| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তার স্রোত যদি প্রবাহিত না হয়
বিশ্বাসের অতুল সমুদ্র হবে এক বদ্ধ জলাশয়।
যে শস্যের উৎপাদন হয় অনুর্বর বালুকনায়
অচিরেই তা ঝরে যাবে মরুভূর মরিচিকায়।
মুক্ত বায়ু যদি না বহে সেই সুদূর মরুপ্রান্তরে
তোমার পৃথিবী ছেয়ে যাবে এক নিবিড় অন্ধকারে।
যতই গেয়ে যাও তুমি ধর্মের লোকগাথা
রক্ষা পাওয়া যাবেনা আর বালিতে লুকিয়ে মাথা।
রক্তপিপাসু ধর্ম বাহিনীর শুধুই মৃত্যুতে বিশ্বাস
আজানে যাদের নাই কোন জীবনের আশ্বাস।
জীবনের শস্যকণা ঝরে যাবে হায়
আমাদের প্রিয় উম্মাহর-ই ধুলিকণায়।
যদি শোন ইতিহাসের সাবধান বাণী
বন্ধ করো এখনই এই রক্তাক্ত হানাহানি।
©somewhere in net ltd.