নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

একদিন.....

২২ শে মে, ২০১৯ রাত ২:৩৮

একদিন বুঝি দূর হয়ে যাবে অন্ধকার
একদিন ভোরে হাট করে খোলা বন্ধদ্বার
একদিন পাখি গান গেয়ে যাবে ঘুমভাঙানিয়া
একদিন পথে বাঁশিবেজে যাবে দুখজাগানিয়া
সেই একদিন সত্যি সত্যি আসবে তো!
চতুর্দিকটা সুখসমুদ্রে ভাসবে তো!

একদিন চোখে টুপ করে নেমে আসবে ঘুম
হিংসের নদে বন্যার মত প্রেমের ধুম
একদিন সব গোপন আকুতি কইবে তো?
এত সুখ আর এত প্রানজ্বালা সইবে তো?

একদিন সব হাহাকারগুলো হারিয়ে যাক
আহামরি সব আহলাদগুলো শান্তি পাক
একদিন সব কথাগুলো হোক ছন্দময়
ক্ষনিকের তরে ভুলে যাক সব দন্দ্ব-ভয়
একদিন সবে স্বপ্ন দেখুক রাত্রিভর
যাযাবর যারা ফিরে পাক তবে আপনঘর
একদিন চোখে অশ্রুকণাতে মুক্তো হোক
একদিন প্রাণে প্রাণ ছুঁয়ে দিক আপন লোক
সেই একদিন সত্যি সত্যি আসবে তো!
চতুর্দিকটা সুখসমুদ্রে ভাসবে তো!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ রাত ২:৫৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: একদিন আপনার সকল মনের আশা পূর্ন হোক, ভাল লাগলো :)

২| ২২ শে মে, ২০১৯ ভোর ৫:৩২

মেঘ প্রিয় বালক বলেছেন: ইনশাআল্লাহ একদিন সব আশা পূরন হবে।

৩| ২২ শে মে, ২০১৯ সকাল ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: লিসানুল হাঁসান,




আশা জাগানীয়া কবিতা । একদিন স্বপ্নের সুউচ্চ মিনার থেকে সব সুখ ডানা মেলে ঝাঁপ দিয়ে পড়ুক আমাদের এই ভাঙা উঠোনে।
সুন্দর কবিতা।

তবে ----

একদিন পাখি গান গেয়ে যাবে ঘুমভাঙানিয়া
একদিন পথে বাঁশিবেজে যাবে দুখজাগানিয়া
সেই একদিন সত্যি সত্যি আসবে তো!
চতুর্দিকটা সুখসমুদ্রে ভাসবে তো!

উপরে বোল্ডকৃত শব্দটি মনে হয় ঠিক হয়নি। যেখানে ঘুম ভেঙে সুখের লাগিয়া এতো কথা সেখানে দুঃখ জাগবে কেন?


৪| ২২ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন:
একদিন স্বপ্নের দিন-----------

৫| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৬| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০০

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.