| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনারণ্যে যদি অকস্মাত্ দেখা হয়ে যায়
আমাকে তোমার ভালবাসা দিয়ো।
দ্রুত অপসারিত মুখগুলো থেকে
ভালোলাগে এমন একটিকে বেছে নিয়ো।
তার পর যখন দেখবে
আশেপাশে কেউ আর নেই -
তখনই তুমি ঠোঁট কামড়ে
এক মুহুর্ত হয়ত ভাববে একি সেই।
২|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
নির্বোধ পাঠক বলেছেন: বেশ সুন্দর হয়েছে কবি।
অভিনন্দন ও শুভেচ্ছা -
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
নিলু বলেছেন: লিখে যান