নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

তুমি কি জানো ?

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৩:০৭

তুমি কি জানো তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয়?
ছুটে যেতে ইচ্ছে করে পতঙ্গের মত
তীব্র বেগে যেমনটা তারা যায় আগুনের পানে
তুমি কি জানো না পাওয়া দুঃখগুলো আমার গলায় দলাপাকিয়ে উঠে
মাঝরাতের একাকীত্বে
তুমি কি জানো আমি কেন আদিম নেশায় চুর হয়ে ঘুমুতে যাই?
কেন নিজেকে এতটা করি ঘৃণা
বুকের ভেতর পুষে রাখি সুতীব্র বাসনা।
তুমি কি জানো আমি আমার মত হতে চাই নি?
ভুল মানুষকে ভালবাসতে চাই নি
ভুল পৃথিবীতে জন্মাতে চাই নি
তুমি কি জানো আমি বাঁচতে চাই?
তুমি কি জানো আমি কারো হাত ধরতে চাই,
পুড়ে মরতে চাই না কামনার আগুনে?
মুছে দিতে চাই আমার গানের ডাইরিতে
' পৃথিবীর কেউ ভালতো বাসে না,
এ পৃথিবী ভালবাসিতে জানেনা' লাইনদুটো।
তুমি কি জানো আমি শুধু একজন মানুষ চাই
রক্ত-মাংস ,স্বেদ-ক্লেদে ভরা অপবিত্র মানুষ।
তুমি কি জানো বেঁচে থাকতে আমার খুব কষ্ট হয়
আমার ঘুমুতে খুব কষ্ট হয়
অই অবয়বটা স্মৃতি থেকে মুছে ফেলতে খুব কষ্ট হয়।
প্লেটোনিক প্রেমে আমার খুব কষ্ট হয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৩:১৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বাহ্! বেশ লাগলো। আবেগটা গাঢ় আর বাস্তব। দুইটা বানান একটু দেখবেনঃ ঘুমুতে--ঘুমোতে, অই--ওই। অনেক শুভ কামনা।

২| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: একসাথে দুইটা কবিতা পোষ্ট করেছেন।
সহজ সরল সুন্দর কবিতা।
আমার প্রথম পাতায় একটা পোষ্ট থাকলে আমি আরেকটা পোষ্ট দেই না। প্রথম পাতা থেকে আমার লেখা সরে গেলে, তখন আমি আরেকটা পোষ্ট দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.