নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপনেয় ব্লগ

যা মুছে ফেলা যায়

অপনেয়

কবিতা জীবনকে সহনীয় করে তোলে। বাঁচার জন্যই কবিতা। সেকারণেই লিখি।

অপনেয় › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭

তোমারই সন্তান - কিন্তু ওরা তোমার পুত্র-কন্যা নয়।
ওরা জীবনের আকুল আকাঙ্খার সন্তান ।

তোমার মধ্যে দিয়েই ওদের আগমন
কিন্তু ওরা তোমার কাছ থেকে আসেনি,
যদিও ওরা তোমার সাথে থাকে
তুমি তাদের স্বত্বাধিকারী নও।

ওদেরকে ভালোবাসা দিতে পারো
কিন্তু তোমার ভাবনা-বাসনা দিতে পারবেনা,
কারণ ওদের নিজস্ব মন আছে।

তুমি ওদের দেহকে আশ্রয় দিলেও
ওদের অন্তরাত্না তোমার আবাসে থাকে না,
কারণ ওদের চেতনা আগামি
দিনের গৃহে বাস করে,
যেখানে তোমার প্রবেশ নিষেধ
তোমার স্বপ্নের মধ্যে দিয়েও নয়।

তুমি হয়ত ওদের মতো হতে চাইবে,
কিন্তু তোমার মতো করে তাদের
গড়ে তোলার চেষ্টা কোরনা,
কারণ জীবন এগিয়ে যায়
গতকালের দিকে না তাকিয়ে।

---------------------------------
খলিল জিবরানের 'দি প্রফেট' থেকে সংগৃহীত
ভাষান্তরঃ অপনেয়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

অপূর্ণ রায়হান বলেছেন: অনুবাদ ভালো হয়েছে ।

শুভেচ্ছা :)

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

কলমের কালি শেষ বলেছেন: অনুবাদ কবিতা ভাল লাগলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.