![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
আমার আজো ইচ্ছা করে মামার বাড়ি যেতে,
‘চাওয়াই’ নদীর ধারে বসে চড়ুইভাতি খেতে ।
দুরন্ত সেই কিশোর বেলায়
গোল্লাছুট আর নাটাই খেলায়
'পঞ্চবটির' নাগর দোলায়
সুখের পরশ পেতে-
ইচ্ছা করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।।
সড়ক পথে পাড়ার বাঁকে ছোট্ট আলপথ,
বাঁশ বনের ছায়ায় দোলে দুরন্ত শৈশব ।
দীঘল ক্ষেতে আখের সারি,
ফাঁকে রোদের লুকোচুরি
কোন খেয়ালে গরুর গাড়ি-
হাওয়ায় উঠে মেতে,
ইচ্ছা করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।।
কচুবন আর কাজলদীঘি কঞ্চি বাঁশের বেড়া,
পাটপঁচা গন্ধমাখা পানা সবুজ ঘেরা ।
পুঁই মাচা আর লাউলতা -
কুঁড়ে ঘরের ছনপাতা
ডালিম ফুলের সেই মমতা
ডাকছে উঠানেতে-
ইচ্ছা করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।।
==========
১২ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৪৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।
২| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ছবি ও কবিতা দুটাই সুন্দর।
১২ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫২
আহমেদ রুহুল আমিন বলেছেন: আপনার উপলব্ধি ও দেখার চোখ সুন্দর বলে কবিতায় সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছেন, মন্তব্য প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।
৩| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৪
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা
১২ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য, শভকামনা সততঃ।
৪| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৫
সুলাইমান হোসেন বলেছেন: আমারও ইচ্ছা করে মধুর শৈশবেতে হরিয়ে যেতে
১২ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: এক্সাক্টলি তাই, আমাদের জীবনের শ্রেষ্ঠতম সমযটাইতো চিন্তা-ভাবনা বিহীন সেই শৈশবের মধুর দিনগুলো....! মন্তব্য প্রদানের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা সততঃ।
৫| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৮
লোকমানুষ বলেছেন: কবিতাটি পড়ে আপনার লেখার মতই শৈশবের সেই নির্মল স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। 'চাওয়াই' নদীর ধারের চড়ুইভাতি, গোল্লাছুটের দুরন্তপনার খেলা, পাটের পচা গন্ধমাখা গ্রামের উঠান --প্রতিটি ছত্রে শৈশবের মাধুর্য যেন সজীব হয়ে ধরা দিচ্ছে। গ্রাম বাংলার প্রকৃতি ও শিশু-মনের সরল আবেগ এমন সুনিপুণভাবে মিশেছে যে, তাতে আমিও হারিয়ে যাচ্ছি সেই মধুর দিনগুলোর স্মৃতিতে। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক অকৃত্রিম জীবনযাপনের ছবি এখানে খুবই আন্তরিকভাবে ফুটে উঠেছে!
১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: আপনার লেখা মন্তব্যের প্রাঞ্জল ভাষা আমার কবিতাকেও ছাড়িয়ে গেছে । কবিতায় ভালো লাগার অনুভুতি প্রকাশের জন্য আমি মুগ্ধ ..! অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সততঃ ।
৬| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: .........।! আবারোও আসবেন ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: আহা রে!! কি দারুন!! কোথায় নিয়ে গেলেন কবিতার মাধ্যমে।
সুখ সুখ সুখ।
অনেক ভালো লাগা রইল কবিতায়।