নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য মানে যদি অসহায়ত্ব হয় আমি তবে অসহায় এক নিরবচ্ছিন্ন পথিক
ছেলেরা লোক দেখানো কাজগুলো করতে পারে। যেমন শত কষ্টের পরেও ঠোঁটের ভাজে একটা সুন্দর হাসি। আসলে এটা তাদের অভ্যাসে পরিণত হয়। কিন্তু মেয়েরা তা পারে না। তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা ভাল নেই। আবার এই সুযোগটা ভাল ভাবেই কাজে লাগায় কয়েকজন। জন্ম নেয় অনেক মাইন্ডরিডার। তারা মেয়েদের পাশে দাঁড়ায়, সংগ দেয় তাদের; বেলাশেষে তারাই হয়ে ওঠে তাদের সাপোর্ট। কারণ এমন সময় যেকোনো সাজেশন মাথা পেতে গ্রহণ করে মেয়েরা। আসলে প্রেমে ব্যর্থতা থেকে মেয়েরা আত্মহত্যা করে না, করে একটা ভাল সাপোর্ট এর অভাবে। তাই তারা গর্ব করে বলে এসব মাইন্ডরিডার দের কথা। তারা সাপোর্টিভ, ফ্রেন্ডলি, বেষ্ট উইশার ইত্যাদি ইত্যাদি।
আর এদিকে পচে মরতে থাকে ছেলেরা। না পারে কাউকে বলতে, না পারে নিজেকে বোঝাতে। জিজ্ঞেস করলে বলে-"বেশ তো আছি। সিংগেল থাকতেই মজা বেশি। সব মেয়ের দিকেই তাকানো যায়।" কিন্তু বাস্তবে সে ভাল নেই। সত্যিই সে সব মেয়ের দিকে তাকায়। কিন্তু প্রত্যেকের মুখ সে একই রকম পায়।
বইয়ের পাতা সাক্ষী, ভাঙা কলমের নিব সাক্ষী, সাক্ষী রাতের প্রহরীরা, সাক্ষী মেডিসিন বক্স, সাক্ষী সার্জিকাল ব্লেড, সাক্ষী সেই লাইটারের আগুন, সাক্ষী সেই নিকোটিন। কি না করেছে, আর কি সে পেয়েছে! মদ, গাজা, বিড়ি, সিগারেট সব ধরেছে একসাথে; কেও কেও পাগল হয়ে যায় কেও কেও আবার নিজেকে হারিয়ে ফেলে। ইচ্ছা করে কথা বলতে থাকে হাজারটা মেয়ের সাথে।কিন্তু সেটা লোক দেখানো। তাই বেলাশেষে ছেলেরা পরিচয় পায় লুইচ্চা, লম্পট,স্বার্থপর হিসেবে আর মেয়েরা খুঁজে নেয় আরেক লম্পট, স্বার্থপর কে। এভাবেই প্রতিদিন গল্পের শুরু ও শেষ হয় কিছু স্বার্থপরের। "কারো পৌষ মাস কারো সর্বনাশ" কথাটা আসলেই আপেক্ষিক, খুব বেশিই আপেক্ষিক।
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
রাফি বিন শাহাদৎ বলেছেন: বিবাহিতাকে নিয়ে লেখার ক্ষেত্র কম :p
২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ! দারুন...
পোস্টের সাথে শতভাগ সহমত!!
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
রাফি বিন শাহাদৎ বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
ভাবুক কবি বলেছেন: আমার জগতে স্বাগতম ভাই
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১০
রাফি বিন শাহাদৎ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
ভাবুক কবি বলেছেন: সাক্ষী অনেককিছুই কিন্তু একা থাকাতেও কিন্তু বেদনা বিদ্যমান আছে। যাইহোক অবিবাহিতদের নিয়ে লেখা।
আমাদের জগতেও স্বাগতম