![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হল নীরবতার বিরুদ্ধে যুদ্ধ
আপনাদের কাছে আর্জি, মনোযোগ দিয়ে বিষয়টা পড়বেন।
হেফাজতে ইসলাম ও জামাত শিবির থেকে একটা লিস্ট করা হয়েছে। বিএনপির কার্যালয়ে "উচ্চ মহলের" তদারকির পরে তা অনুমোদিত হয়েছে। কিছু মানুষের উপরে আজ মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। তাদের জীবন সংকটে। গুপ্ত হত্যার অফিশিয়াল নির্দেশ এসেছে এদের বিরুদ্ধে। জাশি-হেফাজত-বিএনপির ৩০০ সদস্যের কিলিং স্কোয়াড পৌঁছে গেছে দেশের আনাচে কানাচে। অপেক্ষা শুধু রক্তের বন্যার। বিএনপি-জামাত শিবির-হেফাজত বিরোধী ব্লগারদের করা হবে গণহত্যার মুখোমুখি।
তালিকার শুরুতে আছেন-
[১] অমি পিয়াল ---
আওয়ামীলীগ এর দালালি, মুক্তিযুদ্ধের পক্ষে ব্লগিং এবং জামাত শিবিরকে ধুয়ে দেওয়ার কারনে
[২] আরিফ জেবতিক ---
শাহবাগ নিয়ে মাতামাতি করার কারনে
[৩] ইমরান এইচ সরকার ---
হেফাজতি ছালদের বিরুদ্ধে টিটকারি করা এবং গণজাগরণ মঞ্চ তৈরির কারনে
[৪] সবাক পাখী ---
চাকরীর পাশাপাশি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারনে
[৫] থাবা বাবা---
এর উপরে আমাদের খায়েশ এখনও যায় নাই এই কারনে
[৬] লোনলিফাইটার/বেঈমান আমি ---
বিভিন্ন সময়ে জামাতিদের কাঁদানোর কারনে
এরপর আছেন----> ডাক্তার আইজু, সিডাটিভ হিপ্নোটিক্স, বাঁধন স্বপ্নকথক, মহামান্য কহেন, মামুন বিল্লাহ, নাহোল, রামু, সাকিন উল আলম ইভান, দিকভ্রান্ত পথিক, দায়িত্ববান নাগরিক, জেনারেশন সুপারস্টার, সঠিক উচ্ছাস, হাসান মাহবুব, নিয়েল হিমু, ঘুড্ডির পাইলট, লিনকিন পার্ক, এলভিস প্রিসলি, মার্ক জাকারবারগ, দেলু দেইল্লা, পাইলে খাই, থাবড়ায় মাইরালাম, অশ্ব ডিম্ব, বারাক ওবামা, রাজীব গান্ধী, নেলসন ম্যন্ডেলা, উসাইন বোল্ট এবং ড. মুহাম্মদ ইউনুস।
নারী ব্লগার কিংবা ফেসবুকারদের ভেতরে আছেন----> ফড়িং ক্যামেলিয়া, শরমি আমিন, কেষা, জেনিফার লোপেজ, মারিয়া শারাপোভা। এদের লিস্টে আসার কারন এরা বিভিন্ন সময়ে পিটানি দিয়ে তাদেরকে কাঁদিয়ে ছেড়েছে।
এই লিস্টটা নাকি খুব রিসেন্ট, মানে ১ কি ২ দিনের ভেতরে তৈরি করে নব্য রাজাকাররা খুনিদের হাতে দিয়েছে। মিলটা ধরতে পাচ্ছেন কি? ১৯৭১ এ ঠিক এভাবেই রাজাকার ভাইয়েরা লিস্ট করে আমাদের পাকিস্তান আর্মির হাতে দিতো! আমাকে যিনি দিয়েছেন তাকে বলেছি এই লিস্টের কোন পেপার কপি আছে কিনা বিএনপির সীল ছাপ্পড় মারা। তাহলে বিশ্বাসযোগ্য বেশী হবে। উনি বলসেন - সেটা সম্ভব হয় নাই, তবে লিস্টটা সত্য।
যত তাড়াতাড়ি সম্ভব এটা অনলাইনে সবাইকে পাবলিকলি জানালে লিস্ট ব্লগার কিংবা ফেসবুকারদের জন্য নিরাপদ হবে। এই লিস্টে যারা আছেন তাদের ভেতরে আপনি থাকলে জেনে নিন, জানিয়ে দিন। যিনি লিস্টটা পাঠিয়েছেন তিনি নিজেও বিএনপি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কানেক্টেড। সেভাবেই পেয়েছেন এটা...
[পোষ্টটি বেশি বেশি শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন]
©somewhere in net ltd.