![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
অনেক প্রতিক্ষার পর, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমার লেখা বাংলা বইটি বই মেলাতে আসছে। আমি কৃতজ্ঞচিত্তে সৃষ্টিকর্তাকে স্মরন করছি এত প্রতিকুলতার মধ্যেও মেলায় বইটি বের হচ্ছে জেনে।
ইংরেজী ও বাংলা এই দুইটি বই বের করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি কিন্তু যেই সব ঘটনার মধ্য দিয়ে বইগুলো প্রকাশ পেলো পরবর্তীতে এই নিয়ে একটা কিছু লেখার ইচ্ছা রইলো।
আপনাদেরকে আমন্ত্রন জানাচ্ছি বইটি পড়ার ও সমালোচনা করার।
আমার লেখা বাংলা বইটি মৌ্লিক গবেষনা মুলক
“যখন নির্যাতনের শিকার
কিশোরী-বালিকা”
গ্রাফোসম্যান পাবলিকেশন থেকে বের হচ্ছে।
প্রচ্ছদ- মৃত্তিকা সাদী
বই মেলাতে পাওয়া যাবে।
স্টল নং – ১৪২
মূল্য- ১৫০.০০টাকা।
ভাল থাকবেন সবাই এই শুভ কামনায়
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
লুবনা ইয়াসমিন বলেছেন: ঢাকা্য বই মেলাতে যাওয়া নিরাপদ না ভাবতেই পারছি না। আমার তো অনেক বার যাওয়া হয়ে গেলো।যখনই যাবেন ষ্টল নম্ব্ররটি মনে রাখতে হবে না হলে খুঁজে পাওয়া দায়।
অনেক ধন্যবাদ মন্ত্যবের জন্য ও পড়ার আগ্রহ দেখাবার জন্য ।
আর একটা বিষয় যা সবার জন্য প্রযোজ্য তাহলো মেলাতে প্রবেশের মুখে অনেক ধুলা তাই যথাসম্ভব প্রয়োজনীয় ব্যবস্তা নিবেন। সাথে একটা পানির বোতোল থাকলে ভালো হয়। মেলা এবার দুই ভাগে বিভক্ত। একভাগে সরকারী প্রকাশনা সমুহ আর একপাশে ব্যক্তিগত প্রকাশ না সমুহ।সব দেখার জন্য বেশ সময় নিয়ে আসতে হবে।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ কামনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
লুবনা ইয়াসমিন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ অভিনন্দন এবং শুভ কামনার জন্য
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
সোহানী বলেছেন: শব্দটা কি শিকার হবে?
পড়ার আগ্রহ থাকলো, আশা করি সংগ্রহ করবো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ
আশা করি বইটি পড়ার চেষ্টা করবেন
আশা করছি বইটিকে সমালোচনা করে বইটিকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসবেন
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
ভূতের কেচ্ছা বলেছেন: পড়ার ইচ্ছা আছে ,কিন্তু পয়সা নাই,,,,,,,,,,,,,,,,,,,
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
২৫% ডিসকাউণ্ট দিয়ে বইটির দাম পড়বে খুব বেশী হলে ১১২ টাকা । আমার জন্য যে ১১২ টাকা খরচ করতে রাজী না আমি তার জন্য কি করতে পারি বা আমার কি করা উচিত?
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১
শায়মা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপুনি!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্ত্যবের জন্য
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪
আরজু পনি বলেছেন:
আশা করছি বাংলা ইংরেজি দুই ভাষার বইই কিনবো...তালিকার প্রথম দিকেই আছে ।
অনেক শুভেচ্ছা রইল ।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৬
লুবনা ইয়াসমিন বলেছেন: আরজুপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ বইটি সংগ্রহের ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য। শুভ কামনা রইল।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
রুপম হাছান বলেছেন: দেশের যে অবস্থা, তা বাসা থেকে বের হওয়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করার শামিল। তারপরেও পড়ার চেষ্টা করবো। আপনি ও ভালো থাকেন। আপনাকেও ধন্যবাদ।