ব কাব্যে ১৪তম ভালোলাগা কবি।
+

০২ রা জুন, ২০১৯ রাত ১২:৫৪

বলেছেন: হা হা হা --
চৌদ্দতম ভালোলাগায় মনের চৌহদ্দির মধ্যে ভালোবাসাদিবসের সুখ এলো।।।।
আর সাথে,
ঈদের চাঁদ দেখা হলো ওগো প্রিয়ভাসিনী,,,

ঈদের শুভেচ্ছা।।।

২৬| ০৫ ই জুন, ২০১৯ রাত ১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:

০৫ ই জুন, ২০১৯ রাত ২:৪৬

বলেছেন: আজ, আত্মশুদ্ধির বড় প্রয়োজন,
এ ধরণী যে হায় মিছে আয়োজন।
মানুষের বেঁচে থাকার অবলম্বন হোক মানুষ,
শেষ হোক মানবাত্মায় আছে যত দানবীয় হিংসুক।

ভ্রাতৃত্বের বন্ধনে প্রতিদিন হোক আমাদের... ঈদ হে ঈশ্বর।।।।


ঈদের শুভেচ্ছা।।।

২৭| ০৮ ই জুন, ২০১৯ সকাল ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। কবিতার ভাল লাগা কিছু চরণঃ
* কিছু অভিমান গহীন অন্তরালে সুপ্ততাপ ছড়ায়
* স্মৃতির আহ্লাদে প্রলেপ পড়ে অজানা ভুলের ভাঁজে
* বিমূর্ত অপ্রাপ্তিরা চেয়ে থাকে মুক্তির অপেক্ষায়

কবিতায় প্লাস + +

০৮ ই জুন, ২০১৯ সকাল ৮:৪৩

বলেছেন: স্যার,
আপনার সবগুলো লেখাই পড়ি। সময় করে কিছু প্রিয় লেখকের ব্লগে টু মারি আর আপনি তেমনি একজন।
একটু আধটু লেখার চেষ্টা করি, আপনার এমন মায়াময় মন্তব্য ভালোলাগার আবেশে জড়িয়ে দিলো।
কয়েকটি লাইন আপনার ভালোলাগায় সার্থকতা খুঁজে পেলাম।।।
আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।।

২৮| ০৮ ই জুন, ২০১৯ সকাল ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা সংক্রামক। পাঠক-লেখক উভয়ের মনে আবার কবিতা জাগায়। মন্তব্য প্রতিমন্তব্যগুলোতে তাই অসংখ্য কবিতা/অনুকবিতা আত্মপ্রকাশ করেছে। সবগুলোই সুন্দর, তাই সবাইকে এবং মূল কবিকে অভিনন্দন!

০৮ ই জুন, ২০১৯ সকাল ৮:৪৫

বলেছেন: কবিতা সংক্রামক-- এমন উপলব্ধি কেবল গুণীজনকে মানায়।।

অভিবাদন গ্রহন করলাম সাথে সাথে আপনার মহত্ত্বে আলোকিত হলাম।। ভালো থাকুন সবসময়।।

২৯| ১৩ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৭

নীল আকাশ বলেছেন: অবিশ্রান্ত সময়ের স্রোতে সুখগুলি সব অতীত,
জাগ্রত সব দুঃখ গুলি বেদনা ব্যাখ্যাতীত।
অব্যক্ত স্বপ্ন গুলো প্রাণ খুলে হাসে না,
না পাওয়ার অভাব গুলি হয় না শব্দহীনা

কবিতা ভাল লেগেছে।
ধন্যবাদ।

১৩ ই জুন, ২০১৯ রাত ১০:৫৪

বলেছেন: Excellent!! Excellent!! excellent



অহ!! দারুণ ক'টি লাইন তো!!


অনেকদিন পর ব্লগে এলেন।।। আশাকরি সবকিছু ঠিক আছে।।।

ভালোবাসা অবিরাম।।।

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

ইসিয়াক বলেছেন: Failure is da pillars of success
Excellent.

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৬

বলেছেন: জানিনা কেন যে ভুল হয়ে যায় বারেবার
ফিরে চাই অতীত তোমায় অজানা ভুলের ভাঁজে
লুকিয়ে রাখা যত ব্যথা বেদনা হরতেনের তাস হয়ে তীব্র আঘাত করে
জীবন নাটক নৈতিক সংকটে হারজিত করে
জানিনা কেন যে ভুল হয়ে যায় বারেবার



আপনি আমার পুরাতন পোস্টে এসে আলোকিত করতে করতে বিমোহিত করে যান কেন বলুন বারবার।।

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০২

ইসিয়াক বলেছেন: কবিা পাঠে অনেক ভালো লাগা । আগে কেন পড়িনি তাই আফসোস ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০২

বলেছেন: জানিনা তবুও কেন ভুল করি বারেবারে।।।
চতুরতায় হেরে গিয়ে খুঁজি তবু লাভলোকসান
বুনো পথে ভবিষ্যত দেখে ফিনিক্সের সোনালীচুলোতে
লাভের আশায় সারাজীবন সামিল লাগামহীন ঘোড়দৌড়ে
জানিনা তবুও কেন ভুল করি বারেবারে।।।

অন্যকে দিয়ে জ্ঞান নিজের ভাগ্যে গড়ি ফাঁকা বুলি
রঙিন জগৎ,রঙিন স্বপ্নগুলো সাদা-কালোয় দেয় ফাঁকি ।
ঘুণেধরে আমার চিলেকোঠায়, ফাটল ধরেছে কপালে
তবুও ব্যস্ত চীনের প্রাচীর গড়ার প্রত্যাশা না নড়ে
জানিনা তবুও কেন ভুল করি বারেবারে..



আপনার জন্য কবিতা দিলাম।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.