নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য মানে যদি অসহায়ত্ব হয় আমি তবে অসহায় এক নিরবচ্ছিন্ন পথিক
-কৃষ্ণকলি! হাতে তোর রাংগা চুড়ি!
কে দিয়েছে বল যে খুলি;
আমায় তবে কষ্ট দিলি!
-বলব না কো কে দিয়েছে;
আমায় সে যে আপন করেছে।
গাঢ় করে লালচে সিদুঁর
আমাকে সে পড়িয়ে দিয়েছে।
-হায়রে তবে সাহেব বাবু,
আমাকে তুই করলি কাবু!
নিজের কাছে টেনে নিবি,
কখন যে তুই ছুড়ে দিবি!
-কি যে বল দেবু দাদা‚
তোমার মত সে কি গাধা?
আগলে আমায় করবে যতন
ঠিক যেন এক রাণীর মতন।
-দেবু দাদা বলবি নাকো
নামটা আমি ভুলে যাব।
চলে যাব অনেক দূরে
এই জামানায় ঘুরে ঘুরে।
-থাক তুমি যেতে হবে;
বিলেত আমায় নিয়ে যাবে।
থাকব সেথা অনেক সুখে,
তোমায় দূরে ফেলে রেখে।
-আগে বললে কি হত!
সময় গুলো বেঁচে যেত।
-কত সময় নষ্ট করি
তোর পিছনে ঘুরি ঘুরি।
আর আমি ঘুরব নাকো
যেদিক খুশি সেদিক যাব।
কৃষ্ণকলি‚ কৃষ্ণকলি‚
আমায় তবে ভুলেই গেলি!
২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:১০
রাফি বিন শাহাদৎ বলেছেন: ধন্যবাদ @সাকিব ভাই
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৪
নাজমুস সাকিব রহমান বলেছেন: সুন্দর।