নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আমার হয় না রঙ্গিন রয়ে যায় সাদা কালো

স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার

লোনা স্বপ্ন

খুব সাধারন একটা মানুষ আমি... বন্ধু বানাতে পছন্দ করি অন্যায় কে ঘৃণা করি...

লোনা স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনার ফ্যান ও বার্সা ফ্যানদের জন্য মজার পোস্ট। অন্য দল হলে কষ্ট পেতে পারেন ;):P

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪২

☛আসেন সব আর্জেন্টিনার ফ্যান ও বার্সা ফ্যানরা মিলে কিছু মজা লুটি



► আপনেরা সবাই জানেন লুল বাবা লুলান্ডোর বেশীরভাগ ফ্যান ভেড়াজিলের,কারন এতদিন তাদের ভেরাজিলের কোন স্টার প্লেয়ার ছিল না,আজকাল ভেরাজিলের নতুন কিছু প্লেয়ার আমদানি হয়ছে যারা ইউরোপের কোন দলে খেলে না শুধু ভেরাজিলের লীগে খেলে, যেমনটা খেলত কাইল্লা বাবা পেলে,যে সারাজীবন ভয়ে ইউরোপের কোন দলে খেলত না কারন সেই সব দলে খেললে তো আর ১০০০ গোল করা যাবে না,তার কাছে ১০০০ গোলই আসল কথা কে কোন দলে খেলল সেটা মুখ্য না,দরকার পড়লে শেখ জামালের মত দলে খেলে ১০০০ গোল দিলেই হল,তাই নেইমারের মত প্লেয়াররে বালটোস(সান্তোস) এর মত একটা টীমে সারাজীবন খেলতে বলে। :P :P

☛আসল কথা হইল কয়েকদিন আগে ব্রাজিলের প্লেয়ার অস্কার বলেছিল "নেইমার, লুলবাবা থেকে অনেক ভাল প্লেয়ার" এই কথা শুনে লুলবাবা লুলান্ডোর ফ্যানদের দিলে চোট খাইছে।

আবার মরিহো বলল , "কাকার চেয়ে ডি-মারিয়া অনেক ভাল প্লেয়ার" এই কথা পর ব্রাজিলের ফ্যানরা তেলে বেগুলে জ্বলে উঠে (যদিও শয়তান মরিনহো সারা জিবনে এই একটি সত্য কথা কইছে):P

সেই থেকে শুরু হলে গেছে লুল বাবা ফ্যানদের মধ্যে বিভক্তি, এখন একজন আরেক জনের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে তর্ক যুদ্ধ শুরু করছে,একেই বলে বেশী বড় হইও না ঝরে ভেঙ্গে পড়বে,বেশী ছোট হইও না ছাগলে খাবে :P



☛মোট কথা হল যে লুল বাবা যেমন মেসির যোগ্য কখনই হতে পারে নি সামনে আর পারবে না,তেমনি নবাগত ভাল খেলোয়াড় নেইমারকে এখনই মেসির সাথে তুলনা করে নেইমারকে ছোট করে লাভ নাই,নেইমার ভাল প্লেয়ার হলেও মেসির তুল্য এখনি হতে পারে না।

তাই ২ পক্ষকেই বলি এত দিন তো আমাদের সত্যিকারের সেরা ও বিশ্বনন্দিত এবং সর্বকালের সেরা খেলোয়াড় হওয়ার দিকে ছুটে চলা মেসিকে অনেক ছোট করেছেন,এখন নিজেরাই নিজেদের ঠেলা সামলান :P

আমরা বার্সা ফ্যানরা আপনাদের এই যুদ্ধ থেকে হালকা কিছু মজা পাচ্ছি,কারন আপনেরা নিজেরাই এখন এতদিন পর একে অন্নের বিপক্ষে সত্য কথা বলা শুরু করছে,



► একটা কঠিন সত্য হলে আমি আমার কথা শেষ করতে চাই ক্রিকেটে যেমন সর্বচ্চো বিশকাপ জয়ী দল বলে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে সব শুধু বলদেরা সবাই যদি অস্ট্রেলিয়াকে সামর্থ্যন করে করত, তাহলে সারা বিশ্বে বাংলাদেশ-ভারত –পাকিস্তান বলে কোন ফ্যান থাকত না,

তেমনি যেই ফ্যানরা বলে আমাদের ভেরাজিল ৫ বার বিশ্বকাপ জিতছে,তাই তারাই একমাত্র সেরা দল দাবি করে,তাহলে বল তারা ঠিক ক্রিকেটের অস্ট্রেলিয়ার ফ্যানদের মতই কথা বলে



★ কারন আমরা চাই সত্য কথা সবাই শেয়ার করার ক্ষমতা রাখে,তেমনি সব বার্সা পেইজগুলোও



তাই কোন কথা নাই সবাই দলের ফ্যানরা জোরে চিৎকার করে আওয়াজ তুলন মেসি,জি হ্যাঁ,মেসি হতে যাচ্ছে সর্বকালের সেরা প্লেয়ার,তাই তো সারা বিশ্ব আজ মেসি মেনিয়ায় ভুগছে ♥ ♥ ♥



সিয়াম

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

নীলপথিক বলেছেন: আওয়াজ দিলাম।

০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৮

লোনা স্বপ্ন বলেছেন: শুনতে পাই নাই আরও জোরে দেন B-) B-) B-) :P

২| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৪

শ্রাবন প্রধান বলেছেন: সত্যি কথা ত্‍ ত্‍ ত্‍

০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১০

লোনা স্বপ্ন বলেছেন: =p~ =p~ =p~

৩| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৭

নিঃসঙ্গ গাংচিল বলেছেন: চিক্কুর দিয়া আওয়াজ দিলাম।।

০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১০

লোনা স্বপ্ন বলেছেন: হ ভাই শুনছি আপনার আওয়াজ :P ;)

৪| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৭

আবিরে রাঙ্গানো বলেছেন: তুমাগো একটাই সমস্যা একপেশে একচোখা ঘাড়ত্যাড়া বানর। একজনকে মাথায় তুলে রাখো আরেকজনকে পচিয়ে ছাড়ো। লুল বাবা ভাল খেলোয়াড় একথা বললে কি তোমাদের জাত যায়। মেসি নিজেও তো বলে লুলবাবা ভাল প্লেয়ার। মেসি লুলবাবার চেয়ে ভাল একথা বলতে পারো, কিন্তু পোস্ট একপেশে হয়েছে। মেসির জয় হোক। ওর মত আরো ২/৪ জন এসে ফুটবলকে আরো উপরে নিয়ে যাক। আমরা উপভোগ করি।

০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৯

লোনা স্বপ্ন বলেছেন: ভাই কেন লজ্জা দিচ্ছেন। লুল বাবা তো নিজেই নিজেরে সেরা কয়। আমাদের কউয়ার ছাঞ্চ নাই :P :P ;)

৫| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৯

নীলপথিক বলেছেন: মাইক আনতে দেরী হয়ে গেলো...

"আওয়াজ শুনা যায়?"

০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪০

লোনা স্বপ্ন বলেছেন: জি ভাই অহন শুনা যায় । মনে হইতাছে ভালো মানের মাইক নিয়া আসচেন =p~ B-) ;)

৬| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪২

কুয়াশানিরব বলেছেন: বুঝলাম পেলে.....শেখ জামালে খেলছে.....এখন যদি শেখ জামালে খেইলা বিশ্বকাপ ও পায় তাও সে ভাল খেলোয়াড় না .....আর মেসি যদি বালছিরোনাতো খেইলা শেখ জামালরে হারায় তাও সে বিশ্বসেরা খেলোয়াড়......নাকি কি কন?

০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

লোনা স্বপ্ন বলেছেন: ভাই জান চেতেন কেন। মেসি বিশ্বকাপ জেতেনি ঠিক আছে ওর এখনো সময় আছে জেতার জন্য। আপনি হইত সম্প্রতি বিভিন্ন বিশেষজ্ঞ দের কথা শুনেন নাই। শুনলে এই কথা কইতেন না। এটাই হচ্ছে সমস্যা আপনাদের যে সেরা তাঁকে সেরা বলতে আপনাদের কষ্ট হয়। =p~ =p~ =p~

৭| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭

আসিফ ইমতিয়াল বলেছেন: আমি ভাই বার্সেলোনার পাগল সমর্থক । মেসি আমার ২য় পছন্দের প্লেয়ার (প্রথম ইনিয়েস্তা) । kintu ভাই আপনি বার্সেলোনার সাপোর্টার হইলে আ্পনার নিশ্চয় মনে আছে BARCELONA is 'MORE THAN A CLUB " তাই আমরা হইলাম 'MORE THAN A SUPPORTER " ।আপনার লেখাটা আমার পছন্দ হয় নি । আরে ভাই আপনি সমালোচনা করতে গিয়ে মুলনীতি টাই বিসর্জন দিলেন ।তাইলে আমাদের আর অন্যদের মধ্যে পার্থক্য কই থাকল ।

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৩

লোনা স্বপ্ন বলেছেন: ভাই নীতি বিসর্জন দেই নি। সবসময় অন্যায় দেখে দেখে আর কত সহ্য করব। তাই মাঝে মাঝে এমন করা উচিত।

৮| ০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯

সড়সড়সড় বলেছেন: বাঙলাদেশের কয়টা প্লেয়ার এর নাম বলতে পারবেন বস্?????? যদিও আমি নিজে আর্জেন্টিনা আর মেসির ভক্ত, তারপরেও বলি, পোস্ট টা একপেশে হয়ে গেসে...আর লীগ নিয়াই যদি কথা বলেন, আমি বলব, স্প্যানিশ লীগ থেকে ইংলিশ লীগ অনেক বেশি হার্ড। চ্যাম্পিয়ন লীগে খেলার জন্য ইংলিশ লীগে লড়াইটা হ্য় ৫ থেকে ৬টা দলের মধ্যে, স্প্যানিশ লীগে লড়াইটাই হয় বড়জোর ৩টা দলের মধ্যে..

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১০

লোনা স্বপ্ন বলেছেন: হুম ভাই আমি স্বীকার করি যে চ্যাম্পিয়নস লীগ ইংলিশ লীগ অনেক বেশি লড়াই হয়। বাংলাদেশের অনেকের নাম জানি। এটা জাস্ট একটা ফ্যান পোস্ট

৯| ০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

জন রাসেল বলেছেন: লেখালেখি করে তো আর বাস্তব বদলানো যাবেনা। অর্জন দিয়েই যাচাই করতে হবে। পেলের অর্জন অনেক বেশী। সে তিনটি বিশ্বকাপ জিতেছে, ইউরোপে না খেলে (সান্তোসে খেলে) ফিফার বর্ষসেরা হয়েছে।

এবার আসি মেসির কথায়। এ প্রজন্মের ফুটবলকে মেসি নিয়েছে পূর্নতা। মেসির ফুটবল আবার মনে করিয়ে দিয়েছে যে ফুটবলকে শিল্পে পরিণত করেছিল লাতিন যাদুকর পেলে-ম্যারাডোনাই। আর সে শিল্পে তুলির আচর দিতে এসেছেন আরেক যাদুকর লিও মেসি।

কাউকে সম্মান দিলে নিজের সম্মান কমে বলে আমার জানা নেই। আর পেলে হচ্ছে এক যুগের খেলোয়াড়, সে যুগটার নামই হয়ে গেছে পেলে-গ্যারিঞ্চার যুগ। আর মেসি হচ্ছে আরেক যুগের, যে যুগটাকে সে নিজের করে নিয়েছে। সুতরাং দুইজন যার যার অবস্থানে সেরা। এখানে আবার অমুকের চেয়ে তমুকে সেরা এসব থার্ড ক্লাস বলদের মত কথা আসছে কেন? ফুটবলের সব শিল্পীকেই সম্মান করি।

আমি ব্রাজিলের সমর্থক তবে আমাকে সর্বকালের সেরা খেলোয়াড় সিলেক্ট করতে বললে ব্রাজিলের সবচেয়ে বড় শন্ত্রু জিদানকে সিলেক্ট করব। কারন ২০০৬ তে ব্রাজিলের বিপক্ষে তার খেলা দেখে আমি এক বাক্যে মেনে নিয়েছি এর উপরে আর সমালোচনা চলে না। এই প্লেয়ারটা সমালোচনার উর্দ্ধে।

আর এসব নষ্ট মানসিকতার ফান বাদ দিয়ে ভালো পোষ্ট দিন। লাইক কমেন্ট হয়তো কম পাবেন তবে যারা লাইক কমেন্ট দিবে তারা হবে রিয়েল ফুটবল বোদ্ধা।

আমি একটি পোষ্ট দিয়েছিল বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের দিয়ে। সময় পেলে দেখবেন আমি মেসিকে সবার উপরেই রেখেছি। কারণ যে ভালো সে যে দলেরই হোক তাকে ভালো বলতে হবে।

আর মেসি পেলেকে ছাড়াতে পারবেনা তা বলছিনা, পারফরমেন্স ধরে রাখতে পারলে অবশ্যই পারবে। রেকর্ড তো তৈ্রীই হয় ভাঙ্গার জন্য। মেসি না পারলে অন্যকেউ এসে একদিন পেলের রেকর্ড ভাঙ্গবে।
তবে এখনো অর্জনের দিক থেকে মেসি পেলের ধারে কাছেও নেই।

পোষ্টটা দেখবেন সময় পেলে আর আসা করি যোগ্যদের সম্মান দেয়ার চেষ্টা করবেনঃ Click This Link


ধন্যবাদ। এত বড় মন্তব্যের জন্য দুঃখিত


০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৮

লোনা স্বপ্ন বলেছেন: ভাই এটা একটা ফানি পোস্ট। আমি জাস্ট শেয়ার করছি।। আমি আপনার সাথে একমত। আমিও কট্টর পন্থি সমরথক। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

১০| ০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

জন রাসেল বলেছেন: সিয়ামের পোষ্ট এটা? ফেসবুকের পেজ থেকে নিয়েছেন না?

"সিয়াম", আমার ক্লাসমেট। আমরা দুজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল সেমিস্টারে আছি। এই ছেলে এই জাতিয় কথা বলে বলেই আমাদের সাথে ফুটবল নিয়ে তর্ক করতে এসে লেজে গোবরে নিয়মিত খাবি খায়। সে আর্জেন্টিনার সবচেয়ে বড় বিস্ময় যাকে ধরা হত "ডি স্টেফানো" তার নাম নাকি শুনেই নি, আবার সে আর্জেন্টিনার পাগলা সাপোর্টার। =p~ =p~ =p~ =p~

সেই সিয়ামের পোষ্ট আবার আপনি কপি পেষ্ট করেন? হাসি পেল। ওকে আমি ক্লাসে গিয়ে জিজ্ঞেস করবোনে যে পোষ্ট লিখার আগে কিছু খেয়ে টেয়ে নিয়েছিল কিনা। পোষ্টের ভাষায় অন্তত তাই বোঝা যায়। আর আপনি যেহেতু তার পোষ্ট আবার কপি করেছেন, আপনার জন্য রইল করুনা। ভাই ডি স্টেফানোর নাম শুনেছেন? না শুনে থাকলে আর্জেন্টিনা নিয়ে এই জাতিয় ক্ষ্যাত পোষ্ট আর দিয়েন না। কারণ তর্কে আর্জেন্টিনার বড় তিনটা হাতিয়ারই হল মেসি, ম্যারাডোনা আর ডি স্টেফানো।

খেলা দেখুন, খেলা শিখুন আর নিজের ব্রেইনের যত্ন নিন। শুভকামনা :)

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৬

লোনা স্বপ্ন বলেছেন: ভাই পোস্ট শেয়ার করছি বলে মনে কইরেন না ফুটবল এর আমি কিছু বুঝি না। আপনি কেমন জানেন সেটা প্রমান করেন ভাই। ডি স্টেফানোর নাম শুনছি ভাই। আর আরেক টা কথা কোন পোস্ট এর সমালচনা করুন গঠন মুলক ভাবে এই ভাবে বললে নিজের সম্মান অ থাকবে না

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩২

লিন্‌কিন পার্ক বলেছেন:
আপনি কি মেশীড় সাপোটার :!> :!>

২৬ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৭

লোনা স্বপ্ন বলেছেন: হুম ভাই আমি মেসির সাপোর্টার । কারন মেসি সেরা আমার দেখা মতে।। আপনার সেরা কে পেনালদু। নাকি লুলমার। যারা খেলার খ ও জানে না =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.