নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজই হতে পারে জীবনের শেষ দিন

সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন

কসমিক- ট্রাভেলার

মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার,নির্যাতন অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি

কসমিক- ট্রাভেলার › বিস্তারিত পোস্টঃ

হিডেন ক্যামেরা থেকে রক্ষা পেতে আপনার করনীয়

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

আধুনিক শপিং মলে আমরা প্রায়শই কেনাকাটা করি। পোশাক-আশাক কিনতে গেলে সেটা লাগসই (ফিটিং) হচ্ছে কিনা তা পরখ করতে ট্রায়াল রুমে যাই, পোশাকটি পড়ে দেখি। এ ক্ষেত্রে ট্রায়াল রুমটিতে কোনো গোপনীয় ক্যামেরা আছে কিনা, সেটা জেনে নেয়া খুবই জরুরি। কারণ এ নিয়ে বহু কেলেংকারি ঘটে গেছে। শুধু বহির্বিশ্বেই নয়, আমাদের দেশেও। তাই কিছু সাধারণ বিষয় খেয়াল রাখলেই আপনি এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে পারেন।







(১) কোনো ট্রায়াল রুমে ক্যামেরার অস্তিত্ব আছে কিনা খুব সহজে নির্নয় করা যায়। এর জন্য আপনার লাগবে একটা মোবাইল ফোন (সিম এক্টিভ করা) যেখান থেকে কল করা যায়। এবার ট্রায়াল রুমে (যেখানে কাপড় পাল্টাবেন) ঢুকে আপনার মোবাইল ফোন থেকে কাউকে কল দেয়ার চেষ্টা করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে-তাহলে গোপন ক্যামেরা নেই ধরে নিতে পারেন। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়- তাহলে অবধারিতভাবে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে। গোপন ক্যামেরার সাথে ফাইবার অপটিক্যাল ক্যাবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক ওইখানে কাজ করে না। এভাবেই আপনি পারেন গোপন ক্যামেরার নোংরামি থেকে বাঁচতে।

(২) শপিংমলের ড্রেসিং/ট্রায়াল রুমের যে আয়না থাকে সেটা আসল নাও হতে পারে, এটিও গোপন ক্যামেরার মতই মারাত্মক! প্রযুক্তির অপব্যবহারে আসল আয়নার মাঝে এখন যুক্ত হয়েছে নকল আয়না, যাকে বলা হয় দ্বিমুখী আয়না। এই আয়নায় আপনি আপনার চেহারা হয়তো দেখতে পারবেন, কিন্তু ভুলেও বুঝতে পারবেন না যে অন্যপাশ হতে কেউ আপনাকে দেখছে! অথবা আয়নার অন্য পাশে লাগানো আছে অত্যাধুনিক কোন ক্যামেরা। এ অবস্থায় আপনার আঙ্গুল আয়নার উপর রাখুন। যদি আপনার আঙ্গুলের মাথা প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকে) তাহলে আয়না আসল। আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়, তার মানে আয়না নকল! এটা আসল আয়না না, একটা দ্বিমুখী আয়না! যার অন্যপাশে থেকে আপনাকে দেখা যাবে, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। মানে অন্যপাশে থেকে কেউ আপনাকে দেখছে বা ভিডিও করছে!

কারণ আসল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার পিছনে, যার জন্য আপনার আঙ্গুল ও প্রতিবিম্বের মাঝে ফাঁকা থাকবে আয়নার পুরুত্বের জন্য। আর নকল আয়নার (দ্বিমুখী) সিলভার প্রলেপ থাকে আয়নার সামনে, যার জন্য আপনার আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের প্রতিবিম্বের সাথে লেগে যাবে কারণ মাঝে কোনো বাধা নেই।

এ রকম কিছু টিপস অনুসরন করলেই অনাহুত বিড়ম্বনা থেকে আপনি সুরক্ষা পাবেন।



http://www.tigernews24.com



মন্তব্য ৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

মোহাম্মদ হারুন বলেছেন: দারুণ পোষ্ট, সত্তি ভাল লাগলো, কিছু শিখলাম। ধন্যবাদ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

বিজ্ঞানী সিমুল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জানবেন।

সুন্দর একখান পোস্ট দিছেন ।
প্রিয়তে নিয়ে রাখলাম।

বোনদের কাজে লাগবে।

৩য় ভালোলাগা।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো লাগলো। ৭ম প্লাস+

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৬

আহমেদ রিজভী বলেছেন: ভাল লাগল ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

নিজাম বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ। আমাদের আধুনিক মেয়েদের এটি পড়া উচিত।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

কসমিক- ট্রাভেলার বলেছেন: সবাইকে ধন্যবাদ পড়ার জন্য।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

আহলান বলেছেন: হুমম .... খুবই দুঃখজনক এবং ভয়ানক সত্য ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.