নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

‘আঠারোশ সামথিং’

২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৫

চল বিয়ে করে ফেলি।হুট করেই কথাটা বলল অসীম।আর তখনই অনেকটা বিস্ময়ের চোখে তাকাল ফাইজা।যেন মনে মনে ভাবছে ,আসলেই যদি করে ফেলা যেত তাহলে কতই না ভাল হত!তারপর মাথা নিচু করে বলল ,কিন্তু তুই জানিস সেটা সম্ভব না।
অসীম বলে উঠল, আরেহ স্পেশাল ম্যারেজ এক্ট ‘আঠারোশ সাম্থিং’ আছে না। ফাইজা হেসে বলল কিন্তু দেখ তুই নিজেই জানিস না আইনটার নাম কি।আসলেই কি এমন কিছু আছে? আমারতো মনে হয় ‘আঠারোশ সামথিং’ ব্রিটিশরা চলে যাবার পরে ওদের সাথেই চলে গেছে।ডিজিটাল বাংলাদেশে একমাত্র তোর মুখেই এই ‘আঠারোশ সামথিং’ এর নাম শুনলাম। আরেহ নাহ আমার ল'র স্টুডেন্ট ফ্রেন্ড আছে। দেখিস ঠিকই জেনে নেব।অসীমের গলায় জোর নেই।
আমার যাবার সময় হল ।টেইলারিং এর দোকানের নাম করে এতক্ষণ বাইরে থাকা যায় না।অসীমের ইচ্ছে করছিল আর কিছুক্ষন ফাইজার হাত ধরে বসে থাকতে।কিন্তু ও পারল না।কাল এই হাত ধরে অন্য কেউ বসে থাকবে ভাবতেই জগতটা অর্থহীন মনে হতে লাগল।


“I cannot make you understand. I cannot make anyone understand what is happening inside me. I cannot even explain it to myself.”
― Franz Kafka, The Metamorphosis

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.