![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।
আমার লাইব্রেরি। মাঝে মাঝে আমি এই তিলে তিলে গড়ে তোলা লাইব্রেরির সামনে দাড়িয়ে থাকি। মন ভালো হয়ে যায়। এই লকডাউন এ অফিস এর Work from Home মোডালিটির মধ্যেও বই পড়া চলছে সমান তালে।
আজকের প্রজন্ম স্মার্ট ফোনের শৃঙ্খলে আবদ্ধ। বই পড়ার চর্চা এখনকার প্রজন্মের মাঝে আর দেখা যায় না। তাই নিজে বই পড়ুন, বই সংগ্রহ করুন, বই পড়তে উৎসাহ দিন, বই উপহার দিন, সন্তানদের বই পড়বার অভ্যাস গড়ে তুলুন।
১৫ ই মে, ২০২০ রাত ১২:০০
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৬
কল্পদ্রুম বলেছেন: লোভে পড়ে গেলাম।
১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৯
অগ্নিপাখি বলেছেন: আপনিও এরকম একটি সংগ্রহ গড়ে তুলুন।
৩| ১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৬
সোহানী বলেছেন: আপনার বইয়ের সংগ্রহ দেখে হিংসে হচ্ছে। আহ্ আমার মেক্সিমাম বই ই ফেলে আসতে হয়েছে দেশের বাইরে আসার সময়।
১৫ ই মে, ২০২০ রাত ১২:০০
অগ্নিপাখি বলেছেন: হুম।ভালো থাকবেন।
৪| ১৫ ই মে, ২০২০ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: কি কি বই আছে?
আপনি কি রকম বই পছন্দ করেন?
বই গুলো কি সব নতুন কিনেছেন?
কোলকাতার বই বেশি না দেশি?
আপনার প্রিয় লেখক কারা?
বই কি শুধু আলমারিতে সাজিয়ে রাখেন?
১৫ ই মে, ২০২০ ভোর ৪:০৭
অগ্নিপাখি বলেছেন: ১।কি কি বই আছে?
-অনেক বিষয়ের উপর বই আছে। ইতিহাস, জীবনী, থ্রিলার, ক্লাসিক , কবিতা, রাজনৈতিক, মুক্তিযুদ্ধ, শের শায়েরি, গোয়েন্দা, রম্য, মিথলজি, অর্থনীতি, মার্কসবাদ, ভৌতিক, অনুবাদ, ভ্রমন, চলচ্চিত্র, প্রবন্ধ, গবেষণা।
২।আপনি কি রকম বই পছন্দ করেন?
-যখন যেটা ভালো লাগে। ইতিহাস ভিত্তিক বইগুলো ভালো লাগে।
৩।বই গুলো কি সব নতুন কিনেছেন?
-বই পড়বার অভ্যাসটা আমার সেই স্কুল থেকে। বিবলিওফাইল বলে একটা টার্ম আছে। আমাকে সেটা বলতে পারেন। এই যে ছবিগুলো দেখছেন এইটা গত ১৫ বছরের ফসল।
৪।কোলকাতার বই বেশি না দেশি?
-কলকাতা এবং দেশি দুটোই মিলানো।
৫।আপনার প্রিয় লেখক কারা?
-আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামি।
৬।বই কি শুধু আলমারিতে সাজিয়ে রাখেন?
-ঐ যে বললাম- বই পড়বার অভ্যাসটা সেই স্কুল থেকে। কখনো বই সাজিয়ে রাখবার জন্য বা দেখানোর জন্য কিনি নাই। এইটা ঠিক আমার সংগ্রহে যত বই আছে- সব পড়া হয় নি (যেটা কখনো কেউ দাবিও করতে পারবে না)। তবে প্রতিমাসেই কোন না কোন বই শেষ করি।
৫| ১৫ ই মে, ২০২০ রাত ১২:৪৪
সোহানাজোহা বলেছেন: ব্লগের পাতা নষ্ট করার কৌশল আপনার কাছে জানা গেলো। এক পোস্টে পুরো ব্লগের এক পাতা নষ্ট করে দিয়েছেন, এক শেলফ বই বারবার ছবি তোলার প্রয়োজন ছিলো না।
১৫ ই মে, ২০২০ ভোর ৪:১১
অগ্নিপাখি বলেছেন: "ব্লগের পাতা নষ্ট করার কৌশল আপনার কাছে জানা গেলো। "
একমত হতে পারলাম না আসলে আপনার মন্তব্যর সাথে।
"এক পোস্টে পুরো ব্লগের এক পাতা নষ্ট করে দিয়েছেন, এক শেলফ বই বারবার ছবি তোলার প্রয়োজন ছিলো না।"
আমি এক শেলফ এর ছবি বার বার দেইনি। আমার শেলফ দুটো। যদি দেখেন- আমি প্রত্যেকটা থাকের ছবি আলাদা করে দিয়েছি।
এখানে পাতা নষ্ট করবার কথা কেন আসলো বুঝলাম না আসলে।
ভালো থাকবেন।
৬| ১৫ ই মে, ২০২০ রাত ২:০৯
নেওয়াজ আলি বলেছেন: Salute brother
১৫ ই মে, ২০২০ ভোর ৪:১২
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ১৫ ই মে, ২০২০ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
ইহাতে কি আপনি ব্যতিত অন্য সাধারণ মানুষের প্রবেশ আছে? ইহা কোথায়?
১৫ ই মে, ২০২০ ভোর ৪:১৩
অগ্নিপাখি বলেছেন: ইহা আমার বাসায়। আমার বাসার অবসরের প্রিয় কোণ।
ভালো থাকবেন।
৮| ১৫ ই মে, ২০২০ সকাল ৮:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কতগুলো বই আছে?
১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৪৭
অগ্নিপাখি বলেছেন: ১২০০/১৩০০
৯| ১৫ ই মে, ২০২০ রাত ৮:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: ১২০০/১৩০০
তার মানে কতগুলি বই আছে তার কোন সঠিক পরিসংখ্যান আপনার জানা নেই। এই পরিস্থিতিতে যে কেউ কিছু বই লোপাট করে দিতে পারে।
১০| ১৫ ই মে, ২০২০ রাত ৮:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইংরেজি বই ও প্রচুর পরিমাণে পড়া দরকার।
১১| ১৬ ই মে, ২০২০ রাত ৩:৫৮
অগ্নিপাখি বলেছেন: হ্যা, ইংরেজি উপন্যাসও পড়া হয় অনেক
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২০ রাত ১১:৫২
নতুন বলেছেন:
ওয়াও +++