নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজের সবাই ভাল থাকুক।

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে।

লুবনা ইয়াসমিন

আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।

লুবনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

জরুরী O+ রক্তের প্রয়োজন

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

উত্তরায় বসবাসরত কামরুল ইসলাম নামের একজন ভদ্রলোক ইউনাইটেড হসপিটালে S.D.O বিভাগে ভর্তি আছেন।

তিনি একজন ওপেন হার্ট সার্জারীর পেশেণ্ট। মারাত্বক রক্ত সল্পতায় ভুগছেন অনেকদিন থেকে।

প্রতি বছর ওনার রক্তের প্রয়োজন হয়। নিকট আত্নিয়রা সব সময় রক্ত দিয়ে আসছেন। ওনার স্ত্রী আর রক্ত চাইতে লজ্জ্বা বোধ করছেন।

অনেকে আবার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর রোগী।



কোনো সহৃদয় ব্যাক্তি যদি এগিয়ে আসেন, ওনার অনেক উপকার হবে বটে।

আশা করি আমার ব্লগের ভাই ও বোনেরা এগিয়ে আসবেন।

যোগাযোগের ঠিকানা।

রোকসানা বেগম

০১৬৭৫ ৮৩৯২১৯

উত্তরা



সবাই ভাল থাকবেন । সবার সুস্থ্যতা কামনা করছি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

টেস্টিং সল্ট বলেছেন: আপু গত মাসে রক্ত দিয়ে ফেলেছি। নেক্সট বার দরকার হলে আমাকে প্লিজ একটা নক দেবেন, এই মুহূর্তে কিছু করতে পারছি না :(

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাবার জন্য । খুবই জরুরী তিন ব্যাগ রক্ত আজকের মধ্যে দরকার।আমি আশা করছি, কেউ নিশ্চয় এগিয়ে আসবেন।

২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

বনসাই বলেছেন: এখানে ক্লিক করতে পারেন

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮

লুবনা ইয়াসমিন বলেছেন: এক ক্লিকেই পৌছে গেলাম জায়গা মতন। অনেক অনেক ধন্যবাদ। কামরুল ভাই এর জন্য দোয়া করবেন ।

৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

বটের ফল বলেছেন: আপনি অতি সত্বর কোয়ান্টাম ব্লাড ল্যাবে যোগযোগ করতে পারেন। ওদের সার্ভিস খুবই ভালো এবং ওরা সর্বোচ্চ চেষ্টা করবে আপনার জন্য। এটি একটি আন্তর্জাতিক মানের ল্যাব যা মানের সাথে আপোশহীন।

যোগাযোগের ঠিকানা:

স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ল্যাব

৩১/ভি শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক,

শান্তিনগর, ঢাকা-১২১৭ (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)

ফোন : ৯৩৫১৯৬৯, ৮৩২২৯৮৭, ০১৭১৪-০১০৮৬৯

E-Mail : [email protected]

Web Site : http://www.quantummethod.org


প্রার্থনা- আপনার রুগী খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

লুবনা ইয়াসমিন বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ যোগাযোগের জন্য।
আপাতত তিন ব্যাগ রক্ত পাওয়া গেছে।
কিন্তু কামরুল ভাই এর অবস্থা বেশ খারাপ। ওনার স্ত্রী বেশ ছোটাছুটির মধ্যে আছেন।
আপনারা সবাই দোয়া করবেন কামরুল ভাই এর জন্য।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

বটের ফল বলেছেন: যদি কিছু মনে না করেন এখন আপনার রুগী কেমন আছেন, জানাবেন কি? জানতে ইচ্ছে করছে খুব।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

লুবনা ইয়াসমিন বলেছেন: আমার পরিচিত রোগী এখন একটু ভাল আছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার ওপেন হার্ট সার্জারী তার উপড় আর অপারেশন করা যাবে না। তার উপড়েও মারাত্তক রক্ত-স্বল্পতা। সবাই দোয়া করবেন।

৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

আমিনুর রহমান বলেছেন:


আমার সাথে কথা হয়েছিল আপনার পরিচিতার। আমি যখন ফোন দিয়েছি তখন রক্ত জোগাড় হয়ে গিয়েছিল।

০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:৩২

লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ খোঁজ নেও্য়ার জন্য। ভাল থাকবেন এবং দো্য়াতে রাখবেন। আশা করি আপনি ভাল আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.