| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও যদি কোন দিন না-ফেরার পথে
যাও তুমি দৃপ্ত পদক্ষেপে
অনুভবে আনো দিবাশেষের আনন্দ কলতান
রেখো না মনে অনুতাপ অভিমান।
তোমার জীবন তোমার একক ইতিহাস
তোমার আনন্দ তোমার অশ্রু
তোমার একান্ত গোপন বেদনা
তোমার কৃত-গৌরব আর অলব্ধ বাসনা।
তোমার জীবন এক অনন্য ইতিহাস
গোধূলি লগ্নের অংশু কিরণে
অনুভবে আনো দিবাশেষের আনন্দ কলতান
গেয়ে যাও তুমি জীবনের জয়গান।
তোমার ব্যাথীত সন্তান
চোখ ভরে তুমি দেখে নাও তাকে
নাই কোনো বিদায়ের ক্রন্দন
আছে শুধু সগৌরব বিদায় সম্ভাষন।
২|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
নিলু বলেছেন: লিখে যান
৩|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
নির্বোধ পাঠক বলেছেন: ভাবনার অনুপম প্রকাশ!
বেশ সুন্দর হয়েছে।
কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
মামুন ইসলাম বলেছেন: ভালো লাগলো