| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিন্ত মনে বসে আছি
ঘরের দাওয়ায়
হঠাৎ আমার আপেল গাছেটির
একটি ডাল ভেঙ্গে গেলো
আচমকা এক দমকা হাওয়ায়।
বৃক্ষটি ব্যথা পেলো কি না
তা না ভেবে
ভাঙ্গা ডালটা সরাবো কী ভাবে
তাই নিয়ে শুরু হলো মাথা ব্যথা।
পরের দুঃখ যে নিজের নয়
সে তো সবারই জানা কথা।
এ নিয়ে তোর কেন এ চিন্তা
কেনো এতো মাথা ব্যথা।
২|
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
এহসান সাবির বলেছেন: বেশ!
৩|
২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো । ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই ।
শুভেচ্ছা রইল