| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়, তুমি ভেসে যাও অন্তহীন স্রোতে
যে ভাবে গিয়েছ আদিকাল হতে
স্রোতস্বিনী নদীর মতো
নির্বিকার নিশ্চিন্ত গতিতে।
ছিলনা ভাবনার কিছু - প্রকৃতির নিয়ম মেনে
হামাগুড়ি শৈশব ফেলে - শরতের কৈশোরে
তার পর যৌবন এলো এক দুরন্ত দুপুরে
সে কোন সুদূর অতীতে।
আজ হেমন্তের এই পড়ন্ত বেলায়
জীবনের সোনালি সন্ধ্যায়
প্রত্যহের দৈর্ঘ বাঁধা থাকে একই সীমানায়
আহার নিদ্রা স্বপন
এই তো এখন আমার দিবস যাপন।
২|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগল কবিতায় । ![]()
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
তানজীব তন্ময় বলেছেন: আহার নিদ্রা স্বপন
এই তো এখন আমার দিবস যাপন।...............আমার সাথে মিলে গেল ।
দারুন লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভেচ্ছা রইল