নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য মানে যদি অসহায়ত্ব হয় আমি তবে অসহায় এক নিরবচ্ছিন্ন পথিক
রাত ১০ টা। রমনা পার্কের সামনে তখন জমজমাট পরিবেশ। কোনো সভা না কিন্তু। সেখানে কিছুক্ষন আগে একটা মেয়েকে গণধর্ষণের ফেলে দিয়ে যায় একটা ব্ল্যাক কার থেকে। শুনলাম মেয়েটা নাকি কিছুক্ষণ বেঁচে ছিল। কিন্তু কেও তার গায়ে হাত দেয়ার সাহস পায় নি। সবার মুখে এক কথা- “ পুলিশের কেস বাবা, হাত দেওয়া যাবে না। কি না কি আবার হয়ে যায়!” ঘটনা ঘটার ১০-১৫ মিনিট পর পুলিশ আসলো। দাঁতে তখনও টুথপিক। অর্থাৎ ভোজন কাজ শেষ করে আসলো তারা। শুনলাম মেয়েটা নাকি ৭-৮ মিনিট বেঁচে ছিল। অর্থাৎ একটু আগে আসলেই তাকে বাঁচানো যেত। একবারও কি ভেবেছিল তারা যে তাদের এক মিনিট দেরির কারণে চলে যেতে পারে একটা প্রাণ! ভাবে নি, ভাবলে এইভাবে তারা আসতে পারত না তারা। সাংবাদিকরা উপস্থিত। তারা ছবি তুলেই যাচ্ছে এক ধর্ষিত, অবলা নারীর। কি আর করার; পেশাটাই যে এরকম জঘন্য। সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে পুলিশের সে কমন উক্তি-“ তদন্ত কমিটি গঠন হবে। ৪৮ ঘন্টার মধ্যেই আমরা আসামিদের ধরতে পারব বলে আশাবাদী।” কিন্তু ৪৮ এর পাশে একটি দুটি করে শূণ্য বাড়তে থাকে, সমানুপাতিক হারে বাড়তে থাকে ধর্ষণের সংখ্যা; আর আসামি আটক হয় ব্যাস্তানুপাতিক হারে। সবাই পুলিশের কাছে বিচারপ্রার্থী। কিন্তু আমাদের এই প্রার্থনা ঠিক যেন পাঁচ তারকা হোটেলের সামনে এক ক্ষুধার্ত পথিকের এক মুঠো খাদ্যের সন্ধান। টাকা আছে তো সব আছে; নাইলে মুড়িও জুটবে না কপালে। সবাই বিক্রি হয়ে গেছে। শুধু বাদ আছে আমাদের মত আম জনতা যারা বিক্রয় এ বিশ্বাস করি না; বিশ্বাস করি নিঃস্বার্থক দান এ। টাকায় বিশ্বাস করি না, বিশ্বাস করি মানুষের ভালবাসায়। হায়রে যে আমাদের চোখে পর্দা দিয়ে দেয় যাতে খারাপ কিছু না চোখে পরে, আজ আমরা বাঙ্গালি তাদের কেই পর্দার আড়াল করে........................ আফসোস সেসব বাঙ্গালির জন্য। এতকিছুর পরেও কি বোস বাবুর মত বুকে হাত দিয়ে বলতে ইচ্ছা করে- “আমি বাঙ্গালি, আমি গর্বিত আমি বাঙ্গালি।”? কবিগুরু ঠিক-ই বলেছিলেন-
“সাত কোটি সান্ত্বনায় হে মুগ্ধ জননী
রেখেছ বাঙ্গালি করে মানুষ করনি.........”
২| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮
রাফি বিন শাহাদৎ বলেছেন: ধন্যবাদ ভাই :-)
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার লিখেছেন।