নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

মুখোশ

০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১:২০

মুখোশ পড়ে থাকার মানে বোঝ?
তোমরা যে ভাই আমার মাঝে ভাল মানুষ খোঁজ
মন্দ ভালোর দ্বন্দ্ব সদাই চলছে আমার ভেতর
আসল আমায় পাই না খুঁজে
এই দুঃখেই কাতর
আমি শুধুই লড়াই করি
ছড়াই ভালবাসা
আমায় নিয়ে চতুর্দিকে হরেক রকম আশা
আমারোতো চাওয়া পাওয়ার
হিসেব নিকেশ আছে
সেই হিসেবের খেরোখাতা
খুলব কারো কাছে
সেই ভরসা পাই না কভু
এ বুক ভরা দুঃখ তবু
কান্না লুকাই ভানে
সবার সাথে গলা মিলাই জীবন কোরাস গানে
যে গান গাওয়ার ইচ্ছে কভু ছিলনা তো মনে
খাঁচায় তুলি সুরলহরি আসল নিবাস বনে
যেটুক দুঃখে বুকের খাঁচায় জমে হাহাকার
সেটুক ব্যাথায় নীল হয়ে যাই , দয়াল নিরাকার
এত নিঠুর কেন হলে
কাড়লে কেন ভাষা
আমি তোমার ক্ষেতের ফসল
তুমি কিষাণ চাষা
যেমনি বীজ বুনেছিলে
তেমনি বেড়ে উঠি
এখন আমি অন্যরকম
নেইতো কোন জুটি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.