নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

কবি ও কবিতা

২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৪

রুদ্রের তসলিমা ছিল

অর্ণবের শাহানা

তবে যে কবির কেউ নেই

সেকি কবিতা লিখবে না?

সে গায়ক গাইবে না আর কোন গান!!!

যে সর্বস্ব হারিয়ে কবি

যে খেটে খায়

যে কাটখোট্টা বাস্তবতার বাসিন্দা

সেকি হারিয়ে ফেলেছে সে অধিকার

অর্জন করার আগেই?

পৃথিবীর এই আভিজাত্য

উন্নাসিকতা মই কেড়ে নিয়েছে তার

কবিতাবৃক্ষে তুলে দিয়ে

ডালে ডালে সে করছে ভ্রমণ

কবিতা সেতো পাতায় পাতায়

শিরায় শিরায়

কি অসহায় সে কবি

কবিতার সন্ধান সে পায় না

পায় না প্রেয়সীর সন্ধান।

অন্যমাত্রার কোন জগতে

তার আইঢাই করে প্রাণ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪২

শায়মা বলেছেন: তাড়াতাড়ি প্রেয়সীর সন্ধান পাও আর আরও কাব্য লেখো ভাইয়া! :)

২৩ শে মার্চ, ২০১৯ রাত ২:৪৮

লিসানুল হাঁসান বলেছেন: চাইলেই কি আর প্রেয়সীর সন্ধান পাওয়া যায়! মাঝে মাঝে মনে হয় জীবনটা কোন এক রোমান্টিক কমেডি মুভি হলে মন্দ হত না

২| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৭

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, চমৎকার হয়েছে ভাই...

৩| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৫

বিবেকহীন জ্ঞানি বলেছেন: প্রেয়সির সন্ধান না পেলেও কবিতার সন্ধান পেয়ে গেছেন।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ২:৪৯

লিসানুল হাঁসান বলেছেন: প্রেয়সী ও কবিতা দুটোরই সন্ধান চলছে।

৪| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ২:৪৯

লিসানুল হাঁসান বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ কবি হয় তার সর্বস্ব হারিয়েই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.