নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘড়ির টিকটিক শব্দে হাত চেপে ধরা মেয়েটা আর ভুতের ভয় পায় না।

রাফি বিন শাহাদৎ

সাহিত্য মানে যদি অসহায়ত্ব হয় আমি তবে অসহায় এক নিরবচ্ছিন্ন পথিক

রাফি বিন শাহাদৎ › বিস্তারিত পোস্টঃ

তারপর❤

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

-গিটার কাধে নিয়ে সারাদেশ ঘুরবো। বাসের ছাদে বসে গান বাজাব। পাখিরা সুর দিবে, অন্তরায় আমি। বের হব কোন এক ফাগুনের সকালে। হালকা বাতাস এসে লাগবে গায়ে। কাঁপব না শিউরে উঠব। কোন ফোন থাকবে না; থাকবে না কোন ফেসবুক অথবা ইন্সটা। যা জমানো ছিল সব শেষে পাঁচশো টাকা রাখব; একটা শাড়ি, একটা কাঠের আংটি আর এক গুচ্ছ গোলাপ কেনার জন্য। সব নিয়ে ফিরে এসে দেখব তুই বিয়ের মঞ্চে বসেছিস। তারপর কি হবে জানিস?
- তখনও বর আসে নি। তোকে দেখে চেয়ার থেকে দাঁড়াব। হাতটা ধরে তোর জন্য বানানো পুথির আন্টি টা তোকে পড়ায়ে দিব। হুজুর ডেকে জোর করে তোকে দিয়ে তিন কবুল বলাব। তারপর তোর হাত ধরে চলে যাব। এবার আমার জমানোটা দিয়ে আবার দেশ ঘুরব। এবার সুর পাখি দিবে না, আমি দিব। আর অন্তরায় তুই। তারপর কি হবে জানিস?
- গান শেষ হবে। তারপর পত্রগুলো বের করব। সেসব তো আমি ব্যাগে নিয়েই ঘুরি। রুদ্র যেমন পত্রগুলো সাজিয়ে রেখেছিল, আমিও তেমন রেখেছি। আমি ধীরে ধীরে সেগুলো পড়ব। তুই কিছু হাসবি কিছু কাঁদবি। তুই তো বিয়ের সাজে সাজবি না তাইনা?
- একদম না।
- তাহলে তোর কাজল দিয়ে চোখ মেখে যাবে। দিনের বেলাতে তোকে ভয়ংকর সুন্দর লাগবে। তারপর কি হবে জানিস?
- লোকে তাকিয়ে থাকবে। বাস চলছে। ছাদে দুইজন বসে আছি। মানুষ কি ভাবল না ভাবল সেসব এতক্ষণ ধরে উপেক্ষা করেছি। আর কিছুক্ষণ। আমার জমানো শেষ হলেই ফিরে যাব আবার বাবা মার আশির্বাদের বৃথা চেষ্টার জন্য। রাজি তো?
- হুম রাজি। কিন্তু আমাকে কেও আটকে দিবে সব থেকে।
- কে?
- আমি; শুধুই আমি। তারপর কি হবে জানিস?
- আমি ছেড়ে যাব না তবুও। আমাদের ছোট্ট একটা ঘর থাকবে..……….............................................................
.........................
*** এভাবেই চলতে থাকে তারপরের গল্পগুলো। একদিন অনুগল্পগুলো বড় হবে। আর উপন্যাস হবে তার হাত ধরে।।।।।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

রাজীব নুর বলেছেন: চ্যাড়া বয়সে আমিও সারাদিন গিটার নিয়ে থাকতাম।
বাস্তব দুনিয়ায় এসে বুঝতে পেরেছি আবেগের দাম নাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

রাফি বিন শাহাদৎ বলেছেন: ঠিক। বড় হচ্ছি আর আবেগ কমতেছে

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২

কালীদাস বলেছেন: লেখাটা চমৎকার। খুবই সুন্দর! স্টার্টিং-এর ড্যাম কেয়ার লাইন দুইটা আমার কাছে আজকের পড়া সেরা স্টার্টিং স্টেটমেন্ট:

-গীটার কাঁধে নিয়ে সারাদেশ ঘুরব। বাসের ছাদে বসে গান বাজাব ...

অসাধারণ রাফি। কিপ ইট আপ :)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

রাফি বিন শাহাদৎ বলেছেন: ধন্যবাদ ভাই ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.