নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজের সবাই ভাল থাকুক।

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে।

লুবনা ইয়াসমিন

আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।

লুবনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

সতর্কি করনঃ আপনার অপরিচিত নম্বর হলে কল ব্যাক করা থেকে বিরত থাকুন।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

কোনো ফোন নম্বর থেকে আপনার মোবাইলে কল আসুক না কেন

আপনার অপরিচিত নম্বর হলে কল ব্যাক করা থেকে বিরত থাকুন।



নিম্নের এই নম্বর গুলো থেকে ফোন আসলে

+8809666910462, +8809666910466 ( শেষ তিনটি ডিজিট খেয়াল করলেই ব্যাপারটি পরিষ্কার হবে) দয়া করে কল ব্যাক করবেন না যদি আপনার ফোনের টাকা বাঁচাতে চান।

আমার স্বামী একজন ভুক্তভোগী। তিনি এই নম্বর গুলোর একটিতে কল ব্যাক করে বুঝতে চেষ্টা করেছিলেন কে ফোন করেছে !? পরে দেখে মোবাইলে ১০০০ টাকা নাই। পার মিনিট ৫০০ টাকা করে কেটে নিচ্ছে এই ভূয়া চক্রটি। গত দুই দিন থেকে আমার মোবাইলে উপরোক্ত নম্বর গুলো থেকে ফোন আসছে...

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ সতির্করণ করার জন্য।

২| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:২০

টানিম বলেছেন: লোল ।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

লুবনা ইয়াসমিন বলেছেন: প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে উত্তর দিতেই হবে এ রকম স্বভাব বদলালে ভাল বই খারাপ হবে না। ভাল থাকুন সব সময়।

৩| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৬:০৪

স্বপ্নসমুদ্র বলেছেন: এগুলা দিয়া olx.com.bd এর টেলিমার্কেটর রা কল করে। বিক্রয় ডট কম এ কোন বিজ্ঞাপন দিছেন মনে হয়!!

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

লুবনা ইয়াসমিন বলেছেন: উল্লেখিত নম্বর গুলো থেকে আমার মোবাইলে গত দুদিন থেকে ফোন আসছে তাই আমি নম্বর গুলো দিয়েছি... আমার অনুরোধ ছিল -আপনার অপরিচিত নম্বর থেকে কেউ কল করলে কল ব্যাক করা থেকে বিরত থাকুন।
আপনার মন্তব্যটির শেষ অংশ আমার বোধগম্য হয়নি।

৪| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৬:১৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: বলেন কি?

৫| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

হেডস্যার বলেছেন:
আজাইরা আলাপ কইরেন না।
আইপি নাম্বারে কল করলে ১০০০ টাকা কাটা যায় এই প্রথম শুনলাম =p~ =p~ =p~

আপনার হাজবেন্ড ভুলে কারে ঐ টাকা বিকাশ কইরা দিছে সেই খবর লন। :-P
মানুষকে বেহুদা বিভ্রান্ত করার জন্য কইষ্যা মাইনাস।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

লুবনা ইয়াসমিন বলেছেন: হেডস্যার এমন একটি সম্মান জনক নিক নেইম যার তার প্রতি আমার ছালাম।
ঘটনাটি আমার সামনেই গত শুক্রবারে ঘটেছে। আমার মেয়ে ফোন করতে গিয়ে দেখে মোবাইলে টাকা নাই। পড়ে গ্রামীনে ফোন করে জানা যায় যে এরকম বেশ কিছু কমপ্লেইন তারা পাচ্ছে এবং তারা বোঝার চেষ্টা করছে ঘটনাটি কারা ঘটাচ্ছে।
ভাই আমার এখন সময়ের খুব অভাব যাচ্ছে, তাই ব্লগে আশা হয় না। আমার অনেক প্রিয় ভাই ও বোনেরা এই ব্লগে আছে। তাই, তারা যাতে এইরকম ভুয়া চক্রের মধ্যে পরে কষ্টের টাকা না খোয়ায় সেইজন্য আমার এই ছোট্ট প্রয়াস।
কাউকে বিশ্বাস করানোর বাহুল্য সময় আপাতত আর নেই।

৬| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪১

আরিফুর রহমান বাবুল বলেছেন: যদি ৫০০ টাকার কম থাকে, তাহলে কি কল যাবে?

৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৪

জীয়ন আমাঞ্জা বলেছেন: অবিশ্বাস্য ব্যাপার !
যাইহোক, সচেতনতার প্রয়োজন আছে । অযথা অসংগতি খুঁজে বেড়ালে ফায়দা কী ?

৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯

গারো হিল বলেছেন: আমার মুপাইলে ১৫-২০টাকার বেশি থাকে না.....
এই সর্তকবানী কি আমার জন্য ও প্রযোজ্য আফা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.