![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
আপনাদের সবার দোয়ায় আমার লেখা একটি বই প্রকাশ পেয়েছে।
শিখা প্রকাশনি বইটি প্রকাশ করেছে।
বইটি বাংলা ও ইংরেজী দুইটি ভাষাতেই প্রকাশ পাচ্ছে। যেহেতু গ্রন্থখানি আমার একটি মৌ্লিক গবেষনা কার্য ছিল যা ইংরেজীতে তাই ইংরেজী বই নিয়ে কাজ করতে বেশী অসুবিধা হয়নি। কিন্তু বাংলা অনুবাদ করা এবং তা প্রকাশ করতে যাওয়া একটু সময় সাপেক্ষ বৈকি । এডিটিং এর কাজ চলছে ২০১৫ এর ফেব্রুয়ারীর বই মেলায় নিশ্চয় পাওয়া যাবে আশা করি।
ইংরেজী নাম: When adolescent girls are victim of violence
বাংলা নাম: কিশোরী বালিকারা যখন নির্যাতনের শিকার
আপনাদের দোয়া কামনা করছি।
মডেলঃ শিখা, আমাকে বাসায় সাহায্য করে ও আছে বলেই আমি বেচেঁ আছি।
আপনারা যেভাবে আগ্রহ দেখিয়েছেন আপনাদের আগ্রহে আমি আপ্লুত। বাংলা বইটি “কিশোরী বালিকারা যখন নির্যাতনের শিকার” শিখা প্রকাশনিতে এবারের বই মেলায় পাওয়া যাবে। আমি বিস্তারিত অবশ্যই আপনাদের জানাবো।
নিন্মে আরো কিছু ছবি সংযুক্ত করলাম। যার দ্বারা মোটামুটি এই বই সর্ম্পকে বিস্তারিত জানা যাবে।
আমার একটা পরীক্ষা চলছে। আগামী এপ্রিল পর্যন্ত খন্ড খন্ড ভাবে চলবে। ইনশাআল্লাহ বেঁচে থাকলে মে থেকে লেখা লেখিতে আবার সক্রিয় হবো। আপনাদের সহযোগীতা সব সময় কামনা করি।
বইয়ের নাম
ইংরেজী নাম: When adolescent girls are victim of violence
বাংলা নাম: কিশোরী বালিকারা যখন নির্যাতনের শিকার
লেখক : লুবনা ইয়াসমীন
প্রকাশক :শিখা প্রকাশনী
প্রচ্ছদ: লুবনা ইয়াসমিন
মূল্য : ১৭৫ টাকা
বইয়ের ধরণ : গবেষণা
ব্লগ পোস্ট : আমার লেখা একটি বই প্রকাশ পেয়েছে
প্রাপ্তি স্থান : পিবিএস (শান্তি নগর , ধানমন্ডী, উত্তরা)।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাদর সাথে দেখা করবার জন্য ব্লগ ডে তে গিয়েছিলাম কিন্তু ততক্ষনে আপনারা চলে গিয়েছিলেন। দেখা হবে নিশ্চয়। বই আপনি ইচ্ছে করলে দুটো ফ্রী পেতে পারেন। একটা বাংলা আর একটা ইংরেজীতে। পড়াশোনা আর অফিসের কাজ নিয়ে একটু ব্যাস্ত যাচ্ছে দিনকাল । পড়াশোনাটা মে মাসে শেষ হবে ... তারপর ...।। তার আর পর নেই।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
এমএম মিন্টু বলেছেন: ব্লগের সকল ব্লগার ভাই বোনদের জন্য একটা করে কপি ফ্রি পাঠিয়ে দিন ।
শুভকামনা রইলো ।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, তবে আপনার প্রস্তাবটা একটু অবাস্তাব বিধায় রাখা সম্ভব হবে না। আর আমি রাজী হলেও প্রকাশক রাজী হবে না ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন.... দরকারি বিষয় নিয়ে লেখেছেন...
সফলতা কামনা করছি....
কোথায় কিনতে পাওয়া যাবে, জানাবেন.....
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। শিখা প্রকাশনিতে পাওয়া যাবে । বাংলাবাজারে অবস্থিত। এবারের বই মেলায় পাওয়া যাবে
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো।
বইটির নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ - এসব তথ্য দেবার অনুরোধ রইলো।
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ বইটি সম্পর্কে আগ্রহ প্রকাশের জন্য।আমি চেষ্টা করছি,বিস্তারিত জানাবার জন্য
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
এহসান সাবির বলেছেন: চেষ্টা করব পড়বার।
ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১
ডি মুন বলেছেন:
অভিনন্দন
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২০
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
ক্ষতিগ্রস্থ বলেছেন:
কিশোরী বালিকারা যখন নির্যাতনের স্বীকার
এর স্থলে হবে -
কিশোরী বালিকারা যখন নির্যাতনের শিকার
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪
লুবনা ইয়াসমিন বলেছেন: ক্ষতিগ্রস্ত নিক নেইম নিয়ে আপনি যেই পরোপকারে লিপ্ত আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার স্বীকার করতে আপত্তি নেই যে আমি ভুল করে শিকারকে স্বীকার দিয়েছি। আপনি না জানালে তো খেয়ালই করতাম না।আবারো ধন্যবাদ।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
আলম দীপ্র বলেছেন: অভিনন্দন !!!!!!
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কনগ্রাচুলেশন এবং শুভ কামনা।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪
লুবনা ইয়াসমিন বলেছেন: মন্তব্য করার জন্য এবং শুভ কামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
মোঃ মামুনুর রশিদ বলেছেন: অনেক অনেক অভিনন্দন
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
লুবনা ইয়াসমিন বলেছেন: অভিনন্দন জানানোর জন্য অনেক ধন্যবাদ।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: শীতকালের ঠান্ডা শুভকামনা।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১
লুবনা ইয়াসমিন বলেছেন: এই শীতের দিনে সময় করে মন্তব্য করার জন্য এবং শুভ কামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
আমি তুমি আমরা বলেছেন: আপনি ও আপনার বইটির জন্য শুভকামনা রইল
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩
লুবনা ইয়াসমিন বলেছেন: আমাকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানানোর ও মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন ।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ শুভ কামনা জানাবার জন্য।
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক দরকারী একটা কাজ । এ বিষয়টা নিয়ে আমার এমনিতেই আগ্রহ ,কোন লেখা পেলেই আমি পড়ার চেষ্টা করি। সম্ভব হলে বই কেনার চেষ্টা করবো।আন্তরিক শুভকামনা আপনার জন্য।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য এবং শুভ কামনা জানানোর জন্য ।
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৮
কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: শুভ কামনা
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১১
পামাআেল বলেছেন: বই প্রকাশের তথ্যটি দেয়ার জন্য ধন্যবাদ। আমাদের দেশের বাস্তবতায় বিষয়টিও খুব সময়োপযোগী। মজুরগিরি নিয়ে দেশের বাইরে থাকাতে বরাবরের ন্যায় বইমেলা থেকে বঞ্চিত হব। চেষ্টা করবো কাউকে দিয়ে কিনতে।
‘কিশোরি বালিকারা যখন নির্যাতনের শিকার’ না দিয়ে ‘কিশোরিরা যখন নির্যাতনের শিকার’ এ নামটি দিলে বোধ হয় দ্বিত্ত প্রয়োগ এড়ানো যেত।
- পামাআলে
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ বইটি কেনার ইচ্ছা প্রকাশের জন্য।
বইটির অন লাইনে অর্ডার করা যাবে।
অন লাইন ডিষ্ট্রিবিউটর http://www.rokomari.com
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬
নূসরাত তানজীন লুবনা বলেছেন: মাশাআল্লাহ । তোমার এই গুনের খবর তো জানতামই না । কিছুদিন আগে ব্লগে তোমার নাম দেখে অবাক হয়েছিলাম । অনেক অনেক ভালো লাগলো ।
অনেক অনেক শুভ কামনা ।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩
লুবনা ইয়াসমিন বলেছেন: আমাকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানানোর ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যে একটু পুলোকিত হয়েছি বইকি! আমি কেন আপনাকে চিনি না ? আমি প্রায় ৫ বছর থেকে টুক টাক লেখা লেখি করে আসছি। এখন অফিসের কাজের ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারি না।
আমার ভাল লাগার এবং কষ্টে থাকার দিনগুলো অবলিলায় শেয়ার করি এই ব্লগে। আপনি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
নাম এক হওয়ার কারনে তো মিতা হওয়াই যায়।
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩১
জাফরুল মবীন বলেছেন: আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন
বইটির মূল আলোচ্য বিষয়ের উপর একটি সংক্ষিপ্তাসার পোস্ট আকারে ব্লগে দিলে আমার মত অনেকেই বেশ উপকৃত হতো বলে মনে হয়।আশা করি বিষয়টি ভেবে দেখবেন।
শুভকামনা রইলো অফুরন্ত।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি আপানাদের পরামর্শ মোতাবেক যতটা সম্ভব তথ্য দেওয়া যায় দেওয়ার জন্য।
১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৭
সুলতানা সাদিয়া বলেছেন: শুভকামনা রইল। মন্তব্যে পাওয়া পরামর্শগুলো বেশ কাজে দিবে।
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি আপানাদের পরামর্শ মোতাবেক যতটা সম্ভব তথ্য দেওয়া যায় দেওয়ার জন্য।
২০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
ভারসাম্য বলেছেন: আমি ব্লগ ডে'র অনুষ্ঠানে যাই নি। কী হবে এত পড়ালেখা করে!
আমি দুইটি বইই পড়তে চাই। একটা কিনে, একটা ফ্রী তে।
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২
লুবনা ইয়াসমিন বলেছেন: ও তাই নাকি । দেখা হবে কোনো একদিন নিকট ভবিষৎ এ। বই কেনার ইচ্ছা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ।
২১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬
সোহেল মাহমুদ বলেছেন:
অভিনন্দন।
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯
জানা বলেছেন:
অভিনন্দন এবং অশেষ ভালবাসা লুবনা। খুবই আনন্দ এবং গৌরবের কথা। জরুরী বিষয় নিয়ে লেখা বইটি পড়ার অপেক্ষায় থাকছি। অবশ্যই সংগ্রহ করে নেবো।
সর্বময় মঙ্গল হোক।
২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
লুবনা ইয়াসমিন বলেছেন: জানা আপা অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য এবং বইটি পড়ার আগ্রহ প্রকাশের জন্য।আমি কোথায় কোথায় পাওয়া যাবে তা জানিয়ে একটা ছোট্ট নোট দিব। যারা আগ্রহী তারা সংগ্রহ করতে পারবেন।
ভাল থাকবেন সব সময় এই কামনা করি।
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৮
কলমের কালি শেষ বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা ।
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
লুবনা ইয়াসমিন বলেছেন: মন্তব্য করার জন্য এবং শুভ কামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
২৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫
আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল, লুবনা।
নিজের কাজের প্রয়োজনেই বইটি কিনবো নিশ্চিত ।
♣ অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣ এই পোস্টে আপনার বইয়ের তথ্য যুক্ত করলাম।
বাকী তথ্যগুলো পাওয়ার অপেক্ষায় রইলাম ।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল লাগলো শুভেচ্ছা বার্তা পেয়ে।
বাকী তথ্যগুলো সংযুক্ত করে দিয়েছি
প্রচ্ছদঃ লুবনা ইয়াসমিন
দাম ১৭৫ টাকা
প্রিন্টিং এম আর প্রিণ্টার্স
প্রাপ্তি স্থান : PBS পিবিএস (শান্তি নগর , ধানমন্ডী, উত্তরা)।
২৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮
ভূতের কেচ্ছা বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
২৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২
মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক অভিনন্দন রইল আপু।
অবশ্যই সংগ্রহ করবার চেষ্টা থাকবে।
ভালো থাকুন, শুভ কামনা
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ধন্যবাদ এবং বইটি কেনার ইচ্ছা প্রকাশের জন্য। ভাল থাকবেন সবসময় ।
২৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
নূসরাত তানজীন লুবনা বলেছেন: আমরা একই স্কুলে একই ক্লাসের স্টুডেন্ট
মাস দুই আগে কুরবানির ঈদের পূর্ব মুহুর্তে ফোনে তোমাকে কোন একটা কারনে কোথাও যাওয়ার কথা বলেছিলাম ।
এখন মনে পড়ে ?
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
লুবনা ইয়াসমিন বলেছেন: যে ভাবেই হোক না কেন আমার কিছু মনে পড়ছে না। কোথায় কোন ভুল হচ্ছে নিশ্চয়।
২৮| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১
নীল-দর্পণ বলেছেন: বইটি সংগ্রহ করবো ইনশাআল্লাহ। বইমেলার কবের দিকে প্রকাশ পেতে পারে ডেট হয়েছে কি?
শুভকামনা রইল
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
লুবনা ইয়াসমিন বলেছেন: শিখা প্রকাশনীতে বই মেলায় প্রথম থেকেই পাওয়া যাবে ।
তাছাড়াও বর্তমানে পিবিএস শান্তিনগর, ধানমন্ডী এবং উত্তরাও পাওয়া যাচ্ছে।
মন্তব্যের জন্য এবং বইটি পড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সেই জন্য অনেক ধন্যবাদ ।
২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বাহ্...! দারুণ কাজ আপু
অনেক অনেক শুভেচ্ছা।।।
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ দারুণ মন্তব্যের জন্য। ভাল লাগলো শুভেচ্ছা বার্তা।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
ভারসাম্য বলেছেন: আমি মনে হয়, একটা কপি ফ্রী পেতে পারি!

শুভকামনা।