নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

একটু মানুষ হয়ে মরতে দিও

২৯ শে মার্চ, ২০১৯ রাত ২:০৬


একটা অশ্রু মোছার রুমাল দিও
গোসল দেয়ার জল দিও
দাফন করার কাফন দিও
গোলাপজল আর লোবান দিও
একটু চন্দনের সুবাস দিও
পোড়ার ক্ষতয় বাতাস দিও
বুকের মাঝে টেনে নিও
সঞ্জীবনী মলম দিও
একটা ব্যথা কমার বড়ি দিও
খুশি কেনার কড়িও দিও
বৃদ্ধ হাতে ছড়ি দিও
একটু অশ্রু মোছার সময় দিও
দুঃখ ভুলে যেতে দিও
তবেই নতুন দুঃখ দিও
একটু শেষ বিদায়ের সময় দিও
মরার পরে কবর দিও
লাশটাকে পৌঁছে দিও
একটু প্রিয়জনের খবর নিও
শূন্যতাটুক ভরে দিও
ছোটনটাকে আদর দিও
একটু মায়ের ওষুধ এনে দিও
ভাইয়ের দাবি মেনে নিও
রাগ-অনুরাগ জেনে নিও
একটু সন্ধ্যে বেলায় আলো দিও
ঝড়বাদলে ছায়া দিও
একটু কথা বলার ভাষা দিও
ঘোর বিপদে আশা দিও
দীনহীনে ক্ষমা দিও
একটু মানুষ হয়ে মরতে দিও



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ ভোর ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


মরে যাওয়ার পর মানুষ হলে, আরেকটু ভালো হতো, মনে হয়; ভেবে দেখেন!

২| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০০

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর অসিয়ত..

আপনার কামনা পূর্ণ হোক।

৩| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৮

হাবিব বলেছেন: সব শেষে ঈমান নিয়ে যেতে যেন পারি এটাই কামনা

৪| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: তিন নম্বর মন্তব্যে হাবিব ভাইয়ের সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.