নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল লিখতে পারি না । আমি পিজজা বানাতাম বিদেশে।আর সমাজ এর কিছু কাজ করতে চাই।

লিংকন হক

আমি প্রভাসি।

লিংকন হক › বিস্তারিত পোস্টঃ

কাগজের ফুলগুলোতে রং আাছে কিন্তু গন্ধ নেই।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৯

দুই দুটু মানুষ দেখায় যেন আস্ত পোষাক পরি হীত মানব। আশলে ছিল প্রতারক।বাসার পাসেই ছোট ফ্রিজ সারাবার
দোকান ।দুপুর প্রায় বারটার মত বাজে দুই জন লোক দোকানে আসেন। দোকানের মালিক নিজেই বসে ছিলেন দোকানে ।দুজনেই তাকে
প্রথমেই বলেন আপনার টিন রেজিষ্টার করা আছে । আথচ দোকান মালিকের টিন সন্পর্কে ধারনাই নেই ।জবাবে বলেন আমারতো এটা
করা নাই ।তখনই আইডি কার্ড চাইল মালিক অস্বিকার করল আমি এখন এটা করবনা ।আমি দুই তিন দিনের মধ্যে করে নেব ।মানছেননা
তার পর উনাকে ভয় দেখাতে লাগল এখন যদি না করা হয় তবে তার দোকান বন্দ করে দেওয়া হবে।তখন মালিক একবার ভেবে নিল করে
নেবে।কিছু ফর্ম বের করে বলেন ১০০০টাকা দিন ফর্মের মুল্য।মালিক টাকা দিতে পারবেনা বলাতে ।ঝাড়িও সোনতে হয়েছে এবং দোকান
তালাবধ্ব করে দেওয়া হবে ।আমার মনে হয় আয়কর অফিশের কর্ম কর্তাই নয়। তাই কাগজের ফুলের মতই পরিচয়ে রং আছে কিন্তু আয়কর কর্ম কর্তাই নয় তাই তাদের গন্দও নেই।তার মানেও এটাই প্রতারক ছিলেন।
ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২৪

ডঃ এম এ আলী বলেছেন: একটা ভাল কিছু বোঝাতে চেয়েছিলেন
তাতে সন্দেহ নেই । তবে বেশ
কিছু জায়গায় বানানটা
একটু দেখে নিলে
মনে হয় ভাল
হয় ।
শুভেচ্ছা রইল ।

২| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৫

লিংকন হক বলেছেন: দুক্ষিত আামি ভাল বাংলা লিখতে পারি না তার পরও চেষ্টা করছি ।বলে দেওয়ার জন্য ধন্যবাদ।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

লিংকন হক বলেছেন: [link||view this link]

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

লিংকন হক বলেছেন: Lincon

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.