![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
লেটেষ্ট আপডেটঃ আমি বাংলাদেশে ফিরেই তানভীর সাহেবের খোঁজ নিয়েছি। আল্লাহর রহমতে উনি ভাল আছেন। পর্যাপ্ত রক্তের যোগার হয়েছে। আপনাদের ভালবাসা ও দায়িত্ববোধের প্রশংসা আমি নিজ কানে অবহিত হয়েছি। আপনারা যারা নিরলশ চেষ্টা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
সিটি হসপিটালে আছেন। ডাক্তার আগামীকাল দেখে খুব শীগ্রই অপারেশন করবেন ।
একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভির আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য আশি (৮০) ব্যাগ রক্তের জরুরী প্রয়োজন। রক্তের গ্রুপ এবি পজেটিভ। অনুগ্রহ করে সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুন: ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫।
উল্লেখ্য, তানভীর আহমেদ কর্মরত অবস্থায় অফিসের এসি বিস্ফোরনে গুরুতর আহত হন। এতে তার শরীরের ২৭ ভাগ ঝলসে গেছে।
রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।
আমি এখন দেশের বাহিরে কিন্তু আমার রক্তের গ্রুপ AB+ । আমার ফ্রেণ্ডের মাধ্যমে খবরটা পেলাম তাই আপনাদেরকে জানানো দায়িত্ব বোধ করলাম। ১ জনও যদি রক্ত দিয়ে সাহায্য করেন তবেই এই খবর দেওয়ার সার্থকতা হবে।
আপডেটঃ আমিনুর ভাইয়ের সৌজন্যে
এটা দেখে অনেকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ইতিমধ্যেই তানভীর আহমদের জন্য আমরা ৪০ জনের মতো হৃদয়বান মানুষ পেয়েছি যারা তানভীর আহমেদের জন্য রক্ত দিচ্ছেন। ধন্যবাদ তাদেরকে।
পোস্টটি দেখে অনেকেই আমাদের কাছে দু'টি প্রশ্ন করেছেনঃ
১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?
উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।
২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।
একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভির আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য আশি (৮০) ব্যাগ রক্তের জরুরী প্রয়োজন। রক্তের গ্রুপ এবি পজেটিভ। অনুগ্রহ করে সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুন: ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫।
উল্লেখ্য, তানভীর আহমেদ কর্মরত অবস্থায় অফিসের এসি বিস্ফোরনে গুরুতর আহত হন। এতে তার শরীরের ২৭ ভাগ ঝলসে গেছে।
রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।
আমি এখন দেশের বাহিরে কিন্তু আমার রক্তের গ্রুপ AB+ । আমার ফ্রেণ্ডের মাধ্যমে খবরটা পেলাম তাই আপনাদেরকে জানানো দায়িত্ব বোধ করলাম। ১ জনও যদি রক্ত দিয়ে সাহায্য করেন তবেই এই খবর দেওয়ার সার্থকতা হবে।
আপডেটঃ আমিনুর ভাইয়ের সৌজন্যে
এটা দেখে অনেকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ইতিমধ্যেই তানভীর আহমদের জন্য আমরা ৪০ জনের মতো হৃদয়বান মানুষ পেয়েছি যারা তানভীর আহমেদের জন্য রক্ত দিচ্ছেন। ধন্যবাদ তাদেরকে।
পোস্টটি দেখে অনেকেই আমাদের কাছে দু'টি প্রশ্ন করেছেনঃ
১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?
উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।
২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনার আমাকে চেনার কথা না, কারন আমি আপনাকে চিনি না। আমি ২ টা মোবাইল নাম্বার দিয়েছি। রক্ত দেওয়ার চেয়ে বা রক্তের প্রয়োজন মেটানোর চেয়ে খবরটা সত্য কিনা জানাটা আপনার জন্য বেশী জরুরী হয়ে থাকে আপনি কষ্ট করে ফোন করে দেখতে পারেন।
অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য এবং মন্তব্য দেওয়ার জন্য। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে অনেকে উত্তর পেয়ে যাবে আশা করি। ভাল থাকবেন।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
আমিনুর রহমান বলেছেন: আপডেটঃ এটা দেখে অনেকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ইতিমধ্যেই তানভীর আহমদের জন্য আমরা ৪০ জনের মতো হৃদয়বান মানুষ পেয়েছি যারা তানভীর আহমেদের জন্য রক্ত দিচ্ছেন। ধন্যবাদ তাদেরকে।
পোস্টটি দেখে অনেকেই আমাদের কাছে দু'টি প্রশ্ন করেছেনঃ
১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?
উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।
২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬
লুবনা ইয়াসমিন বলেছেন: আমিনুর ভাই, আপনি আপডেট দিয়ে যে কি উপকার করলেন বলে বোঝাতে পারব না। অন্তস্থল থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। ব্লগ যে শক্তিশালী মাধ্যম তা আবারো প্রমান করলেন আপানারা। ফেইস বুকে সেই কখন দিয়েছি। সবাই চাকুরীজীবি বিধায় হয়ত এখন বাসায় গিয়ে রেস্ট নিচ্ছেন আর আপনারা একেক জন জাগ্রত যোদ্ধা।সময় আপনাদেরকে বেঁধে রাখতে পারবে না। সময়কে আপনারা প্রতিনিয়ত অতিক্রম করছেন। সবাই সুস্থ্য থাকুন। আর দল বেঁধে কাজ করুন।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: এবি পজেটিভ থাকার পরও দিতে পারছি না দুরে থাকার জন্য।
ওনার জন্য শুভকামনা রইল।
পোস্ট শেয়ারড
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করবার জন্য। দূরে থাকার কারনে আমিও দিতে পারছি না । তাই তো আপনাদের স্মরনাপন্ন হলাম। আপনার মাধ্যমে আরো অনেকে এগিয়ে আসবেন তা নিশ্চয় করে বলতে পারি।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
আমিনুর রহমান বলেছেন:
আমার মনে হয় আপনি পোষ্টটি আপডেট করতে পারেন, আমার উপরের কমেন্টস থেকে। আর যারা দেশে আছে কিন্তু ঢাকা থেকে দূরে তারাও যদি ঢাকায় আস্তে পারে তাহলে দিতে পারবে, কেননা রক্ত একসাথে লাগছে না। প্রতিদিনই লাগবে। শুধু ফোন করে কনফার্ম করে দেওয়া যে সে ওই সময় থাকতে পারবো ...
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১০
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ। আমি আপনার কথা মত আপনার আপডেটটুকু সরাসরি দিয়ে দিয়েছি। আজ সারাদিন আমাকে কাজে বাহিরে থাকতে হবে। আপনারা বিষয়টি নিজের মনে করে সাহায্য করেছেন । আশা করি এই সাহায্য অব্যাহত থাকবে।
ভাল থাকবেন সবাইকে নিয়ে।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
তানভীর আহমেদ কর্মরত অবস্থায় অফিসের এসি বিস্ফোরনে গুরুতর আহত হন!
এটা অসম্ভব!
এসিতে বিস্ফোরনযোগ্য কোন উপাদান নেই, এসি গ্যাস মোটেই দাহ্য নয়।
উনার অফিসে সম্ভবত গ্যাস পাইপ (চুলার গ্যাসের) লিক হয়ে সুয়ারেজ লাইনের মাধ্যমে রুমে প্রবেশ করে এরপর সিগারেট লাইটার বা অন্য কোন ভাবে প্রজ্জলিত হয়ে বিষ্ফোরন ঘটে।
কদিন আগে বাথরুমে সিগারেট জালাতে গিয়ে একজনের দেহ এভাবে পুড়ে গিয়েছিল!
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২
লুবনা ইয়াসমিন বলেছেন: “এসিতে বিস্ফোরনযোগ্য কোন উপাদান নেই, এসি গ্যাস মোটেই দাহ্য নয়।“
আপনার এই লাইনটুকু অনেক স্বস্তি দায়ক।
আনেক বাবা মা নিশ্চিন্তে থাকবেন তাদের বাচ্চাদের নিয়ে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি চেষ্টা করছি AB+ এর রক্তের সন্ধানে। কিছু স্থানে আজ দুপুরেই খবর দিয়ে রেখেছি। আফসোস আমার রক্তের গ্রুপ ও +
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪
লুবনা ইয়াসমিন বলেছেন: আফসোস করবেন না। আপনি সাথে আছেন এই যথেষ্ট। আপনার সহযোগিতায় অনেকে এগিয়ে আসবে এই কামনা করছি।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি তবে ৮০ ব্যাগ রক্ত জোগাড় করা খুব কষ্টকর কিছু হবেনা। তবে ব্লগে এই পোস্টটি ইষ্টিকি করে দিলে সবার নজরে আসবে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮
লুবনা ইয়াসমিন বলেছেন: "কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি"
কর্তৃপক্ষকে জানাবার মতন কি কেউ আছেন এখানে?
ফোন করে বিষয়টি জানাতে পারেন। হয়ত তাদের নজরে পড়েনি। আমি ঢাকাতে থাকলে চেষ্টা করে দেখতাম।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
জানা বলেছেন:
@ লুবনা এবং অন্যান্যরা,
আমি যোগাযোগ রাখছি। দু'এক দিনের মধ্যেই তানভির সাহেবের সার্জারি শুরু হবে বলে জেনেছি। পাশাপাশি স্বস্তির বিষয় হচ্ছে যে, উনি আশংকাজনক অবস্থাটা কাটিয়ে উঠেছেন। এখন সার্জারি খুব জরুরী এবং তা ঠিকমত সম্পন্ন হলে কিছুটা সময় লাগলেও উনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারদের বিশেষ পরিচর্যায় রয়েছেন এবং কোনরকম ইন্ফেকশন এড়াতে ওনাকে দেখতে যাওয়াটা এই মুহূর্তে ঠিক হবেনা বলে ডাক্তার জানিয়েছেন।
আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
অনেক ধন্যবাদ লুবনা।
মঙ্গল হোক সবার।
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ তথ্যপূর্ণ সংবাদ পরিবেশনের জন্য। দেশে আশার পর থেকেই যোগাযোগ রাখছি। আপনাদের ব্লগের বদৌলতে ওনারা যারপরনাই সাড়া পেয়েছেন। সেইজন্য ওনারা অনেক কৃতজ্ঞতা জানিয়েছে। আপনারা যোগ্য নেতৃত্বে দৃঢ়তার সাথে এগিয়ে যান সামনের দিকে পরম করুনাময়ের কাছে সব সময়য়ের চাওয়া।সমাজের সকলেরই ভাল হউক এই কামনা করছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
স্বপ্নতরী (রাজু) বলেছেন: এটি সত্য সংবাদ?