![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি। http://on.fb.me/ZU9ABE
এখন রাত ৩টা। হালকা কুয়াশাভেজা শীতের এই রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমার ছোট্ট রুমের লাইটটা তখনও জ্বলে। সিলিংয়ের ফ্যানটাও অবশ্য শব্দ করে ঘুরছে, কারণ একেবারে নিঃশব্দে আমি ঘুমাতে পারি না। সারাদিনের ক্লান্তি শেষে যখন সবার ঘুমানোর সময়, তখনও আমি না ঘুমে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকি। বারান্দায় হিম শীতল আবহাওয়ায় দাঁড়িয়ে দূরের রাস্তায় তোমাকে খুঁজি।
কিন্তু জানি, তুমি আসবে না।
এই ভোররাত্রে নীরব রাস্তা তোমার আসার সম্ভাবনা ততোটাই অলীক যতোটা আমার জীবনে তোমার ফিরে আসার সম্ভাবনা। কিন্তু তবুও কেন আমি তোমাকে ভুলতে পারি না? তবুও কেন বছরের পর বছর তোমাকে ভেবে রাত কাটাই? কেন ফিরিয়ে দেই জীবনের পথে দেখা হওয়া অন্য সবাইকে?
এর উত্তর জানলে হয়তো এই গভীর রাতে লিখতে বসতাম না। আগে তোমাকে প্রতি রাতে লেখা হতো। কিন্তু এখন নিজের কাজে এতোটাই ক্লান্ত হয়ে পড়তে হয় যে, তোমার সঙ্গে মনে মনে সারাক্ষণ শব্দহীন গুণগুণ করার চেয়ে বেশি কিছু করতে আর শরীর সায় দেয় না। মনে হয়, লিখি; যদি তুমি পড়ো! কিন্তু পরমুহূর্তেই মনে হয়, লেখার চেয়ে মনে মনে তোমার সঙ্গে স্বপ্নীল কথোপকথনে মেতে ওঠাটাই বুঝি অনেক আনন্দের।
কিন্তু তবুও লিখে চলি। বিরতির পরপর ক্ষীণ একটি আশা মনে উঁকি দেয়। যদি তুমিও মনে মনে আমাকে চাও? যদি তুমি জানতে চাও আমি কেমন আছি? যদি তুমি জানতে চাও, আজও আমি তোমার জন্য অপেক্ষা করি কি না?
তোমাকে চাইলেই হয়তো দু-একটা বার্তা পাঠানো সম্ভব। কিন্তু যেই মাধ্যমে তোমার কাছে কথা পাঠানো সম্ভব, সেই মাধ্যম আমি ব্যবহার করতে চাই না। সেই মাধ্যমটা যে শুরু থেকেই তোমার আর আমার সম্পর্কটা হতে দিতে চায়নি! তাই গভীর রাতে ক্ষীণ আশা নিয়ে আজও জেগে থাকি, আশায় বুক বেঁধে রাখি, হয়তো তুমি আসবে।
হয়তো।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
ভালোবাসা বলেছেন: জীবনটা যদি এতো সুন্দর হতো!
২| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: হয়তো !
এমনি অনেক হয়তোতে আমাদের জীবন বৃত্তবন্দী !
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
ভালোবাসা বলেছেন: হুমম।
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
এহসান সাবির বলেছেন: হয়তো এইরকম কিছু কথা আমিও লিখতে চাই........
৪| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
মাহতাব সমুদ্র বলেছেন: গভীর আবেগ। ভালোলাগা নিরন্তর
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২
ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৫| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
লাবনী আক্তার বলেছেন: তাই গভীর রাতে ক্ষীণ আশা নিয়ে আজও জেগে থাকি, আশায় বুক বেঁধে রাখি, হয়তো তুমি আসবে।
ভীষণ ভালো লাগল। যদিও মনটা খারাপ হয়েছে।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
ভালোবাসা বলেছেন: যার জন্য এই নিরন্তর অপেক্ষা, সে যদি বুঝতো...
৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
মি. হুমায়ুন কবির বলেছেন: ``এই ভোররাত্রে নীরব রাস্তা তোমার আসার সম্ভাবনা ততোটাই অলীক যতোটা আমার জীবনে তোমার ফিরে আসার সম্ভাবনা। কিন্তু তবুও কেন আমি তোমাকে ভুলতে পারি না? তবুও কেন বছরের পর বছর তোমাকে ভেবে রাত কাটাই? কেন ফিরিয়ে দেই জীবনের পথে দেখা হওয়া অন্য সবাইকে?''
....Onek Valo Likhecen. Apnar Jonno Shuvo Kamona.....
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
বি, এম, ইমন বলেছেন: মাঝে মাঝে এইসব পড়লে বড় ছ্যাক খাইতে মুঞ্চায়!
৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২
শুভ্র গাঙচিল বলেছেন: সুন্দর লিখেছেন। শুভকামনা রইলো।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
ভালোবাসা বলেছেন: আপনাকেও শুভ কামনা।
১০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হয়ত খুবই সাধারন লেখা কিন্তু কিন্তু আপনার আবেগগুলো বড় সুন্দর করে প্রকাশিত হয়েছে। বেশ ভালো লাগল।