![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
আমি তাইওয়ানে যেই যায়গাটেতে থাকি তার নাম সানহুয়া। সেখানে সপ্তাহে তিন দিন নাইট মার্কেট বসে। তারমধ্যে শুক্রবারেরটা বেশ বড় আকারে হয়।
ছোট ছোট দোকানে ঠাসা দোকানগলো বিভিন্ন রকমের আয়োজন নিয়ে বসে থাকে। তবে স্বস্তা নয় কোনো কিছুই।
বিভিন্ন ধরনের খাবার দাবারে ভরপুর সব দোকান। বাসী বলে কোন কথা নাই। সব ফ্রেশ এবং গরম গরম খাবার। যাই খাওয়া হোক না কেন গরম গরম বলে বেশ মজাই লাগে।
পহেলা বৈশাখে আপনারা ভাল থাকুন, সুন্দর থাকুন । বাসি পান্তা, ইলিশ , ভর্তা , পিয়াজকুচি ইত্যাদি দিয়ে বৈশাখ উজ্জাপনের মজাই আলাদা। আমি কতখানি মনকষ্টে আছি তা আর লেখায় প্রকাশ করতে চাচ্ছি না।
“ এসো হে বৈশাখ এসো এসো……।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া……………।।
অগ্নিস্নানে সুচি হোক ধরা।“
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ হোক সকলের জীবন।
আগের লেখাটিএর সুত্র ধরে এই লেখাটি। যারা মিস করেছেন তাঁরা দেখে নিতে পারেন।
Click This Link
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ নববর্ষ।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। শুভ হোক আপনার জীবন।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাদের মন্তব্য পেয়ে আমি সত্যি আনন্দিত। শুভ নববর্ষ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভাল লাগা।সুন্দর পোস্ট।শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাদের ভাললাগা আমার একান্ত কাম্য। অনেক ধন্যবাদ মন্তব্যের ও ভাললাগা প্রকাশের জন্য।শুভ নববর্ষ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ। তাইওয়ান যাওয়ার খুব ইচ্ছা ছিল । যদিও তাইওয়ানের অনেক কাছে আছি।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
লুবনা ইয়াসমিন বলেছেন: চা্যনার যারা আছে, তাঁরা চাইলেই তাইও্য়ানে আসতে পারে। কিন্তু আমারতো থাইল্যান্ডে ২ দিন থেকে তারপড় তাইওয়ানের ভিসা নিতে হয়েছে। একবার ভাবছিলাম একটু চায়নায় যাই। কিন্তু আর যাওয়া হলো কই ? দেশে ফেরায় সময় হয়ে এলো। আপনি আসতে চেয়েছিলেন , আসলেন না কেন?
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনার শততম পোষ্টের জন্য অনেক অনেক অভিনন্দন। ভাল থাকবেন সব সময়। শুভ নববর্ষ।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
মাহমুদ গজনবী বলেছেন: সানহুয়া টা কোথায়? তাইপে এর কাছে না কাওসং এর কাছে?
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
লুবনা ইয়াসমিন বলেছেন: কাওসং এর কাছে।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
শ্রাবণ জল বলেছেন: মন খারাপ করবেন না।
মন খারাপ করবেন না।
মন খারাপ করবেন না।
ভাল থাকুন।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
লুবনা ইয়াসমিন বলেছেন: আমি ভাল আছি। মন খারাপ একটু আধটু হতেই পারে । These are all part of life। তোমরা সবাই ভাল থেক।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনার শুভেচ্ছা পেয়ে আমি সত্যি আনন্দিত। শুভ নববর্ষ।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
রাইসুল সাগর বলেছেন: শুভ নববর্ষ। খানাদানা দেখতে ভালো লাগে না খাইতে ভালা লাগে। কি আর করা আপনিতো বিদেশে।
যাউগ্গা, শুভকামনা জানিবেন। ভালো থাকিবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯
কান্টি টুটুল বলেছেন:
ভাল লাগল পোষ্ট,আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।