নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘড়ির টিকটিক শব্দে হাত চেপে ধরা মেয়েটা আর ভুতের ভয় পায় না।

রাফি বিন শাহাদৎ

সাহিত্য মানে যদি অসহায়ত্ব হয় আমি তবে অসহায় এক নিরবচ্ছিন্ন পথিক

রাফি বিন শাহাদৎ › বিস্তারিত পোস্টঃ

ভয় পেয়েছেন!!!

৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৯

হঠাৎ মেয়ের ঘরে খটখট শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল রহমান সাহেবের। ভেবেছিলেন শব্দটা থেমে যাবে, কিন্তু সেটা ধীরে ধীরে বাড়ছে। কিছুটা বিরক্ত হয়ে মেয়ের ঘরের দিকে যাওয়া শুরু করলেন তিনি। দরজা খানিকটা চাপানো, পুরাটা খুলতেই কাঠের দরজার ক্যাচক্যাচ শব্দে চারপাশের নীরবতার অবসান হল। ঝড়ো বাতাসে জানালার পর্দা উড়ছে, থেমে থেমে বজ্রপাতের আলোতে সবকিছু আবছা দেখা যাচ্ছে । লাইট জ্বালাতে গিয়ে তার মনে পড়ল টং এর দোকানের পিচ্চিটার কথা। তুমুল ঝড়ে ইলেক্ট্রিক পোলটা পড়ে যায় দোকানের ঠিক মাঝ বরাবর। দোকানের সাথে পিচ্চিটার সারা শরীর থেতলে গেছে। অনেক কষ্টে লাশটা বের করতে হয়েছে পোলের নিচে থেকে।

ধীর পায়ে মেয়ের বিছানার কাছে গেলেন রহমান সাহেব। বজ্রপাতের হালকা আলোতে খেয়াল করে দেখলেন মেয়েটা কাঁপছে। তিনি মাথায় হাত দিয়ে বললেন-"কি হয়েছে মা?"
ভয়ার্ত স্বরে মেয়ে উত্তর দিল-"বাবা, খাটের নিচে যেন কি! আমার খুব ভয় করছে।"

মাথা নিচু করে খাটের নিচে দেখার চেষ্টা করলেন তিনি। ঘুটঘুটে অন্ধকারে কিছুই বোঝা গেল না। হঠাৎ তার কাধে কেও একজন হাত দিল। তিনি মাথা ঘুরিয়ে দেখলেন তার স্ত্রী দাঁড়িয়ে আছেন। বিরক্তির স্বরে তিনি বললেন-"এত রাতে কি হল তোমাদের?"

রহমান সাহেব উত্তর দিলেন-"মেয়েটা খাটের নিচে কিছু একটা দেখেছে। তুমি একটু মেয়ের কাছে দাঁড়াও, আমি টর্চলাইট নিয়ে আসি।"

নিজের ঘরের দিকে হাঁটা দিলেন রহমান সাহেব। টর্চলাইট খুঁজে না পেয়ে মোমবাতি জ্বালালেন তিনি। মেয়ের ঘরের দিকে হাটা শুরু করতেই তার মনে হল স্ত্রী-সন্তান কেওই তো নেই বাসায়, তাহলে পাশের রুমে কাদের সাথে কথা বললেন তিনি! হাত পা কাঁপতে লাগল তার। তিনি টের পেলেন কেও একজন এগিয়ে আসছে তার দিকে। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাতেই দেখলেন, তার স্ত্রী-মেয়ে দুইজনই আঙুল দিয়ে বিছানার দিকে কি যেন দেখাচ্ছে। কেও একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়। আর কোনো উপায় না পেয়ে বিছানার কাছে গিয়ে আস্তে করে চাদরটা তুললেন তিনি।
সাদা পাঞ্জাবীতে নিজের লাশ দেখতে পেলেন রহমান সাহেব। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তার। হুট করে লাশটা চোখ খুলে হাসতে হাসতে বলল-"ভয় পেয়েছেন!!!"

রহমান সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি লাফ দিয়ে বিছানা থেকে উঠলেন। সারা শরীর ভিজে গেছে তার। পাশে থেকে স্ত্রী জিজ্ঞেস করলেন-"কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছ?"
উত্তরে তিনি "হ্যাঁ" বলে বাথরুমের দিকে চলে গেলেন। বেসিনে মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই তার মনে হল সে তো বাসায় একা!

বাথরুমের দরজায় ঠকঠক শব্দ। তার স্ত্রীর কণ্ঠে কেও বলছে-"ভয় পেয়েছেন!!!" তারপর একটা অট্টহাসি!!

মন্তব্য ৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ২:৩৭

শায়মা বলেছেন: ভূত?

২| ৩১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বপ্নেই তবে কি স্বপ্ন ভঙ্গ হয়েছে।

৩| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১১

রানার ব্লগ বলেছেন: নথর গোলাগাল ভুত নাই ? সব দেখছি হাড্ডিসার !!!

৪| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১২

:) :) :) :) :) বলেছেন: হরর গল্পে নতুন কিছু পাইতেছি না। এই গুলি অনেক পুরান কাহিনী।

৫| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.