নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল লিখতে পারি না । আমি পিজজা বানাতাম বিদেশে।আর সমাজ এর কিছু কাজ করতে চাই।

লিংকন হক

আমি প্রভাসি।

লিংকন হক › বিস্তারিত পোস্টঃ

দালাল মহোদয়ের টাকার থলে ।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৭

কতিপয় বর ভাই জান দের টাকার থলে অনেক বড় হয়ে গেল । বইতে আর পারছেনা তাই অন্ধের মত আঙুলে থুতু লাগিয়ে
টাকা গুণছে । তিন লক্ষ না চার লক্ষ মাথা পিছু । প্রফেশন ভিশা । আজ সন্ধায় কুয়ালালাম পুর থাকে । পরিচিত জন ফোনালাপে অনেক
দুক্ষ করে বলে ছিল । কন্ছট্রাকসন জোগালির কাজ করি কাজ শেষে বাসায় যাচ্ছি । একটা ব্রীজের পাশ কেটে যেতে হয় । এমনিতেই অনেক
ক্লান্ত ছিলাম তারপরও পেছন থেকে শুনতে পেলাম । ভাই একটু খারান পিছু তাকিয়ে দেখি একটি লোক দৌড়িয়ে আসছে । ডাক সুনে বুজেছি
বাংঙ্গালী ভই আমিও একটু আগালাম কাছে আসতেই পাচেপে ধরে ভাই আমাকে একটু খেতে দিন । আমি নিজেও বেশি পয়সা পাই নাই
কিছু পয়সা দিলাম আর খেতে নিয়ে গেলাম । জানতে চাই কাজ নাই কেন? দালাল মহাসয় প্রফেশন ভিশায় পাঠিয়েছে । কাজ নই ভাষা
বুঝিনা কি করব। নিজের দুক্ষ হয়েছে অথচ ওখানেই রেখে আসতে হয়েছে । তাই আমি উর্ধতন কর্ম কর্তার নিকট আবেধন মালয়েশিয়ায়
নজর দিন । শুনতে পাবেন আর্তনাদ ।
ধন্যবাদ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.