![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
ফরমালিনের প্রচলিত অন্যান্য নামসমুহঃ-
1.formaldehyde
2. methanal
3. methylaldehyde
4. paraformaldehyde
5. polyoxymethylene
6. paraform
7. formagene
8. formol
9. morbicid
10. FORMALIN
যারা আমার ফরমালিন সংক্রান্ত লেখাটি পড়েননি তাদের জন্য আবার লিঙ্কটি দিলাম।
Click This Link
ফরমালিন মুক্ত খাবারের জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
যারা আড়তে বিভিন্ন ফলে, মাছে বা সবজীতে ফরমালিন মেশায় তারা ধরা ছোয়াঁর বাইরেই থেকে যাচ্ছে। অনেক ক্ষুদ্র ব্যাবসায়ীরা বেশ ক্ষতির স্বীকার হচ্ছে না জেনেই। যে সব ব্যাবসায়ীরা অসাধু উপায়ে অন্য নামে ফরমালিন আমদানি করে আমাদেরকে নিরাপদ খাদ্য থেকে বঞ্চিত করছে, আমাদের বর্তমান ও ভবিষৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাদের জন্য দৃশ্যমান শাস্তির ব্যাবস্থা করতে হবে।
জরিমানা করে সরকারের কোষাগার উন্নত হবে কিন্তু ফরমালীন আমদানী ব্যাবসায়ী মহলে কোনো পরিবর্তন হবে না যতক্ষন না তাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পা্বে।
যে ব্যাবসায়ী নিজের দেশের জনগনের প্রতি কোন খেয়াল করে না সে দেশকে কি ভালবাসবে !? সেই ব্যাবসায়ী নিশ্চিত থাকেন তাদের প্রয়োজন পড়লে দেশকে বিক্রী করে দিতে কুণ্ঠা বোধ করবে না।
দুঃখ এখানেই যে, যেইসব ব্যাবসায়ীরা এইসব কাজে জড়িত তারা স্যোসাল নেটওয়ার্কিং এর কিছু বোঝেও না , ধার ও ধারে না। তারা শুধু ক্ষমতা বোঝে। আমি আপনি কিই বা করতে পারি?!
নিম্নের লিংকের ভিডিওতে কিছু তথ্য পাবেন আশাকরি।
https://www.youtube.com/watch?v=PUJ36_vW63U
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:২১
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য
২| ০৩ রা জুলাই, ২০১৪ ভোর ৫:২৯
জাফরুল মবীন বলেছেন: ফরমালিনবিরোধী অান্দোলনে আপনার সম্পৃক্ততা অভিনন্দনযোগ্য।এ বিষয়ে সচেতনতার কোন বিকল্প নেই।এ বিষয়ে আমার একটি লেখা অাছে ,সম্ভব হলে পড়ে দেখার অনুরোধ রইলো ফরমালিনঃচেনা বিষের অচেনা উৎস্য
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:১৩
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে এসে মন্তব্য করার জন্য। আগে একটা সময় ছিল প্রায় রেগুলার ব্লগে এসে লেখা গুলো পড়তাম। এখন বিভিন্ন ঝামেলায় আর তেমন করে আশা হয় না।অনেক অনেক তথ্যপুর্ণ সুন্দর লেখা থেকে নিজেকে বঞ্চিত হতে হয়েছে। তাই অনেক দুঃখ হচ্ছে। যতটুকু পারছি পড়তে চেষ্টা করছি। আমার কিছু লেখা ছিল যা অনেক আগের লেখা। সময় পেলে পড়ে দেখবেন আশাকরি। আপনার লেখার সাথে পরিচিত হতে পেরে অনেক সুখানুভব বোধ করছি।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
৩| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:২০
মোঃ শিলন রেজা বলেছেন: জানলাম অনেক কিছুই। আপনাকে ধন্যবাদ। কিন্তু একটা বিষয় খুবই মর্মান্তিক দেখলাম সেদিন। মিরপুর ১৪ নং এ কিছু পুলিশ রেট করে খুদ্র ব্যবসায়ীর সব গুলা আম এবং লিচু নষ্ট করে দিল, কিন্তু পুলিশ তাকে কোন ক্ষতিপূরণ দিল না। আমি অই ব্যবসায়ি কে জিজ্ঞাসা করতে উনি কান্নায় ভেঙ্গে পড়ল। এই জায়গাতে আমি বলতে চাই রেট করতে হবে আড়ৎদার দের এদের নয়। হ্যা বাজারের এসব গুলা উঠাতে হলে অবশ্যই ক্ষতিপূরণ দিয়ে তার পর সেগুলা নষ্ট করতে হবে।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪৭
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে এসে মন্তব্য করার জন্য।
ক্ষতিপুরন কে কাকে করবে এবং কিভাবে ? বাংলাদেশে গাড়ী ইন্সুরেন্সই ঠিক মতন লোকজন করে না ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করবে ! ইন্সুরেন্স করে ব্যবসা করলে হয়ত এটা ভেবে দেখা যেত।
৪| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:১১
দাকুড়াল বলেছেন: হ্যা বাজারের এসব গুলা উঠাতে হলে অবশ্যই ক্ষতিপূরণ দিয়ে তার পর সেগুলা নষ্ট করতে হবে।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪৫
লুবনা ইয়াসমিন বলেছেন: শুধু জরিমানা করেলেই হবে না । দৃশ্যমান শস্তির ব্যাবস্থা করতে হবে।
ক্ষতিপুরন কে কাকে করবে এবং কিভাবে ? বাংলাদেশে গাড়ী ইন্সুরেন্সই ঠিক মতন লোকজন করে না ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করবে ! ইন্সুরেন্স করে ব্যবসা করলে হয়ত এটা ভেবে দেখা যেত।
৫| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে একমাত্র দেশ যেখানে কোন আইন ফাইন নেই! যার যা খুশী করতে পারে! লাখ লাখ টাকার আম মুরগী লিচু ধ্বংশ করে ফেলল কোন ক্ষতিপূরণ ছাড়াই! কেউ জানেইনা আইন কি বলে! ঘুষ দিলে আবার সব ঠিক। আরে ফরমালিন আমদানী বন্ধ করে দদিন দেখেন কি হয়! না তা দিবেনা তাতে ঘুষের পরিমানটা কমে যাবে! আবার একদল চামচা আঁতেল আছে বলবে ওটা ল্যাবে লাগে! জীবনে গেছেন কোন ল্যাবে?
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪০
লুবনা ইয়াসমিন বলেছেন: ফরমালিন মুক্ত খাবারের জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
সাথে অন্যান্য খাবারেও বিভিন্ন রকম রাসায়নিক ব্যাবহার বন্ধ করতে গনসচেতনতা গড়ে তুলতে হবে। শুধু জরিমানা করেলেই হবে না । দৃশ্যমান শস্তির ব্যাবস্থা করতে হবে।
প্রশাসনের আষ্টে পৃষ্ঠে যারা জড়িয়ে আছে তাদের বুহ্য ভেদ করে সাধারন মানুষের আকুতি প্রশাসনের কান পর্যন্ত পৌছায় না। তবুও আমরা যে যেখানে আছি চেষ্টা চালিয়ে যাই.........। প্রতিনিয়ত।
৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৪
চড়ুই বলেছেন: সরকার এখনো কেন কোন বেবস্থা নেই না?
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪১
লুবনা ইয়াসমিন বলেছেন: বিশুদ্ধ পানি পানে সবাইকে উৎসাহিত করতে হবে। ভেজাল ব্যাবসায়ীতে দেশ ভরে গ্যছে। ব্যাবসায়ীদের মুল্যবোধ কমে গ্যাছে। এরজন্য দরকার সুন্দর সুন্দর গনসচেতনতা মুলক লেখা। টিভি ও রেডিও ব্যবহার করেও সাধারন জনগনের কাছে পৌছানো সম্ভব। কিন্তু আমাদের দেশে ডেডিকেটেড কর্মীর অভাব। যারা সাহায্যে এগিয়ে আসতে চায় সরকার তাদেরকে চেনে না বা চেনার চেষ্টাও করে না।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৩৯
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: ভালো ছিলো ।