নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজের সবাই ভাল থাকুক।

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে।

লুবনা ইয়াসমিন

আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।

লুবনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

ঐশীর ফাঁসির আদেশ- আইন কি বলে দন্ড বিধি অনুযায়ী

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১


দন্ড বিধি অনুযায়ী
সেকশন ৮৪
এমন কোন ব্যক্তির কোন কার্যই অপরাধ নহে , যে ব্যাক্তি সংশ্লিষ্ট কার্যটি করিবার সময় তহার মনে অসুস্থতা (unsoundness) বশতঃ কার্যটি যে অন্যায় অথবা আইনবিরুদ্ধ, তাহা বুঝিতে অসমর্থ ছিল ।

Penal code
Sec 84
Nothing is an offence which is done by a person who at the time of doing it, by reason of unsoundness of mind is incapable of knowing the nature of the act , on that s/he is doing what is either wrong or contrary of law.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

ঢাকাবাসী বলেছেন: এটাতো পেনাল কোড তা আপনার মতামত কি?

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

লুবনা ইয়াসমিন বলেছেন: এই লেখাটি আমার পুর্ববর্তী লেখাটির কন্টিনিউয়েশন ছিল।আপনি আমার আগের লেখাটি পড়লেই উত্তর পাওয়া সম্ভব ছিল। আমি অনেক দিন লেখা লেখি করি না, টিভি দেখি না বিভিন্ন কাজে ব্যাস্ত থাকায় । তাই হয়ত আপনার সাথে আমার পরিচয় নাই। আমি অনেকেই চিনি একসময় লেখা লেখির কারনে। সবার আমাকে চিনতে হবে আমি সেটা আশা করি না।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

দিশেহারা আমি বলেছেন: আপনিও এক পুলটা গাঞ্জা খান আর মা বাবা খুন করে ফেলুন।পেনাল কোড ৮৪ তো আছেই।

মাদকাশক্ত আর মানুষিক ভাবে অসুস্থ ( পাগল) এক নয়।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

লুবনা ইয়াসমিন বলেছেন: দিশেহারা ভাই আপনি নিজেই তো “দিশেহারা” পথ দেখাবেন কিভাবে ? আপনার মন্ত্যবের উত্তরে কি লেখা যায় বুঝে পাচ্ছি না। অনেক চিন্তা করে দেখলাম ...আল্লাহ আমাকে সেই ক্ষমতাও দেন নাই। আপনি বরং আপনার সুচিন্তিত মতামত পেশ করলে আমি বরং কিছু শিখতে পারতাম আপনার কাছ থেকে।

"মাদকাশক্ত আর মানুষিক ভাবে অসুস্থ ( পাগল) এক নয়। " ব্যাপারটি যদি একটু বুঝিয়ে বলতেন।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

ভারসাম্য বলেছেন: বয়স বিবেচনায় আরও কোন লঘু শাস্তির বিধান আছে কি? আমার একটা জিনিস অবাক লেগেছে যে, হত্যাকান্ডে ঐশীর সহযোগীদের এত কম শাস্তি দেখে।

আর 'দিশেহারা আমি' একটু দিশেহারা ধরনের মন্তব্যই করে ফেললেন সম্ভবতঃ। এখানে লেখিকা নিজের কোন অভিমত দেন নি। আইন নিয়ে আপনার ব্যাখ্যাটা ভাল লাগলেও, প্রকাশভঙ্গীটা ভাল হল না একদমই। @ দিশেহারা

অস্থির এই সময়ে,মতভেদ সত্বেও পারস্পরিক সহিষ্ণুতা রাখাটাও জরুরী।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

লুবনা ইয়াসমিন বলেছেন: ভাই ভারসাম্য আপনাদের মতন সহনশীল কিছু মানুষ আছেন বলেই মাঝে মাঝে ঢু মারি। এমন এক চাকুরী করি লেখা লেখির জন্যই পয়সা দেয়। তাই যখন মনের তাগিদে কিছু লিখি তখন কিছু মন্তব্য বিব্রত করে বৈকি ~! আমার ওয়ালে আসার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.