নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

* টিকা কথন *

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৮


কোভিড ১৯ এর ভ্যাক্সিনেশন নিয়ে অনেক কথা হচ্ছে চারদিকে। বাংলাদেশের বেশ বড় একটা টেলিমেডিসিন প্লাটফর্মে করোনাকালের প্রায় শুরু থেকেই কাজ করার সুবাদে সুযোগ হল কোভিড ভ্যাক্সিন, এর সম্ভাব্য মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া এবং তার ম্যানেজমেন্ট ও রীপোরটিং এসব নিয়ে ইউনিসেফ, বিশ্বস্বাস্থ্য সংস্থা , ডি জি এইচ এস , ই পি আই, স্বাস্থ্যমন্ত্রণালয় এনাদের প্লান, নিয়ম-নীতি নিয়ে কালকে একটা ট্রেনিং করার। এর ভিত্তিতেই কিছু কথা লিখছি। প্রথমত বলে নেই যে আমি কোন প্রতিষ্ঠানের মুখপাত্র না ।তাই আরো সঠিক তথ্য জানতে , আপডেটেড তথ্য জানতে এসব প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে বা ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
• বাংলাদেশ কোন ইন্ডিয়ান ভ্যাক্সিন আনছে না। বাংলাদেশে আজ জানুয়ারি ২৭ থেকে যে ভ্যাক্সিন দেয়া হবে সেটা হল অক্সফোর্ড/এস্ট্রোজেনকা ভ্যাক্সিন । ভারতের সেরাম ইন্সটিটিউট এই ভ্যাক্সিন উৎপাদন করছে দক্ষিণ এশিয়ায় ইন্দোনেশিয়া আর ভারতের পর আজ বাংলাদেশে এই ভ্যাক্সিন দেয়া শুরু হবে। এক নেপালি বন্ধুর ফেসবুকে দেখলাম তাদের দেশেও ভ্যাক্সিনেশন শুরু হয়েছে ।
• প্রাথমিকভাবে ৬০ লক্ষ ভ্যাক্সিন দেয়ার পরিকল্পনা করছে সরকার।
• কোভিড ভ্যাক্সিন দেয়ার জন্য সরকার সুরক্ষা ( http://www.surokkha.gov.bd ) নামে একটা ওয়েব সাইট এবং এন্ড্রয়েড এপ্লিকেশন তৈরি করেছে।
• আন্তর্জাতিক নীতিমালা মেনে , ন্যায্যতার ভিত্তিতে একটা প্রাধান্যক্রম বা প্রায়োরিটিলিস্ট বানানো হয়েছে। এই প্রায়োরিটি লিস্ট এর অন্তর্ভুক্ত যারা আর এবং ৫৫ বছরের বেশি বয়স্ক নাগরিকেরা প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা সম্মুখসারিতে থেকে সেবা প্রদান করেছেন তাদের জাতীয় পরিচয়পত্র ইতোমধ্যে ডাটাবেইসে নিয়ে নেয়া হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। প্রথম ধাপে ডাটাবেইসে জাতীয় পরিচয়পত্র থাকা সাপেক্ষে প্রায়োরিটি লিস্টে থাকা বক্তিরা এবং ৫৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা সুরক্ষা এপ বা ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে টিকা দেয়ার সময় এবং স্থান এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
• এই টিকার দুই ডোজ। প্রথম ডোজের ৮ সপ্তাহ পরে পরের ডোজ দিতে হবে একই সেন্টার থেকে।
• টিকাদান টিমে ৬ জন থাকবেন। ২ জন টিকাদানকারী আর ৪ জন্য স্বেচ্ছাসেবক। প্রতি টিম গড়ে ১০০-১৫০ জনকে প্রতিদিন টিকা দান করবে। টিকাদানকারী টিমে ১৮ বছরের নিচে কেউ থাকবে না।
• নির্ধারিত হাসপাতাল বা টিকাদান কেন্দ্র ছাড়া অন্য কোথাও টিকা দেয়া হবে না।
• প্রাথমিকভাবে যাদের টিকা দেয়া হবে না-
১। প্রায়োরিটি লিস্টে যাদের নাম নেই।
২। ১৮ বছরের নিচে কাউকে
৩।গর্ভবতী ও দুগ্ধদানকারী মা
৪। অসুস্থ এবং হাসপাতালে ভর্তিকৃত ব্যক্তি
৫। ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে
• এখন পর্যন্ত ১৮ বছরের নিচে কারো উপর এবং গর্ভবতী মায়েদের উপর এই টিকা নিরাপদ কিনা সেটা গবেষণায় প্রমাণিত হয়নি।
• পর্যায়ক্রমে সব বয়সের নাগরিকদের টিকা দেয়া হবে।
• টিকা দেয়ার পরে ৩০ মিনিট টিকাদান কেন্দ্রে অপেক্ষা করতে হবে।
• যদিও এই টিকা অনুমোদনের প্রক্রিয়া অন্যান্য টিকার চেয়ে তুলনামূলক দ্রুত করা হয়েছে তবুও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণের বিষয়টা যারা দেখেন তারা কঠোরভাবে এই টিকার মান নিয়ন্ত্রনের কাজটি করছেন।
• টিকা দেয়ার পরে অন্য সব টিকার মতই এর ক্ষেত্রেও মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে নিকটস্থ চিকিৎসক বা হাসপাতালে যোগাযোগ করা যেতে পারে। জাতীয় টেলিমেডীসিন হেল্প লাইন ১৬২৬৩,৩৩৩ এবং আই ই ডি সি আর হটলাইন এসবেও যোগযোগ করা যাবে ২৪ ঘন্টা। যদি কোন তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তবে এসব হটলাইনের পাশাপাশি নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল , সিভিল সার্জনের কার্যালয় , সিটি কর্পোরেশন হাসপাতাল ইত্যাদিতে যোগাযোগ করা যেতে পারে।
• টিকা দেয়ার পরেও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত হাত ধোঁয়া , মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা চালিয়ে যেতে হবে ।
টিকার ব্যাপারে আরো বিস্তারিত জানতে এবং সঠিক তথ্য জানতে সুরক্ষা ওয়েব সাইট, জাতীয় হটলাইনগুলো , সরকারি ওয়েবসাইট এবং জাতীয় গনমাধ্যমে চোখ রাখতে পারেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: আলাহর রহমতে আমাদের দেশে করোনা পরিস্থিতি কমতির দিকে। যেভাবে করোনা কমছে, তাতে মনে হচ্ছে- করোনা খুব দ্রুত বিদায় নেবে। তাই টিকার আর দরকার হবে না। তবে দেশের মানুষ করোনা বা টিকা নিয়ে মোটেও চিন্তিত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.