নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে অনেক কষ্ট হয় ...

খন্দ.লিমন

চিন্তা গুলোকে বাস্তবে পরিনত করতে চাই ...

খন্দ.লিমন › বিস্তারিত পোস্টঃ

বাংলালায়ন সম্পর্কে জানতে চাই...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩০

আমি বিটিসিএল এর লাইন ১বছর ধরে চালাচ্ছি । এখন লাইনে সমস্যা দেখা দিয়েছে । বারবার লাইন ডিসকানেক্ট হয়ে যায় এখন । তাদের বলেও কোনো লাভ হয়নি । এখন আমি বাংলালায়ন সম্পর্কে জানতে চাচ্ছি । এদের লাইন কি ডিসকানেক্ট হয় না? আর লাইন কি রকম ? লাইন আপ-ডাউন কেমন হয় ? আপলোড আর ব্রাউজিং কেমন স্পিড পাওয়া যাবে ?



যারা বাংলালায়ন চালান প্লিজ তারা একটু রিভিউ দিয়ে যাবেন ।



ধন্যবাদ !

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪১

মিজভী বাপ্পা বলেছেন: এলাকাভেদে স্পিড নির্ভর করে।আপনি কোথায় থাকেন???

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৩

খন্দ.লিমন বলেছেন: আমি লালবাগ থাকি । আমার বাসার দিকে লাইন আছে । এবং কাস্টমার কেয়ারও আমার বাসার কাছে । লাইন কি আপ- ডাউন করে অনেক ? আর স্পিড কি ০ হয়ে যায় মাঝে মাঝে ?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪২

আসিফ নেওয়াজ বলেছেন: আমি বা.লায়ন প্রায় ৮ মাস ধরে চালাচ্ছি। ৫১২ কি/সে স্পিডে। ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করলে সেইরকম স্পিড পাওয়া যায়। আপলোড মোটামুটি ভাল। আর ডিসকানেক্ট হয় না।
তবে এর সবটাই পাওয়া যাবে যদি আপনার এলাকায় বা.লায়ন এর কভারেজ থাকে। ভাল হয় যদি আপনি কারো মডেম এনে চেক করে দেখেন। কভারেজ চেক করার জন্য আপনি মডেমটি চালু করে বাম দিকে কর্ণারে দেখবেন সি.আই.এন.আর দেখাচ্ছে। এটি যদি ১০ এর উপরে থাকে তাহলেই বুঝবেন আপনার এলাকায় এটির কভারেজ আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৫

খন্দ.লিমন বলেছেন: ধন্যবাদ । আপনার বুদ্ধিটা পছন্দ হইছে :) . দেখি খোজ লাগাই কার বা.লায়ন আছে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৯

খন্দ.লিমন বলেছেন: আমার এক বন্ধুরটা নিয়ে এসে চেক করলাম সিগন্যাল ৫/৬ থাকে মাঝে মাঝে - এও চলে যায় :(

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৩

টিনটিন` বলেছেন: আমি ৫১২'র ২৫ গিগি ইউজ করি খুলনাতে। আপডাউন হয় ভালই। আমার ডালো স্পীড পাওয়ার কথা ৬৪। সেখানে ৩৫ ও নেমে যায় আবার ৭০ পর্যন্ত উঠে। ঢাকাতেও ইউজ করেছি, সেইম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

খন্দ.লিমন বলেছেন: আমার ডাউনলোড দরকার নাই । আমি আপলোড + ব্রাউজিং ভাল পাইলেই খুশি । সার্ভার এ আপলোড করতে অনেক ঝামেলা হয় । স্পিডটা একটানা থাকলে সমস্যা কম হয় ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৮

খন্দ.লিমন বলেছেন: মোট কথা ০ না হইলেই হয় ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৫

লিন্‌কিন পার্ক বলেছেন: আমি বছরখানিক যাবত বাংলালায়ন এর পোস্টপেড চালায়।

সার্ভিস ভালই দেয় । অন্য ওয়াইমেক্স এর থেকে বাংলালায়নই বেটার।

স্পীড ভালই পাইবেন। আর একবার কানেক্ট হইলে ডিসকানেক্ট সাধারণত হয় না ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

খন্দ.লিমন বলেছেন: কেন কানেক্ট করতে কি অনেক ঝামেলা ?

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৫

টিনটিন` বলেছেন: ডিসকানেক্ট হয়না বললেই চলে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

খন্দ.লিমন বলেছেন: স্পিড তাহলে ০ হয় না ? তথ্যটার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৫

রুদ্রাক্ষী বলেছেন: ভাই আমি আগে কিউবি চালাতাম।বারবার ডিসকানেক্ট হত।স্পিড ও তেমন মনে হতনা যদিও সেটা ১ এমবিপিএস ছিল।তারপর নিলাম বাংলালিয়ন ওয়াইম্যাক্স।এক কথায় অসাধারণ।১ এমবিপিএস ১ গিগা ৩০০ টাকা।দারুণ স্পীড।খরচ ও কিউবি থেকে কম(৪০০/১গিগা/১এমবিপিএস)

তাই বাংলালায়ন রকস্ :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫২

খন্দ.লিমন বলেছেন: ধন্যবাদ । আপনাদের ভরসা পাইলে কিনে ফেলব । কারন নেট নিয়ে অনেক ঝামেলা করলাম । ১ বছর আগে বিটিসিএল নিছিলাম । খুব ভালো চলছে । এখন সমস্যা শুরু হইছে । সরকারি লাইন বুঝেনই অবস্থা । কিছু বলেও লাভ নাই :( । নাইলে লাইন্টা আমার অনেক ভালো লাগছে ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৫

আলামিনস্টাইন বলেছেন: প্রথম যখন নিয়ে ছিলাম তখন বেশ খুশি ছিলাম। সবার কাছেই এর সুনাম করেছি(কাস্টমার সার্ভিস বাদে)।

তিন তালায় বাসা নেওয়ার পর থেকেই শুরু হলো কাহিনী। এখন সিগন্যালের অবস্থা বড়ই খারাপ। আবার সব সময় কানেক্টও হতে চায় না। বড়ই বাজে অবস্থা। কাজকর্ম করতে পারি না।

যাই হোক আপনার সিগন্যাল যদি ভাল পান তবেই বাংলা বিলাই নিতে পারেন। আগে একটু পরিক্ষা করে নিন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৪

খন্দ.লিমন বলেছেন: হুম । এটাই সমস্যা । লাইন নিয়ে কিছুদিন পর ঝামেলা হলেই খুব কষ্ট লাগে :( . অবশ্যই চেক করেই নিব ।

ধন্যবাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১০

খন্দ.লিমন বলেছেন: আমার এক বন্ধুরটা নিয়ে এসে চেক করলাম সিগন্যাল ৫/৬ থাকে মাঝে মাঝে - এও চলে যায় :(

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: বাংলালায়ন একটি উৎকৃষ্ট সংযোগসিদ্ধ অন্তর্জাল বিশেষ।! ইহা দুনিয়াকে হাতের মুষ্ঠিতে আনিতে সাহায্য করিয়া থাকে! এর অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ (বাংলা+লায়ন)! তদুপরি ইহা বাংলা স্বভাবে কাজ করিয়া থাকে!

বিশ্বাস না অহলে কিন্যা দেহেন.... আর কইতে পারুম না...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

খন্দ.লিমন বলেছেন: :( :( :((

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৪

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: হ লন বাংলা লায়ন ভাল কিউবি থেইকা। আমি ৫১২ পোস্ট চালাই গড়ে ৬৪ পাইতাসি ডিস্কানেক্ট হয়না। ইউএসবি মডেম তো একটু নাড়া টারা লাগলে দেখা যায় ডিস্কানেক্ট হয়া যায় তাই তার দিয়া ইউজ কর্বেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৬

খন্দ.লিমন বলেছেন: তার মানে এক্সট্রা ইউএসবিতার ?

ধন্যবাদ

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৭

মিজভী বাপ্পা বলেছেন: কিনার আগে বিলাইয়ের বিটিএস কোথায় সেটা জেনে নিবেন।কারণ বিটিএস যদি আপনার আশে পাশে থাকে তাহলে তেমন ভাল স্পিড পাবেন না,ওর সিগন্যাল ০-৫ উঠবে।বিটিএস থেকে মিনিমাম কত মিঃ দূরে থাকলে যেন ভাল কভারেজ দেয়(আমাকে বলেছিল,ভুলে গেছি)।
আর এলাকায় বেশী ইউজার হলে স্পিড এর ফ্ল্যাক্সুয়েশন থাকতে পারে।যদি একটি বিটিএসের আওতায় থাকেন,তাহলে সমস্যায় পরতে হবে।আর একাধিক থাকলে আপনার ভাল।আর হ্যাঁ,বৃষ্টির দিন বেশীর ভাগ মডেমের স্পিড ফ্ল্যাক্সুয়েশন বেশী করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৯

খন্দ.লিমন বলেছেন: ধন্যবাদ ভাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮

খন্দ.লিমন বলেছেন: আমার এক বন্ধুরটা নিয়ে এসে চেক করলাম সিগন্যাল ৫/৬ থাকে মাঝে মাঝে - এও চলে যায় :(

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১১

ইকরাহি বলেছেন: Banglalion rocks :-D

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৪

পৈতাল বলেছেন: বিটিসিএল এর লাইনে রমনা এক্স এই সমস্যাটা ছিলো বাট এক্স কাজ করার পর আজ থেকে লাইন ফাটাফাটি।আপনার চকবাজার এক্স দুইএকদিনে ভিতরে কাজ শেষ হলে আশাকরি বিটিসিএল এর লাইন পরিবর্তন করতে হবেনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫১

খন্দ.লিমন বলেছেন: আমারটাতো নিলক্ষেত এক্স । আপনি সিউর যে তারা কাজ করতেছে ? আমি বলার পরত তারা কিছুই বলে নাই ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.