নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজের সবাই ভাল থাকুক।

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে।

লুবনা ইয়াসমিন

আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।

লুবনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

“ সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয়?” মহাসেনকে জয় করতেই হবে।

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৩৬

দক্ষিন অঞ্চলবাসীরা, যে যেখানেই থাকবেন সাবধানে থাকবেন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। র্টচলাইট সাথে রাখতে ভুলবেন না ।কিছু শুকনা খাবার আর পানি নিরাপদ স্থানে রাখুন, প্রয়োজনে কাজে দিবে। পরিবার পরিজনদের নিরাপদ জায়গায় রাখুন এবং অন্যকে অবস্থান নিতে সাহায্য করুন। সবাইকে সাথে নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। শিশিরে কি ভয়, ভেবে চুপ থাকা চলবে না। প্রত্যেকের একটু সচেতনতা বাচিঁয়ে দিতে পারে নিজের ও অন্যের জীবন।

দক্ষিন অঞ্চলবাসীরা, পুরো দেশ আজ আপনাদের জন্য দোয়া করছে। ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো।



দুর্নিতিবাজরা সাবধান!

এই দুর্যোগকে পুঁজি করে যারা অন্যায়ভাবে পথ চলেন এবং চলতে চান দেশবাসী ও সাধারন জনগন তাদেরকে ভাল করেই চেনেন।

দয়া করে সাহায্যের নামে দুর্নিতি করা থেকে বিরত থাকুন এই দুর্যোগ মোকাবেলায়।

আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া এবং প্রানভরা ভালবাসা।

ভাল থাকবেন অবশ্যই।

যারা মহাসেন এর আপডেট পেতে চান, এই মুহুর্তে নিন্মের লিংকে ক্লিক করুন।

Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

এহসান সাবির বলেছেন: ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো।

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৫০

লুবনা ইয়াসমিন বলেছেন: ১৬ কোটি মানুষের এই দেশে ভাল মানুষে ঠাসা। কিছু ক্ষমতা লোভী দুর্নিতিবাজদের বোঝার জন্য যথেষ্ট আলামত আল্লাহ পাঠাচ্ছেন তারপড়েও এই ক্ষমতাআরোহনকারীদের হুস হচ্ছে না !

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো।

দুর্নিতিবাজরা সাবধান!

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:২৯

লুবনা ইয়াসমিন বলেছেন: আমি উত্তর অঞ্চলবাসী হয়ে দক্ষিন অঞ্চলবাসীদের নিয়ে কাজ করছি। অন্যরকম ভাললাগা কাজ করে । আপনারা সবাই নিশ্চয় কাজের মধ্যে ছিলেন। আমি কোনো কাজে আসতে পারলে জানাবেন নিশ্চয়। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

এ্যাংগরী বার্ড বলেছেন: ধন্যবাদ লুবনা। ভাল আছি।
আপনি ভাল আছেন নিশ্চই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.